"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪১৮ [ তারিখ : ০৬-০৯-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- মোছাঃ সায়মা আক্তার। জাতীয়তা - বাংলাদেশী। তিনি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা। উনি কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তার খুব ভালো লাগে। তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখতে চান। এটা সত্যি দারুণ এবং মহৎ একটা কাজ। বর্তমানে স্টিমিট জার্নির বয়স ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

এক.png
দুই.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


second.jfif

ডাই পোস্ট || চুলের যত্নে ন্যাচারাল রেমেডি || by @saymaakter (৫/০৯/২০২৪ )

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগে সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজ ভাবলাম আপনাদের মাঝে একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হই।তাইতো চুলের যত্নে হারবাল রেমেডি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।সুন্দরের প্রতি সবার বেশ আকর্ষণ। তাইতো নিজেকে সুন্দরও পরিপাটি রাখতে সবাই ভালোবাসে। আর নিজেকে সুন্দর পরিপাটি রাখতে গেলে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের সঠিকভাবে যত্ন নেওয়া দরকার। যত্নে রত্ন বাড়ে কথাটি একদম ঠিক। কারণ আমরা যে জিনিসটি যত্ন করি এবং সযত্নে রাখি সেই জিনিসটি কিন্তু অনেক সুন্দর থাকে। প্রাকৃতিক ভাবে ঘরোয়া রেমেডি তৈরি করে ইউজ করি সেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো। ঘরোয়া রেমিডিগুলোর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।


প্রকৃতি এবং প্রকৃতির মাঝে যা কিছু তার সব কিছুই কোন না কোনভাবে আমাদের জন্য বেশ উপকারী, কোন কোন ক্ষেত্রে আমরা প্রকৃতি হতে সরাসরি উপকৃত হয়ে থাকি আবার কোন কোন ক্ষেত্রে আমরা প্রকৃতি হতে পরোক্ষভাবে উপকৃত হয়ে থাকি। মোট কথা হলো প্রকৃতি এবং তার মাঝে থাকা উপকরণগুলো দারুণভাবে আমাদের জন্য উপকারী এবং নিরাপদ। তবে সেটা সঠিক ব্যবহার জানাটা আবশ্যক। আজকে দিনে হয়তো আমরা একটা কাশি হলেও ডাক্তার এর কাছে ছুটে যাই এবং এতো এতো ঔষুধ খাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন চিকিৎসা ব্যবস্থা এতোটা উন্নত ছিলো না, তখন কি সবাই বিনা চিকিৎসায় মারা যেতো। মোটেও না বরং তখন তারা আমাদের তুলনায় অধীক সুস্থ ছিলেন।

কারন তারা যে কোন সমস্যার সমাধানে প্রকৃতির উপর নির্ভর করতেন এবং প্রকৃতির নানা উপাদানের সঠিক ও সুন্দর ব্যবহার করতেন। যার কারনে প্রকৃতির উপকরণগুলো সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা ছিলো। কিন্তু আমরা প্রকৃতি হতে অনেক বেশী দূরে সরে গিয়েছি এবং প্রকৃতির উপকরণগুলোর প্রতি আমাদের বিশ্বাস কিংবা আস্থা দুটোর কোনটাই নেই বললেই চলে। যার কারনে আমরা টাকা খরচা করছি, ঔষুধও সেবন করছি কিন্তু আগের দিনের সেই মানুষগুলোর মতো অতোটা সুস্থ থাকতে পারছি না। প্রকৃতি হতে আমাদের সংযোগ বিচ্ছিন্ন বললেই চলে। আজকের ফিচার্ড পোষ্ট বাছাই করতে গিয়ে সায়মা ম্যাডামের এই পোষ্টটি আমার দৃষ্টি আকর্ষণ করে, কারন স্কুল জীবন হতে আমিও নিয়মিত এখন পর্যন্ত চুলে মেহেদী ব্যবহার করে আসছি।


first.jfif

ছবিটি @saymaakter আপুর ব্লগ থেকে নেওয়া।

আমি অবশ্য শুধুমাত্র মেহেদী পাতা পেষ্ট করে ব্যবহার করি, কিন্তু এগুলোর সাথে অতিরিক্ত কিছুই মিক্স করি না। তবে আজকের এই পোষ্টটি পড়ার পর হতে পরবর্তীতে যখনই মেহেদী ব্যবহার করার চেষ্টা করবো অবশ্যই বাড়তি এই উপকরণগুলোর উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করবো কারন প্রকৃতির উপর আমার বিশ্বাস এবং আস্থা দুটোই দারুণভাবে আছে। সহজ এবং সুন্দরভাবে আমরা যদি প্রকৃতির উপকরণগুলো ব্যবহার করতে পারি তাহলে নিশ্চিতভাবে সেটা আমাদের জন্য আরো বেশী উপকারী হবে। আশা করছি আপনাদের কাছেও আজকের ফিচার্ড পোষ্টটি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS.png

Sort:  
 4 months ago 

চুলের যত্ন করা খুবই দরকারি। অনেক সময় ব্যস্ততার কারণে চুলের যত্ন করা হয় না। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লেগেছে। সায়মা আপু দারুন একটি পোস্ট শেয়ার করেছেন।

 4 months ago 

প্রথমে সবার প্রিয় এডমিন হাফিজুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ফিচারড আর্টিকেলে আমার এই পোস্টটি দেওয়ার জন্য।চুলের যত্নে ন্যাচারাল এই রেমেডিটি আমি সবসময় ব্যবহার করি।ব্যবহারে সুফল পাওয়ার কারণেই আপনাদের সামনে এই রেমিডি পোস্টটি উপস্থাপন করেছি। আর এই পোস্টটি ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 4 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভিন্ন কিছুর আয়োজন দেখলে খুব বেশি ভালো লাগে। আর ভিন্ন কিছু যদি আমার বাংলা ব্লগের ফিচারড আর্টিকেলে স্থান পায় তখন আরো বেশি ভালো লাগে। প্রাকৃতিক উপায়ে যদি আমরা কোন কিছুর সমাধান করতে পারি তখন সেটা একদম ঝুঁকিহীন হয়। আপুর এই পোস্ট ফিচার্ড আর্টিকেলে দেখে খুব বেশি ভালো লাগলো।

 4 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে অনেক সুন্দর একটা পোষ্ট দেখলাম। আর এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রকৃতি উপর আমার নিজেরও অনেক বেশি বিশ্বাস আছে। এগুলো চুলে লাগালে অনেক উপকারিতা পাওয়া যায়। অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 4 months ago 

চুলের যত্ন নেওয়া আমাদের সবার উচিত। এ ধরনের হেয়ার প্যাক গুলো চুলের জন্য খুবই উপকারী। আপু দারুণ একটি হেয়ার প্যাক তৈরি করেছেন যা দেখে আমার খুব ভালো লেগেছে। এই হেয়ার প্যাক পদ্ধতি আমাদেরকে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে।

 4 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। চুলের যত্ন করা খুবই দরকারী। আর সায়মা আপুর এই পোস্ট দেখে আরো বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর করে সায়মা আপু চুলের যত্নের বিষয়গুলো উপস্থাপন করেছেন।

 4 months ago 

ঠিক বলেছেন প্রকৃতির মাঝে সৃষ্ট উপাদান গুলো আমাদের জন্য খুবই উপকারী। কিন্তু আমরা সেদিকে লক্ষ্য না করে কৃত্রিম ভাবে তৈরি জিনিস ব্যবহার করি। তারজন্য আমরা অনেক সময় বিপদের সম্মুখীন হই। ন্যাচারাল রেমিডি কিন্তু কিনতেও পাওয়া যায় কিন্তু সেটা ব্যবহার না করে নিজে যদি এভাবে ঘরে তৈরি করে ব্যবহার করা হয় তাহলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। সায়মা আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.24
JST 0.040
BTC 103447.46
ETH 3313.50
SBD 6.28