"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪২৬ [তারিখ : ১৪-০৯-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @isratmim


অথরের নামঃইসরাত জাহান মিম । জাতীয়তা- বাংলাদেশী । তার শখ- আর্ট করা, রান্না করা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা,বই পড়া, ফটোগ্রাফি করা এবং ডাই প্রজেক্ট তৈরি করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২০ সালের ডিসেম্বর মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20240914_192851.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20240914_192826.jpg

বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি খরগোশের আর্ট (তারিখ ১৪.০৯.২০২৪)

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে ভিন্ন রকমের একটা কালারফুল আর্ট শেয়ার করব। এটি হচ্ছে বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা খরগোশের আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে একটা কালারফুল আর্ট শেয়ার করলাম। আমি যেহেতু ম্যান্ডেলা আর্ট পছন্দ করি তাই এই আর্টের মাঝেও কিছুটা ম্যান্ডেলা ডিজাইন রাখার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovacsxdzxcG1FoKiRESmqhc2dEgH32duVDJJ56ku9QyYvTPWnCehQ6J9Tscg5CyGf91nwmtD9gXu2FyB1BwHo7g86.jpg



ছবিটি নেয়া হয়েছে @isratmim এর পোস্ট থেকে


আজকে ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে ইশরাত মীম আপুর আর্ট পোস্টটি আমার কাছে দারুন ভালো লেগে গেলো। এই আর্ট পোস্টটা ছিলো কিছুটা ভিন্নধর্মী আর্ট পোস্ট। এখানে মান্ডালা আর্ট এর সাথে একটি খরগোশের ছবি আঁকা হয়েছে। যে খরগোশটা আবার হাতে কয়েকটি বেলুন ধরে আছে। ব্যতিক্রমধর্মী চমৎকার এই আর্ট টি দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছি। ধাপে ধাপে তিনি এতো সুন্দর করে আটটি উপস্থাপন করেছেন যে দেখে মনে হচ্ছে যে কেউ তার পোস্ট দেখে ছবিটি আঁকতে পারবে।

তিনি আমাদের কমিউনিটির গুণী একজন মেম্বার। একজন ব্লগার হিসেবে তিনি খুবই বৈচিত্র্যময়। তিনি আর্ট পোস্ট, রেসিপি পোস্ট, জেনারেল রাইটিং, কবিতা লেখা, বিভিন্ন রকম রিভিউ পোস্ট সেই সাথে আরো নানারকমের পোস্ট করে থাকেন। আমাদের কমিউনিটিতে এত বৈচিত্র্যময় পোস্ট করা সদস্য খুব কমই আছে। তিনি চুপচাপ ভাবে নিজের কাজ করে যেতে পছন্দ করেন। কমিউনিটিতে তিনি শুধু পোস্ট করেই বসে থাকেন না। সেইসাথে চমৎকারভাবে তার এংগেজমেন্টটা ধরে রাখেন। সবকিছু মিলিয়ে তিনি আমার বাংলা ব্লগের খুব ভালো মানের একজন ভেরিফাইড মেম্বার। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।


ধন্যবাদ

Sort:  
 3 months ago 

আমার এই আর্ট পোস্ট টা আজকের ফিচারড পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে সত্যি বেশ ভালো লাগলো। আমি বরাবরই চেষ্টা করি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে। এর মধ্যে আর্ট করাটা আমার ভীষণ পছন্দ। আর এই ধরনের আর্ট গুলো করতে একটু সময় লাগে তবে আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আমার এই পোস্টটাকে সিলেক্ট করার জন্য।

 3 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ইসরাত মিম আপু অনেক ভালো মানের একজন ইউজার। বিশেষ করে ওনার পোস্ট কোয়ালিটি আমার খুব ভালো লাগে। উনার পোস্টগুলো প্রতিনিয়ত দেখার চেষ্টা করি। আপনি খুব সুন্দর একটি আর্ট পোস্ট সিলেক্ট করলেন ফিচার্ড আর্টিকেলের জন্য। দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ইসরাত মীম আপুর আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। দারুন হয়েছে আর্টটি। খুবই সুন্দর লাগছে দেখতে।

 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেল এ @isratmim আপুর খুব সুন্দর একটি আর্ট পোস্ট সিলেক্ট করা হয়েছে। উনার এই আর্ট খুব সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে আপু খুব সুন্দর আর্ট করেছেন। আমার কাছেও এই পোস্ট অনেক ভালো লেগেছে।

 3 months ago 

ইসরাত মিম আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তিনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে পুরোটা খুব সুন্দর ভাবেই অংকন করেছেন। আমার তো অনেক পছন্দ হয়েছে আপুর অংকন করা এই আর্ট। অনেক বেশি ধন্যবাদ আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 3 months ago 

ফিচারড আর্টিকেলে ইসরাত জাহান মিম আপুর বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।মিম আপুর আর্ট গুলো বেশ সুন্দর হয়।আজকের আর্ট টিও অসাধারণ ছিল। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 3 months ago 

গতকালকে আমি ইসরাত মিম আপুর এই পোস্ট দেখেছিলাম। আর এই পোস্ট আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল দেখতে। আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই তো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তিনি অনেক সুন্দর করে আর্ট করতে পারেন। অনেক বেশি ধন্যবাদ আপুর এই পোস্টটা সিলেক্ট করার জন্য।

 3 months ago 

বেশ অসাধারণ একটি আর্ট ফিচারড আর্টিকেলের জন্য মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। মিম আপু আজকের আটটি বেশ দুর্দান্ত হয়েছে। বেশ সুন্দর করে নিখুঁত ভাবে বেলুন নিয়ে দাঁড়িয়ে থাকা একটি খরগোশের আর্ট আমাদের মাঝে ফুটে তুলেছে ‌ । এই ধরনের আর্ট দেখতে খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93333.46
ETH 3336.69
USDT 1.00
SBD 3.26