"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৮৪ [ তারিখ : ১১-১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @saymaakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি। আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20241111_181727_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20241111_181706_Chrome.jpg

ফটোগ্রাফি পোস্ট ||| প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি ||| original photography by @saymaakter. (date 10.11.2024 )

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে গেছে।প্রকৃতির অপরূপ সুন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। তাই তো প্রকৃতির সৌন্দর্য যেখানেই দেখি চেষ্টা করি তার ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।একটি সময় ফটোগ্রাফি করা তেমন ইচ্ছা বা আগ্রহ ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।আমার মত ফটোগ্রাফি করাটা বাংলা ব্লগের কম বেশি সবাই পছন্দ করে।…


ঠিক সন্ধ্যাবেলায় যখন কমিউনিটির পোস্ট দেখছিলাম, তখন দীর্ঘদিন পরে ইচ্ছে করেই ফটোগ্রাফি পোস্টের প্রতি নজর দিয়েছিলাম। ফটোগ্রাফি আমাদের কমিউনিটির সবাই কম বেশি ভালো করে, সেই জায়গা থেকে যদি বলতেই হয়, তাহলে আজকে অথরের ফটোগ্রাফি গুলো ছিল অনেকটাই দৃষ্টিনন্দন।

মুঠোফোনের ক্যামেরার মাধ্যমে দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন অথর। স্বল্প কিছু ছবির মাধ্যমেই অ্যালবাম বানিয়েছেন, তবে তারপরেও প্রত্যেকটা ফটোগ্রাফির পিছনের কথাগুলো যথাসাধ্য লেখার চেষ্টা করেছেন, তাও সেটা অনেকটা সাবলীল ভাবে।

গ্রামীণ-প্রকৃতি পরিবেশ, নদী-নালা, নীল আকাশ, পিচ ঢালা পথ, পুকুরে রাজহাঁসের ঘুরে বেড়ানোর মুহূর্ত সব কিছুই ফুটে উঠেছে অনেকটা জীবন্তভাবে। বিশেষ করে বেশি ভালো লেগেছে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ছবিটা।

আমি প্রকৃতিপ্রেমী মানুষ, এর আগে কথাটাও বহুবার বলেছি,সেদিক থেকে চিন্তা ভাবনা করলে মনে হয় পোস্টটাকে, যথার্থ সম্মান দেওয়ার চেষ্টা করছি । অথরের প্রতি শুভেচ্ছা রইল, দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।

ফটোগ্রাফি করার জন্য আসলে খুব দামি মোবাইল কিংবা ডিভাইস মুখ্য বিষয় না। বিষয়টা হচ্ছে কি তুলে ধরতে চাচ্ছি, সেদিকে সঠিকভাবেই মনোযোগ দেওয়াই মূল বিষয়। সব মিলিয়ে অথরের ফটোগ্রাফি গুলো যেমন ভালো লেগেছে, তেমনটা উপস্থাপনা ছিল দেখার মতো । তাই আজকের ফিচার্ড পোস্ট হিসেবে,অথরের পোস্টকে মনোনীত করলাম।


3ejZQFLqXedKXKhURftPy84eomd8RrXz7cdRVqibg7x2e1AZaqnN1c76ZN6g4PQ36gLNXMEq9q182U1RbhFtMN5auYfHnHUc3N6yWiaEFFTQzAXUma7WwhMkbw5p2a7rXXQAE2pUFofvYZpydWAfJHR5S3E5fr853VMcmrpitEgDdwDZ9e9pdGC2iTLAr.jpeg

ছবিটি সায়মা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 9 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনার দৃষ্টি কেড়েছে।অনেক সুন্দর ভাবে আমার ফটোগ্রাফি গুলো সম্পর্কে বর্ণনা করেছেন,যা পড়ে অনেক ভালো লাগলো। এটা একদম ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করতে কোন দামি ফোনের প্রয়োজন হয় না, দরকার শুধু কোন বিষয়টা তুলে ধরতে চাচ্ছি সেটা।ফিচার আর্টিকেলে আমার পোস্টটি দেখে সত্যিই অনেক আনন্দিত আমি।অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি ফিচার আর্টিকেলে মনোনীত করার জন্য।

 9 days ago 

প্রথমেই সায়মা আপুকে অভিনন্দন জানাচ্ছি। সায়মা আপুর এই ফটোগ্রাফি পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমার অনেক ভালো লাগে। আর এরকম সৌন্দর্যের ফটোগ্রাফি করলে আরো বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ এই পোস্টটি সিলেক্ট করার জন্য।

 9 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। শীতের ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর লাগছে দেখতে। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে।

 9 days ago 

এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে দেখে আমার অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি পোস্ট আমার অনেক বেশি পছন্দের। এরকম ফটোগ্রাফি সত্যি খুব সুন্দর লাগে। ধন্যবাদ জানাই এই পোস্টটা সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 97689.92
ETH 3132.93
USDT 1.00
SBD 2.96