এবিবি-ফান প্রশ্ন-৩৬ || ব্যাঙ ডাকলে বৃষ্টি হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ব্যাঙ ডাকলে বৃষ্টি হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ব্যাঙ এর ভীষণ গরম লাগলে ঈশ্বরকে ডাকাডাকি করে। তাই ঈশ্বর বৃষ্টি দেয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ব্যাঙ আর ব্যাঙের ওয়াইফ যখন ঝগড়া লাগে, তখন তৃতীয় পক্ষ ও সমাধানকারী হিসেবে তার এক্স গার্লফ্রেন্ড বৃষ্টিকে ডাক দেয়। যার কারণে ব্যাঙ ডাকলে বৃষ্টি এসে হাজির হয়।😀😀
এটা মজার উত্তর ছিলো নিঃসন্দেহে হি হি হি।
ধন্যবাদ ভাই আপনার ভালো লেগেছে এটাই আমার অনেক সার্থকতা ধন্যবাদ ভাল থাকবেন
ব্যাঙের যে ছাতা আছে এটা সবাইকে বুঝাতে ব্যাঙ জোরে জোরে ডাকে আর বৃষ্টি চলে আসে।
হুম এই জন্যই বুঝি বৃস্টি আসে।
পুরুষ ব্যাঙ এবং স্ত্রী ব্যাঙ প্রাইভেসি মেইনটেইন করে একটু রোমান্স করার জন্য সৃষ্টির কাছে আহ্বান জানাই। সৃষ্টি সেই ডাকে সাড়া দিয়ে তখন বৃষ্টি ঘটায় যেন সেই সময় অন্যান্য প্রাণী অথবা মানুষ তাদেরকে ডিস্টার্ব না করতে পারে। বৃষ্টি হলে সবাইকে ঘরে বসে থাকতে হবে আর বৃষ্টির ফায়দা নিয়ে তারা সুন্দরভাবে রোমান্স করতে পারবে।
ব্যঙ আর বৃষ্টির মধ্যে পরকিয়া প্রেমের সম্পর্ক আছে। তাই ব্যঙ এর বউ বাসায় না থাকলে, ব্যঙ বৃষ্টিকে ডাকে আর বৃষ্টি চলে আসে। 🤣
ব্যাঙ আর বৃষ্টি প্রেমিক প্রেমিকা।তাই ব্যাঙ ডাকলেই বৃষ্টি ছুটে চলে আসে।(ব্যাঙ বিষয়টা আমারে গোপন রাখতে বলছিল।আপনি আবার কাউকে বলবেন না যেন)
ব্যাঙের বউ সব সময় ঝগড়া করে এবং ব্যাংঙ প্রতিনিয়ত মানসিক চাপে রাখে। আর এই চাপের মুক্তির জন্য ব্যাঙ প্রার্থনা করে বৃষ্টির জন্য,তাই বৃষ্টি হলে ব্যাঙ খুশিতে ডাকতে থাকে।
ব্যাঙের সাথে পানির সংযোগ রয়েছে তাই ব্যাঙ আকাশে মেঘ জমা হতে দেখলে মেঘে পানি আছে কিনা বুঝতে পারে তখন মেঘে পানি দেখলে সে পানিকে নিচে আসতে বলে এজন্য ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়।
বৃষ্টি পড়লে ব্যাঙ তার বউকে খুঁজে পায়। আর তাই সৃষ্টিকর্তা ব্যাঙের প্রতি দয়া দেখিয়ে বৃষ্টি দেয় 😁
ব্যাঙের আসলে বৃষ্টির পানিতে ডাকতে খুশি লাগে, তাই যখনি ভিজতে ইচ্ছে করে তখনি আল্লাহর কাছে ডেকে ডেকে বৃষ্টি চায়, সেজন্য ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়।