আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-২৯ by abb-fun
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
মিটিং মিছিল স্লোগানে
আজ উত্তপ্ত রাজপথ
স্বৈরাচারের বুক কাপছে দুরুদুরু
পেতে হলে সোনালী ভবিষ্যৎ
এখনই আন্দোলন করতে হবে শুরু
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
এখানে বঞ্চিত নিপীড়িত মানুষকে আহ্বান করা হয়েছে। যারা শাসকের শোষণে নিষ্পেষিত। শোষণ থেকে মুক্তির জন্য তাদেরকে রাজপথে আসার আহ্বান জানানো হয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সংগ্রামী চেতনা লালন করে বুকে
ফিরাতে হবে মানবতার গতি
উত্তপ্ত রাজপথে বিদ্রোহের আগুনে
স্বৈরাচারের পরাজয়ে গনতন্ত্রের মুক্তি
রক্তের ঢেউয়ে ভবিষ্যতের সম্ভবনা
জেগে উঠবে ফের সংগ্রামের মিছিলে।
বাহ,খুবই সুন্দর লিখেছেন ভাইয়া।
বাহ লাইনগুলো দারুন লিখেছেন ভাই।
চলো চলো ঢাকা চলো হাতে রেখে হাত
মুক্ত করো দেশটাকে ভেঙ্গে দিয়ে জালিমের কালো হাত।
দুর্নীতি আর দুঃশাসনে দেশটা হচ্ছে ধ্বংস
ভেদাভেদ ভুলে গিয়ে সবাই রাস্তায় নেমে এসো।
এখনই তো সময় ঘরে না বসে নিজেকে প্রমান করো
গনতন্ত্রের ডাক এসেছে, স্বৈরাচার নিপাত করো।
দারুনভাবে ছন্দ মিলিয়েছেন তো। আপনার অনু কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।
বদ্ধ ঘরের দরজা আজ উন্মুক্ত
রাজপথের মিটিং এ হয়েছে শোষিতশ্রেণী যুক্ত
ঝাঁঝালো মিছিলের ভয়ে স্বৈরাচারভুক্ত
নতুন দিনের উচ্ছাসে জনমানব
আন্দোলনে দমন হবে স্বৈরাচারী দানব।
মিটিং মিছিলের ভিড়ে আজ
শুনি দামাল ছেলের গর্জন।
তারা ফিরে পেতে চায় স্বাধীনতা
কারণ স্বাধীনতা তাদের অর্জন।
পেতে চায় তারা সোনালী দিন
আর সোনালী ভবিষ্যৎ,
তাইতো তারা দিশেহারা
আজ খুঁজতে সেই পথ।
তাইতো তারা খুঁজে বেড়ায়
স্বাধীনতার দিক,
হতে চাই আমরা স্বাধীন দেশের
স্বাধীন নাগরিক।
হুম সুন্দর লিখেছেন কিন্তু আপু, শেষের দিকে অবশ্য শব্দ সংখ্যা মিছিলে হারিয়ে গেছে হা হা হা।
বেশ চমৎকার লিখেছেন আপু।
হোক প্রতিবাদ আজ জনে জনে
ছোট থেকে বড় সবাই মিলে,
স্বৈরাচারকে আজ হঠাবোই আমরা
বুকের তাজা রক্ত ঠেলে।
দিচ্ছি আজ আমি ঐক্যর ডাক
ছিড়ে ফেলো বন্দী শিকল,
দেশের জন্য ঝাঁপিয়ে পড় সবাই
ভুলে গিয়ে বিভেদ সকল।।
দারুন লিখেছেন অনু কবিতাটি।
ধন্যবাদ ভাইয়া।
জীবন বাজি রেখে,
নামতে হবে রাজপথে,
হাতে হাত রেখে চলব,
স্বাধীনতার জন্য লড়ব।
জানি রক্তে হবে লাল
ধূলাময় সে রাজপথ
স্বৈরাচার হবেই হবে কুপোকাত
জোয়ান তোমরা হও আগুয়ান
আন্দোলনেই আসবে নতুন প্রভাত।
সংগ্রাম আন্দোলন ছাড়া কখনো নতুন প্রভাত আসে না, দারুণ বলেছেন।
অসাধারণ হয়েছে আপনার অনু কবিতাটি।
ধন্যবাদ ভাই।
চালা হাতুড়ি শাবল চালা
ভেঙে ফেলে দে স্বৈরাচারীর
বদ্ধ কারাগারের তালা।
স্বৈরাচারী শাসন নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক।
কি হবে বলে ,
নিজের খাবার খেয়ে পাহারা দেয় ওনের খাবার নিয়ে।
সবার খাবার আমি খাবো শক্তি আছে গায়ে।
সেদিন দেবেকি আমায় কৈও খেতে।
তোমার বিচার দিলাম তোমার বিবেকের কাছে।
দুর্নীতি আর কালোবাজি
দূর করব মোরা পথটা খুঁজি
চলো চলো সবাই মিলে
ঐক্য হই আজ দেশাতরে
দেশটাকে আজ করবো মুক্ত
দুর্নীতিবাদ শাসক হতে
চলো চলো ঢাকা চলো
মুক্ত করতে দেশমাতারে।