এবিবি ফান প্রশ্ন- ৪৪২| গার্লফ্রেন্ডকে শপিং করাতে......... তখন কি করবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

গার্লফ্রেন্ডকে শপিং করাতে নিয়ে যাওয়ার পর খেয়াল করলেন পকেটে টাকা নেই। তখন কি করবেন?

প্রশ্নকারীঃ

@rupok

প্রশ্নকারীর অভিমতঃ

যেহেতু আমি বিবাহিত মানুষ তাই এ নিয়ে চিন্তাই করিনা, হাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuxpyVgyWD4umDqVsAAVk5KAoa88GdG3FYbewvzyUiCsbptcQSdE41ogG2Tb1...Cj2Mnk7Y3hrk3PsQUEUpm2FCBc4DVTbWMwmxRKiGDt6LJGp4gL3MTQe7Lcj1Pwf2HSKS3MoHu8pVJ7f7BSfttQdCxDne5kgxLAsHnzyngPTRTsM121ZHG9j47p.png

Sort:  
 2 months ago 

গার্লফ্রেন্ডকে শপিং করাতে নিয়ে যাওয়ার পর খেয়াল করলেন পকেটে টাকা নেই। তখন কি করবেন?

বলবো তোমার টাকা আর আমার টাকা তো একই কথা। আমি তো ভুলে বাসায় টাকা রেখে এসেছি, তাই তোমার টাকা দিয়েই আজকে শপিংটা করে ফেলো😂😂। তবে আমি আজকে শপিং এর টাকা দিতে না পারলেও, সবকিছু তোমাকে পছন্দ করে দিচ্ছি এবং শপিং শেষ করে আমি তোমাকে টং দোকান থেকে এক কাপ গরম গরম চা খাওয়াবো🤣🤣।

 2 months ago 

আপনি ঠিক বলেছেন ভাই, গার্লফ্রেন্ডের টাকা মানে বয়ফ্রেন্ডের টাকা। কিন্তু গার্লফ্রেন্ড তা কোনভাবে মানতে চায় না😁😆।

 2 months ago 

এই কথা বললে প্রথমে বলবে তোমার পকেটের টাকা খরচ করো ভাই গার্লফ্রেন্ড বলবে। বাঁচার উপায় নাই।

 2 months ago 

চা খাইয়ে কোন কাজ হবে না ভাইয়া। শেষে দেখবেন মেয়েটা তো আর মার্কেটেই ঢুকবে না।

 2 months ago 

যদি আসলেই এরকমটা হয় তাহলে তো বেশ দারুন হবে। এরকম বোকা গার্লফ্রেন্ড সবাই চায় 😎

 2 months ago 

আমি যদি ছেলে হতাম তবেই আমার গার্লফ্রেন্ড হত, আর তখন ওই অবস্থায় বলতাম তোমার এতোই দারুণ রূপ আর জৌলুশ এই সব জামাকাপড় ফিকে লাগছে। আমি বরং কাল তোমায় বুটিকে নিয়ে যাবো। একটা ডিজাইনার ড্রেস কিনে দেব যা কারও নেই৷ তোমায় অ্যাভারেজ পরলে মানায় না৷

বেরিয়ে এসে মনে মনে ভাবব যাক প্রাণে বাঁচলাম৷ ভাগ্যিস মেয়েরা প্রশংসায় ফুলে বাকি সব ভুলে যায়। 😜😜

 2 months ago 

আপু আপনি ছেলে হলে খুব মেয়ে পটাতে পারতেন হা হা।

 2 months ago 

গার্লফ্রেন্ডকে শপিং করাতে নিয়ে যাওয়ার পর খেয়াল করলেন পকেটে টাকা নেই। তখন কি করবেন?

আদার ব‍্যাপারি জাহাজের খবর নিয়ে কোন লাভ আছে। আমার গার্লফ্রেন্ডেও নাই ঐরকম চিন্তাও নাই। যাদের আছে তারা বলবে....

 2 months ago 

কি বলেন ভাই , আপনি এতো কিউট হ্যান্ডসাম আপনার গার্লফ্রেন্ড নাই এটা কিভাবে সম্ভব আমাদের বোকা পেয়েছেন নাকি 😃😀?

 2 months ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই আদার ব্যাপারির জাহাজের খবর নিয়ে কোন লাভ নেই। 😁

 2 months ago 

সিঙ্গেল মানুষদের এরকম চিন্তাভাবনা আসবে কিভাবে ভাই? তাও বলি একটু।
বহুল পরিচিত একটি কথা আছে ভাইয়া, লেডিস ফার্স্ট 😁। বলবো নারীরা মহান জিএফ রা তার থেকেও মহান, তাই বিল দিয়ে মহান মানুষকে ছোট করতে চাই না😯। এই বিলটা তুমি দিয়ে দাও,পরে খাওয়াবো আমি😄। মল থেকে বের হয়ে পাঁচ টাকার বাদাম নিয়ে হাতে দিয়ে বলবো এটা হাতে ধরো আর বাসার দিকে রাস্তা মাপো😂😂।

 2 months ago 

বাদাম খেতে খেতে বাসার দিকে চলে যাবে ঠিকই কিন্তু ভাই পরবর্তীতে আপনার খবর আছে 🥰😙।

 2 months ago 

পরের হিসেব পরে ভাই। চাচা আপন সম্পদ বাঁচা, এটাই আগে, তাই নয় কি ভাই 😂😂😂?

 2 months ago 

গার্লফ্রেন্ডকে শপিং করাতে নিয়ে যাওয়ার পর খেয়াল করলেন পকেটে টাকা নেই। তখন কি করবেন?

দুইটা কিডনি থাকতে কোন টেনশন আছে.....? আমি কিন্তুু আমার কিডনির কথা বলি নাই,হা হা হা।😝😂

 2 months ago 

ভাই কিডনি আগে আপনারটার কথা বলার দরকার ছিল হাহ।

 2 months ago 

ভাই আপনার গার্লফ্রেন্ড যদি এই কমেন্টটা দেখে তাহলে কিন্তু আপনার কপালে অনেক দুঃখ আছে 😁

 2 months ago 

গার্লফ্রেন্ডকে শপিং করাতে নিয়ে যাওয়ার পর খেয়াল করলেন পকেটে টাকা নেই। তখন কি করবেন?

আমি তো ভাবছি আমার আবার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে🤣। যাই হোক আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই কোনো চিন্তা নেই । বরং আমার তো বয়ফ্রেন্ড আমাকে শপিং করিয়ে দেবে। ও না sorry, আমাকে আমার হাজব্যান্ড শপিং করিয়ে দেবে😊। আর তার কাছে টাকা থাকবে নাকি থাকবে না ওটা আমার দেখার বিষয় না🤣😁।

 2 months ago 

আপু আপনি তো তাহলে শান্তিতে আছেন। যাদের গার্লফ্রেন্ড আছে তারা বুঝবে ব্যাপারটা আসলে কি।

 2 months ago 

আরে আপু মেয়েদের তো পকেটেই নাই। তাই কোন চিন্তাও নাই। আর গার্লফ্রেন্ড তো ছেলেদের হয়।

 2 months ago 

গার্লফ্রেন্ডকে শপিং করাতে নিয়ে যাওয়ার পর খেয়াল করলেন পকেটে টাকা নেই। তখন কি করবেন?

কথায় আছে না, বিপদ একটা যাওয়ার পর আর একটা এসে হাজির🥴। তেমনিভাবে গার্লফ্রেন্ড নয় বরং বউ শপিং করার জন্য পাগল করে দেয়😃। আর ওই মুহূর্তে পকেটের টাকা না থাকলে আর কি করার। দোকানটা ভালোভাবে ধুয়ে মুছে দিয়ে আসবো, আর এক সপ্তাহ সেখানে কাজ করবো😅🤣।

 2 months ago 

এক সপ্তাহের জন্য কিন্তু শান্তিতে থাকবেন ভাই। গার্লফ্রেন্ড কিংবা বউ কারো কোনো প্যারা থাকবে না।

 2 months ago 

এক সপ্তাহ সেখানে কাজ করলে কিন্তু ভালোই হবে ভাইয়া। সব জিনিসের দাম ভালোভাবে জানতে পারবেন। ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু।

 2 months ago 

আমাদের তো গার্লফ্রেন্ড-ই নেই তাই চিন্তাও নেই।আর যদি বয়ফ্রেন্ডকে শপিং করাতে নিয়ে যাওয়ার গল্প হয় তখন পকেটে টাকা না থাকলে বলবো পথে আসার সময় ছিনতাইকারীরা টাকা ছিনতাই করে নিয়ে গেছে।😢😢

 2 months ago 

যত কিছুই বলেন, দোকানদার বিশ্বাস করবে না 😂।

 2 months ago 

কেন করবে না আপু,বর্তমানে তো চোরেরাই রাজা।

 2 months ago 

আপনার এই কথা কেউ বিশ্বাস করবে না ওই সময়।

 2 months ago 

কেন ভাইয়া!বর্তমানে তো চোর,ডাকাত আর ছিনতাইকারীদের রাজ চলছে।☺️☺️

 2 months ago 

সব দোষ তাহলে ছিনতাইকারীর উপরে চাপিয়ে দিবেন আপু। ছিনতাইকারী কিন্তু জানতে পারলে মন খারাপ করবে আপনার উপর।

 2 months ago 

আরে না না ভাইয়া,মন খারাপের সময়-ই নেই তাদের।

 2 months ago 

তাকে বলব যে - তোমায় আমি এতো ভালোবাসি যে টাকার বিষয়টা এনে তোমায় ছোট করতে চাই না। তুমি আমার অর্থেরও ওপরে। আগে তুমি, তারপরে টাকাকড়ি। তাই তুমি থাকলে আমি আমার টাকাকড়িতেও হাত দিই না। 🤣🤣🤣

 2 months ago 

ভাই গার্লফ্রেন্ড এখন আর এতো বোকা নেই। আপনি তাকে মিষ্টি কথা বলেন শপিং করে দিবেন না। গার্লফ্রেন্ড বলবে তুমি যে আমাকে খুব বেশি ভালোবাসো তা আমাকে শপিং করিয়ে দিয়ে প্রমাণ করে দেখাও।

 2 months ago 

আমিও ভাই বিবাহিত। তাই এত চিন্তার কারণ নাই। ফুচকা খাওয়ানোর টাকা থাকলেই হয়। 😉

 2 months ago 

বউদেরকে আরো বেশি শপিং করিয়ে দিতে হয় 🤭।

 2 months ago 

সেটা দিতে হয় পকেটে টাকা থাকলে। টাকা না থাকলে তারা মানিয়ে নেয়। 😉

 2 months ago 

ভাইয়া বউ থাকলে তো আরো বেশি বেশি চিন্তা। গার্লফ্রেন্ডকে শপিং না করিয়ে দিয়ে ব্রেকআপ করে দিতে পারবেন কিন্তু বউকে দেওয়াই লাগবে।

 2 months ago 

বউ সিচুয়েশনে বুঝবে। গার্লফ্রেন্ড হলে ভয় কাজ করে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98083.48
ETH 3476.77
USDT 1.00
SBD 3.24