আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আঁধারে খুঁজেছি তোমায় তীব্রতা নিয়ে,
হারালে তুমি কার মন গহীনে?
তোমাকে চেয়েছি আমি জীবনের প্রতি মোড়ে,
তুমি ধরা দিয়েছো অন্য শিকারীর জালে।
ভালোবেসেছিলাম বলে খুঁজেছি প্রতিক্ষণে,
তুমি চলে গেলে এক অজানা ভুবনে।
লেখিকা
লেখিকার অনুভূতি:
যাকে ভালোবাসা হয়েছে সে অন্য কারো প্রতি আসক্ত হয়ে গিয়েছে। প্রিয় মানুষ অন্য ভুবনের বাসিন্দা হয়ে গিয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বোঝোনি আমায় কোনদিন দুঃখ দুর্দশার মাঝে।
খোঁজনি আমায় তুমি কোন সকাল সাঁজে।
কুয়াশার ভোরে মুখ লুকিয়ে,
হারিয়েছো তুমি শীতের চাদরে।
আশা নিয়ে এই বুক বেঁধেছিল বাসা।
ভেঙে গেল সব আশা হলো নিরাশা।
দিনরাত ভালোবেসে করেছি তোমায় আপনজন।
স্বার্থ শেষে হারিয়ে গেলে ভুলে গেলে প্রিয়জন।
0.00 SBD,
3.26 STEEM,
3.26 SP
দারুণ লিখেছো, খুব ভালো লাগলো।
আকাশের তারায় লিখেছি তোমার নাম,
স্মৃতির পাতায় এঁকেছি ভালোবাসার গান।
শীতের কুয়াশায় খুঁজেছি তোমার ছায়া,
তবুও মিলেনি সে চেনা পরিচয়টা।
বাতাসের সঙ্গীতে শুনেছি তোমার সুর,
তোমার অভাবে দিন কাটে বিষণ্ন ও নিষ্প্রভ।
স্বপ্নের আয়নায় দেখি শুধু তোমায়,
তুমি কি জানো, আজও রয়েছি তোমার আশায়?
0.00 SBD,
3.25 STEEM,
3.25 SP
বাহ দারুন।
তুমি নাই কিছু নাই
ভালোবাসা নিরব তাই,
জীবনের প্রতিটি ক্ষণে
তোমায় বেসেছিলাম ভালো
তাইতো আধার ক্ষণে জ্বালনি আলো ,
আশা ও স্বপ্ন নিয়ে
বেঁধেছিলাম বাসা
এক নিমিষেই সব
হয়ে গেল নিরাশা।
0.00 SBD,
3.23 STEEM,
3.23 SP
ভালো হয়েছে আপু।
তুমি ছিলে, এখন নেই,
হৃদয়ে শুধু একটি ছায়া,
আকাশে হাওয়া যেমন বয়ে যায়,
তুমি চলে গেলে, সময় থেমে যায়।
তোমার ভালোবাসা, আমার স্মৃতির মন্দির,
এখন নিঃসঙ্গ, এক টুকরো শূন্যতাতেই হিংসা।
তবে, এই অভাবের মাঝে,
তুমি এক অমলিন রেখা, হারিয়ে যাওয়া আকাশে।
0.00 SBD,
3.22 STEEM,
3.22 SP
খুব সুন্দর লিখেছেন আপু।
আঁধারে করেছি তোমার ভালোবাসার পরিমাপ,
সবটুকু হৃদয় কেড়ে নিয়ে কার তরীতে দিয়েছো ঝাপ?
সবটুকু আশা ঘিরে তোমাকেই চাওয়া,
অন্যের খাঁচায় তোমার মন রেখেছো জমা।
ভালোবেসেছি বলে চেয়েছি প্রতি মুহূর্তে,
তুমি হারিয়ে গেলে এক অচেনার প্রান্তরে।।
0.00 SBD,
3.22 STEEM,
3.22 SP
দারুণ লিখেছেন আপু।খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপু💝
তুমি ছিলে হৃদয়ের খুব গহীনে
সম্পর্কের মায়াজালে ভালোবাসার নজরে।
হঠাৎ তুমি হারিয়ে গেলে অজানা ঝড়ে
কোথায় চলে গেলে তুমি দূর থেকে বহু দূরে।
তোমাকে চেয়েছি ভালোবাসার প্রতিটি মুহূর্তে
তুমি বন্দী হলে চোখের আড়ালে অন্য মনেতে।
তোমাকে খুঁজে আমি নিশি রাতের তারায় তারায়
তুমি বিচরণ করো আমার মনের বাইরের জগতে।
হারিয়েছি তোমায় নিজের ই অজান্তে
ভালোবাসা খুঁজে ফিরি মনের ও ভুলেতে
লুকিয়েছো মুখ আজ অন্য কারো আঁচলে
দ্বিধা-দ্বন্দে আছি আমি মনের যন্ত্রণাতে।
ধোকা দিয়ে যদি ভাবো আছো সুখেতে
কাঁদবে একদিন জানি নিরবে নিভৃতে।