এবিবি-ফান প্রশ্ন-৪৩ || লিপস্টিক রাঙানো ওষ্ঠদ্বয়ে কী এমন জাদু আছে ..... ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
লিপস্টিক রাঙানো ওষ্ঠদ্বয়ে কী এমন জাদু আছে যা দেখামাত্র ছেলেদের মনে শত শত লাড্ডু ফোটে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
শ শ শ স ! চুপ। আমার নিজস্ব কোনো অভিমত নেই যে ব্যাপারে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রথম কারন ছেলেরা বিপদ নিয়ে খেলতে ভালবাসে। তাই লাল মানে বিপদ সংকেত দেখেই ঝাপিয়ে পড়ে। দ্বিতীয়ত প্রাচীন কালের ডাইনিদের মায়া বিদ্যা লিপস্টিকের গোপন উপাদান।এটা দিয়েই এযুগের ডাইনিরা সরি মেয়েরা ছেলেদের বশ করে।
এইডা জোস ছিলো ভাই, বেশ মজা পাইছি হা হা হা
ধন্যবাদ ভাই।
অনেক বড় তথ্য দিলেন তো ভাই এর আগে জানতাম না ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ছিল
এত সাপ মারলাম লাঠি ও ভাঙলো না এমন উত্তর 😂😂😂
এই রহস্যটা একমাত্র তনুজা বৌদি ভালো বলতে পারবে কারণ সেই জাদুতেই তো দাদাভাই আটকা পড়েছে🙈🙈💗💓💞
যাইহোক আমার মনে হচ্ছে লিপস্টিককে ছেলেরা কচি ডাব মনে করে তাই কচি ডাব দেখেই লাড্ডু ফুটে মনে।ডাবের পানির মত মিষ্টি মনে করে আর কি,আর বললাম না পাবলিক মাইর দিবে😜😜
পাবলিক আসছে তাড়াতাড়ি পালান ।
আমার তো মনে হয় কমলালেবুর মত হা হা হা।
এই যে পাবলিক দাড়ান,আগে আমার কথাটা বুঝেন,না বুইঝাই মাইর-টাইর দিবেন না কিন্তু। আমিও কম না,এক্কেবারে বাঁশ নিয়া দোড়ামু😁😁😜
কচি ডাব এর সাথে লিপস্টিক এর কি সম্পর্ক এটি ঠিক বুঝতে পারলাম না এজন্যই বোধহয় এখনো সিঙ্গেল
থাক ভাই,সিঙ্গেল থাকেন।বুঝতে যাইয়েন না বেশি। 😆😆
কি জাদু আছে সেটা আমরাতো বলতে পারবো না কারণ এই লাড্ডু ছেলেদের জন্যই তৈরি হয়েছে আর এই লাড্ডু শুধু ছেলেরাই দেখবে মেয়েদের কাজ একটু জাদুর মাত্রাটা বাড়িয়ে ছেলেদের নাচানো।
হায় হায় বলেন কি? আবার যাদুও মাত্রা বাড়ানোও যায়, কি ভয়ানক ব্যাপার!
একেই বলে কালা জাদুর খেলা।
মেয়েদের ওষ্ঠদ্বয় রাঙানো হোক কিংবা নাই বা হোক সুন্দরী বলে কথা। আর লাড্ডু কেন ফুটে তা তো বলতে পারবো না,সবই মেয়েদের কাছ থেকে চান্স নেওয়ার ধান্দা। বেশি লাড্ডু ফুটলে আবার ঝামেলা আছে ,পরে ফায়ার সার্ভিস খবর দিতে হবে
আইছে পন্ডিত মশাই, লেকচার শুরু হয়ে গেছে
আপনি আমার প্রতিভার দামই দিলেন না😜😜।একটু লেকচার দিতে নিয়েছিলাম তাও ব্যঘাত 🙃🙃
বেশি কিছু বলব না। পিংক কালারের লিপিস্টিক দেওয়া মেয়েরা আসলেই অনেক কিউট হয়। বাকিটা আর না বলি...
আচ্ছা প্রেমটা তাহলে পিংক কালার এর কারনে হয়েছে, হা হা হা হা
হা হা হা ভাইয়া,,মজা পাইছি খুব।
মনে হচ্ছে এই পিংক কালারে পাগল হয়ে গেছেন !!
ওষ্ঠদ্বয়ে গুড়ের লিপ্সটিক লাগানো থাকে যা দেখামাত্র ছেলেদের মনে শত শত লাড্ডু ফোটে সেই গুড়ের লিপ্সটিকের স্বাদ নেয়ার জন্য।
সত্য কথা বলা নিষেধ সত্য কথা থেকে বিরত থাকুন 😂🤪
লিপস্টিক রাঙানো ওষ্ঠদ্বয়ে কী জাদু আছে তা আমি কিভাবে বলবো? এটাতো আলিফ লায়লার জাদুকরী মারীক্ষা বলতে পারবে। জাদু তো সেই করে রেখেছে।
তার জন্য আপনাকে দেখতে হবে আলিফ লায়লা ও ও ও ও আলিফ লায়য়লা।
মারীক্ষাকে ধরে আনা হোক, তাকে শাস্তি স্বরুপ একশ ডজন লিপস্টিক দেয়া হোক, হি হি হি
মারীক্ষাকে পেলে আমাকে একটু জানায়েন। কিছু জাদু শিখে নিবনি।
ছেলেরা মূলত কালারফুল জিনিস বেশি পছন্দ করে। তাই কিছু ছেলের লাড্ডু ফোটে। এখানে জাদুর কিছু নেই, যা আছে তা হচ্ছে ফুটপাতের ১০০ টাকা দামের লিপস্টিকের খেলা। আমার আবার এসব দেখে লাড্ডু ফোটে না। 😂😂
এই সারছে, এইবার বোধহয় বোম ফাটবে, পালাই জলদি
আপনার লাড্ডু এত শক্ত জানতাম না তো হা হা হা।
সাবধান ভাই, শক্ত লাড্ডু ছুড়ে মারলে নির্ঘাত মাথা ফেটে যাবে।
ওরে বাপরে আমি পালাই ! এই অসময়ে মাথা ফাটলে সমস্যা আছে।
লিপস্টিক রাঙানো ওষ্ঠদ্বয়ে রয়েছে “তন্ত্রে উচাটন স্তম্ভন মারণ বিদ্বেষণ আকর্ষণ বশীকরণ পকেট ফাকা করন” জাদু যা দেখামাত্র ছেলেদের মনে শত শত লাড্ডু ফোটে হা হা হা হি হি হি.....