এবিবি ফান প্রশ্ন- ৩৩৪ | বউকে সালামি দেওয়া যাই, কিন্তু প্রেমিকাকে কি সালামি দেওয়া যাই?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বউকে সালামি দেওয়া যাই, কিন্তু প্রেমিকাকে কি সালামি দেওয়া যাই?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতে দেওয়া যাই , ১ টাকা মাত্র।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বউকে ভাই সালামি যদিও বা না দেন তবে প্রেমিকাকে সালামি দিতে হবে। কারন দিন শেষে বউ বুঝলেও প্রেমিকাকে কিন্তু আপনি বুঝ দিতে পারবেন না। 🤗
কখনোই না। দেওয়া উচিত না। এমনিতেই প্রেমিকার পেছনে যা খরচ হয় সেটা বাড়তি ইনভেস্টমেন্ট। তার উপর আবার সালামি। আমি বলি কী যে টাকা টা সালামি দিতে চান সেটা নিজের কাছে রেখে দেন। পরে ডেট এ গেলে সেই টাকায় খরচ করবেন।।
প্রেমিকা ও বৌ দু'জনকেই সালামী দেয়া যায়। বৌ এর সালামী হলো অধিকার আর প্রেমিকের সালামী হলো শান্তি বজায় রাখা।
বাপরে বাপ আপনি তো দেখছি একেবারে বিশাল ভাবে বিশ্লেষণ করে ফেলেছেন। বউয়ের সালামি অধিকার আর প্রেমিকের সালামে শান্তি।
এটা ভাবার বিষয় আপনি যদি তাকে বউ হিসেবে পাশে রাখতে চান তবে সালামী দিতে পারেন।আর যদি মনে করেন প্রেমিকা শুধুই প্রেমিকা জাস্ট টাইম পাস করার মতো কিছু তবে সালামী এক টাকা ও দিতে হবে না।😐
সালামি মানেই টাকা কে বোঝায়। প্রেমিকাকে সালামি দিলে টাকাই দিতে হবে কিন্তু টাকার পরিমাণটা বউদের তুলনায় প্রেমিকাকে একটু বেশি দিতে হয়। এরমধ্যে আবার একটু তফাৎ ও আছে বউকে টাকা দিলে সেই টাকা টা ঘুরে ফিরে আবার আপনারই হবে কিন্তু প্রেমিকাকে টাকা দিলে ওই টাকাকে দান হিসেবে গণ্য করা লাগে।
মানে প্রেমিকাকে সালামি দেওয় মানে বঙ্গোপসাগরে মাছ চাষ করার মতো,হা হা হা।
সালামি দেওয়ার প্রথা তো আমার জানা নেই।আর প্রেমিকাকে সালামি দেওয়া যায় কিনা সেটা তো প্রেমিক ছেলেরাই বলতে পারবে ভালো ডুবে ডুবে জল খাওয়ার মতো।☺️☺️
যারা প্রেমিকাকে সালামি দিতে দিতে অভ্যস্ত তারাই একসময় গিয়ে বউকে সালামি দেয়।😜
যারা প্রেমিকাকে সালামি দিতে কার্পণ্য করতো তারা বউকেও সালামি দিতে কার্পণ্য করে।🥱
আমার তো দাদা মনে হয়, বউকে সালাম আর প্রমিকাকে সালামি দেওয়া উচিত। বউকে সালাম দিয়ে চললে ঘরে শান্তি বজায় থাকে আর প্রেমিকাকে সালামি দিলে বাইরে শান্তি বজায় থাকে। তাই আমি মনে করি, ঘরের ও বাইরের শান্তি বজায় রাখার জন্য জন্য বউকে সালাম আর প্রমিকাকে সালামি দেওয়া দরকার। হিহি..🤭🤭
আপনার আইডিয়াটা ভালো লাগলো দাদা 😂
ভবিষ্যতে এই আইডিয়াটা মেনে চলার চেষ্টা করবেন ভাই। হিহি..🤭🤭
অও দারুণ বুদ্ধি তো দাদা।একবারে দুজন সামলানোর ফন্দি মনে হচ্ছে আর সঙ্গে তুমি এই বিষয়ে অভিজ্ঞও বটে এটাও মনে হচ্ছে।.
হিহি..😂🤭🤭 না বোন, অভিজ্ঞ নই আমি এই বিষয়ে।
প্রেমিকা তো ছিল না ভাইয়া, কিভাবে জানব প্রেমিকাকে সালামি দেওয়া যায় নাকি যায় না। তবে আমার মনে হয় সালামি দেওয়া অবশ্যই যায়। অন্যদেরকে যত বেশি দিবেন, তার থেকে ডাবল দিতে হবে😜। কারণ প্রেমিকা না হলে আবার রাগ করবে। আমি কিন্তু আপুর পক্ষেই কথা বললাম। মতামত কি জানতে চাচ্ছেন ওনাকে সালামি দেওয়ার জন্য?? চিন্তায় পড়ে গিয়েছেন নাকি দিবেন নাকি দিবেন না?? আমি তো বলব অবশ্যই দিবেন😁।
বউকে সালামি না দিলেও চলবে। কিন্তু প্রমিকাকে সালামি দিতে হবে। বউ হলো নিজের সম্পদ রাগ করে কোথাও যেতে পারবে না, অবশেষে বউ নিজের কাছে ফিরে আসবে। প্রেমিকা হলো অন্যের সম্পদ সালামি না দিলে চলে যাবে যে কোনো সময়। তাই প্রেমিকাকে সালামি দিতেই হবে।
এটা অবশ্য ঠিক বলেছেন বউ নিজের সম্পত্তি। তাই রাগ করুক আর যাই করুক নিজেরই থাকবে। আর প্রেমিকা একবার রেগে গেলে খবর আছে।
সুন্দর মতামত পেয়ে খুশি হলাম আপু।