আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভালোবাসা একটা মমতা
অপূর্ণতার যন্ত্রনায় মাখা
মিথ্যা মায়ার ছলনা।
ভালোবাসা একটা শূন্যতা
কল্পনার আকাশে ভাসা
স্বার্থের আবরণে হতাশা।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসা এখন আর ভালোবাসা নেই, শূন্যতায় ভাসানোর যন্ত্রনা আর হতাশায় ডুবে যাওয়ার কল্পনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসা ছিল মমতার মতো
অপূর্ণতার যন্ত্রনা বুকে
মিথ্যে আশার আলো মেখে
আমাকে তুমি ভাসালে দুঃখের শূন্যতায়।
স্মৃতির মাঝে সেই দিনের হাসি
আজ হারালো কষ্টের তীব্রতায়
স্বপ্নের ঘরে নেমে এলো রাত
তোমার ছলনায় ডুবে গেলো সমস্ত বিশ্বাস।
হৃদয়ের গভীরে লুকানো কান্না
তুমি দেখনি, শোননি তার সুর
স্বার্থের আবরণে ঢাকা ভালোবাসা
বুকের ভিতরে জ্বালিয়ে দিলে একা হতাশার আগুন।
তবুও আমি দাঁড়িয়ে আছি
তোমার ছায়ায় ভালোবাসার ক্ষত
এ জীবন যেন এক অসমাপ্ত কবিতা
তোমাকে নিয়ে লেখা বিষাদের কথা।
ভালোবাসা হলো হৃদয়ের অনুভূতির প্রশান্তি
ভালোবাসা অপূর্ণতা হলো যন্ত্রণার ব্যপ্তি
হাজার মিথ্যা ভালোবাসার কল্পনার সমাপ্তি।
ভালোবাসা অনুভূতির আকাশে ফানুস বেলুন
হৃদয়ের আকাশে শূন্যে ভেসে বেড়ায় কল্পনায়
ভালোবাসা আঁধারে শূন্য হারায় স্বার্থের মোহনায় ।
ভালোবাসা এক ভাঙা প্রতিশ্রুতি,
অপেক্ষার প্রহরে লুকানো স্মৃতি।
অধরা স্বপ্নের রঙিন আবেগ,
শেষে থাকে শুধু নীরবতার ভ্রুক্ষেপ।
ভালোবাসা এক মায়াবী ধোঁকা,
যেন বৃষ্টির পর ধরা না-পাওয়া রোশনা।
আশার প্রদীপে ঝলসানো রাত,
শেষে ফেলে রেখে যায় শূন্যতার ঘাত।
ওয়াও ভাই আপনার লেখা অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এক কথায় অসাধারণ হয়েছে।
ভালোবাসা একটা স্মৃতি
বুকের যত্ন করে গাথিঁ।
হাজারো স্বপ্ন নিয়ে বাঁচি,
কল্পনায় হাজারো ছবি আঁকি।
ভালোবাসা একটা মায়া,
অপূর্ণ জীবনের এটাই ছায়া।
পূর্ণতা পাওয়ার চেষ্টায় থাকি,
হৃদয়ের গহীনে কষ্ট লুকিয়ে রাখি।
ভালোবাসা একটা অনুভূতি,
পাওয়ার আশায় কতই না আকুতি।
পেয়ে গেলে মনে হয় গলার কাঁটা,
না পেলে হয় বুকটা ফাটা।
ভালোবাসা মস্ত আকাশ।
একাকীত্বের বেদনায় যখন শরতের মেঘ হানা দেয়
ভালোবাসা বলে কুড়িয়ে তুলেছি,
পরম যত্নে বুকের ভেতর অনন্তের স্বাদ।
ভালোবাসাই পরম...
অপূর্ব ভোরের আলো মেখে দমকা হাওয়া হয়ে ঢুকে পড়ে,
দাবার ছকে তখন ঘোড়া ছুটে যায়—
চুপটি করে দেখি পায়ের কাছে লুটিয়ে আছে
আলিঙ্গণের সাত রঙ।
ভালোবাসা আশ্চর্য হাওয়াকল
জগতের অমূল্য।
...ভাবছ সহজে হাসিল করবে?
সাধনা যে বড় দুর্গম
বড্ড দামী...
অসাধারণ
ভালোবাসা একটি মায়া
হাজারো ব্যর্থতায় ঢাকা
মিথ্যা ভাবনার প্রতিফলন।
ভালোবাসা একটি বোকামি
চোখ থাকতেও তা অজ্ঞানতায়
নিজ প্রয়োজনের খোলসে ভগ্নহৃদয়।।
এটা সত্যি বলেছেন দিদি ভালবাসা হলো মায়া। আপনার অনু কবিতা অনেক ভালো হয়েছে।
উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দাদা।
ভালোবাসার মায়া জালে পড়ে,
শূন্যতায় ডুবে আছি আমি গভীর জলে।
কিভাবে উঠব আমি এই মায়া ভরা,
ভালবাসার জাল থেকে।
বেঁচে থাকবো কি আমি,
এই মায়ার ভালোবাসা থেকে।
ডুবে যাবো আমি,
এই ভালোবাসা মায়া জালে।
ভালোবাসা মিছে মায়া
বাড়ায় কেবল মনের জ্বালা
মিথ্যা প্রেমের ছলনা।
ভালোবাসা স্বপ্ন দেখায়
মনের মাঝে আশা জাগায়
শেষে হয় যে সাথী শূন্যতার।
ভালোবাসার শূন্যতায় যে চারাগাছ জন্মায়
আমি তার গায়ে জল দেব নির্বিঘ্নে
জীর্ণ চাঁদের দিকে বিক্ষিপ্ত নজর
অচেনা শহর দেখে আমাদের বারোমাস্যা...
ঘন আদুরে মেঘে
জল ধরে আকাশ সমান-
দাহ্য দুহাত তখন
অনবরত খোঁজে বেমানান বৈধতা-
তবে আমি কাকে শূন্যতা বলি?
জীর্ণ চাঁদের মত
আমার শূন্যতায় বাড়ে শ্রেণীবদ্ধ ছাই
ঘাম দিচ্ছে বুনো শহরে...
যেকোনো দোকান থেকে
কিনে নিও মেদুর প্রকৃতি-
গুনে নিও হতাশার পরিমাণ-
এখনও রাত জেগে সমস্ত বাসি ফুলের
হলদেটে পাপটি কুড়োই আমি...
কারণ আমি জানতাম
আমার যৌবন থেকেই
জন্ম হয় সাদাকালো বিজাতীয় হতাশার...
জগতে কাঁড়ি কাঁড়ি যত আছে মিথ্যা কথা
তা হতে একটি হলো প্রেমিক-প্রেমিকার ভালোবাসা,
প্রেমময় জীবনে কেউ নেয় মজা
আর কেউ ভাসায় জীবন ভেলা।
দুঃখ,কষ্ট,নৈরাশায় ভরা ভালোবাসা শব্দটা
তাহাতে অন্ধ হয় কথক অজ্ঞরা।
আকাশ সম আশা নিয়ে যারা ভালোবাসে
শেষে তারা জীবন ডোবাই ঘোর আধারে।