এবিবি-ফান প্রশ্ন-৯৯ || ঝরে বক মরে,ফকিরের কেরামতি বাড়ে। কিন্তু কেন?steemCreated with Sketch.

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ঝরে বক মরে,ফকিরের কেরামতি বাড়ে। কিন্তু কেন?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আমার আসলে জানা নেই। তাই আপনাদের কাছ থেকে জানতে চাইলাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ফকিরের কাজই তো এইটা।চোখের বেলকি দিয়ে কিছু সহজ সরল মানুষের কাছ থেকে কিছু হাসিল করা।আর এরকম ১০০ টার মধ্যে দুই একটা হতেই পারে।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আমাদের দেশে এখন ফকিরেরা এই ধরনের কাজক্রম পরিচালনা করছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফকির নিজে কিছুই জানেনা। তাই নিজেই আগে লটারি করে যে কোনটা বলা উচিত । তারপর বাকিটা ইতিহাস। কোন একটা সত্যি হয়ে যায় আর মানুষ সেটাকে ফকিরের কেরামতি হিসেবে ধরে নেয়। কিন্তু ফকির ত জানে সে নিজেই লটারীতে পেয়েছে।

 2 years ago 

ঝরে বক মরে,ফকিরের কেরামতি বাড়ে। কিন্তু কেন?

ফকির বাবাজি বড্ড চালাক মানুষ সে জানে কোথায় কখন কি বললে কাজে দেবে। তাইতো জায়গা মতো ঢিল ছুড়তে জানেন। সবকিছু ফলে যায় কিন্তু বউয়ের বেলায় বেচারা কিছুই মেলাতে পারে না 😅

 2 years ago 

ঝরে বক মরে,ফকিরের কেরামতি বাড়ে। কিন্তু কেন?

চিল্লায় কি মার্কেট ফাওন যাইতো?যাইতো না।এই জন্যে মার্কেট পাইতে হইলে মুখ দিয়ে ফাঁকা গুলি মারতে হইবে,বলা তো যায় না কখন লাইগা যায়।🤪

এক জায়গায় ঝরে আঘাতপ্রাপ্ত হয়ে একটা বক মারা যায়। ওই একই সময় একজন ফকির বক মারার জন্য লোক দেখানো মন্ত্র পড়ছিল। ফলে, বক ঝরে মারা গেলেও তা ফকিরের কেরামতিতে মারা গিয়েছে বলে প্রতীয়মান হয়। এটাই হলো এই প্রবাদের আসল রহস্য।

 2 years ago 

কারন মিথ্যাবাদী লোকেরা কোনো কিছু না করে ও বলার সুযোগ পেলেই ঠিক নিজের নামে কেরামতির প্রশংসা খন্ডন করবে।কিন্তু সত্যবাদী মানুষ কখনো সুযোগের ফোকর গোনে না।

 2 years ago 

বল্টু বলে, সাধু বাবা সাধু বাবা আমারে একটা তাবিজ দেন। আর আমার বউটারে বাড়ি থেকে বিদায় করে দেন। বিয়ের দুই মাস পর বউ পালালো প্রেমিকের সাথে আর কেরামতি বেড়ে গেল সাধু বাবার।😅😅😅😅

 2 years ago 

😅😅😅😅 হা হা হা আপু সব কিছু ঠিক আছে কিন্তুু বেচারা বল্টু বাড়ি থেকে বউ বিদায় করতে চাই কেন...?

 2 years ago 

ঝড়ে বক পড়ে ফকিরের
কেরামতি বাড়ে
শুনেছি অনেক আগে,
বলতো বাবা রাগে।

ফকির লাগায় ভেলকিবাজি
এটাই যে তার কাজ
ছদ্দবেশে চুরি করে
হয় যে মহারাজ।

সিদ্দিক চোরের কেরামতি
দেখেছে বিশ্ববাসী,,
চোরকে নিয়ে সারাটি দেশ
করছে মাতামাতি।

আশা করি বুঝে গেছেন
প্রিয় শুভ ভাই,
সিদ্দিক চোরের উদাহরণ
দিয়ে গেলাম তাই।
♥♥

 2 years ago 

আন্তাজি ঢিল মেরে বক মেরে ফেললে ফকিরের কেরামতি তো বেড়েই যাবে। মানে হচ্ছে ফকির সাহেব সিউর না, ঢিলে বক মরতেও পারে আবার নাও মরতে পারে! তবে মারা গেলে ফকির সাহেবের কেরমতি বাড়বে 😂

 2 years ago 

আমি বুঝিনা কিছু কিছু সময় ফকিরের পক্ষে ঢিল লেগে যায় , আর এতেই তাদের কেরামতি বৃদ্ধি পেতে থাকে।

 2 years ago 

আজকাল সমাজে নিজেকে জাহির করার লোকের অভাব নেই। আর তাইতো কোন একটি ভাল কাজ হলেই সবাই নিজেকে জাহির করতে চায়। আবহাওয়া অফিস থেকে বলল আগামীকাল মুষলধারে বৃষ্টি হবে। কিন্তু আসলে প্রকৃতিগত কারণেই সেদিন বৃষ্টি হয়েছিল। সত্যি কি আবহাওয়া অফিসের সব কথা সত্য হয়?
আমার তো মনে হয় এটা এক ধরনের ঝড় বক মারা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14