"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৫২ [ তারিখ : ৩০-০৬-০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @aongkon


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- অংকন বিশ্বাস। জাতীয়তা- বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা- বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন। তিনি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করে। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার- ২০২২ সালের আগস্ট মাসে তিনি স্টিমিটে জয়েন করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


"গ্রামীণ পিকনিক" by @aongkon (date 29.06.2023 )

আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা হয়তো অনেকেই জানেন যে, আমার বাড়ি গ্রামে। আর আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। গ্রামীণ মানুষদের সাথে মিশতে আমি সবথেকে বেশি পছন্দ করি। ঈদের ছুটিতে গ্রামে গিয়ে বন্ধু-বান্ধব আর বড় ভাই ব্রাদার সাথে নিয়ে পিকনিক করেছিলাম। গ্রামে গিয়ে এরকম পিকনিক করতে সত্যি আমার অনেক ভালো লাগে। আমাদের পিকনিকের সুন্দর মুহূর্ত এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো।আমি ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেলে সবার সাথে সুন্দর সময় মুহূর্ত কাটানোর চেষ্টা করি। এবারে আমরা যেদিন পিকনিক করেছিলাম সেদিন আমি আর আমাদের শ্যামল দাদা কুষ্টিয়াতে ছিলাম। আমরা দুজনেই কুষ্টিয়া থেকে প্ল্যানিং করেছিলাম যে, সন্ধ্যার দিকে বাড়িতে গিয়ে রাতে সবাই মিলে পিকনিক করবো। আর সেজন্যই কুষ্টিয়া থেকে সবাইকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে, আজকে রাতে পিকনিক হবে। যদিও সেদিন আগেই বলেছিলাম না…


প্রতিটি মানুষ তার শৈশবের সুন্দর দিনগুলোতে ফিরে যেতে চায় কিন্তু সেটা আর সম্ভব হয় না। সেটা সম্ভব না হলেও ছোটবেলায় যেমন আমরা পিকনিক করতাম ঠিক তেমনি পাড়ার বন্ধু-বান্ধবদের সাথে ছোটদের মতো পিকনিকে মেতে উঠতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় পিকনিক করেনি এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। সে সময়ের আনন্দটা একেবারে বিভিন্ন রকম ছিলো। বড় হয়েও পিকনিকের প্রতি ভালোলাগাটা রয়ে যায় সবারই।

আজকের ফিচার আর্টিকেলে এমন একটি কন্টেন্টের স্থান দেওয়া হয়েছে যেটা দেখলে আপনার নিজেরো পিকনিক করতে ইচ্ছে হবে। কমিউনিটির একজন সুপরিচিত ইউজার অংকন বিশ্বাস এলাকায় তার পাড়ার ছেলেদের সাথে ছোটখাটো একটি পিকনিকের আয়োজন করেছিলেন৷ সুন্দর সেই মুহূর্তগুলোর গল্প শেয়ার করেছেন কমিউনিটিতে।

কলাপাতায় খাওয়ার মধ্যে একটি ভিন্ন রকম মজা আছে। পিকনিক শেষ করে তারা তাদের খাবার কলা পাতাতেই খেয়েছেন। এটি যেমন মজার তেমনি দৃশ্যটা দেখতেও খুব সুন্দর লাগছে। পিকনিকের সুন্দর মোমেন্ট শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ। আজকের ফিচার আর্টিকেলে অংকন বিশ্বাস এর পিকনিকের পোস্টটি স্থান পাচ্ছে। ধন্যবাদ সবাইকে।


3.PNG

ছবিটি অঙ্কনের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 days ago 

আমার পোস্টটি আজকের ফিচারড আর্টিকেল নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গ্রামের পিকনিক গুলোতে অনেক মজা হয় সেটা সব সময় গ্রামে গিয়ে উপভোগ করার চেষ্টা করি। কলাপাতায় খাওয়ার দৃশ্য দিন দিন উঠে যাচ্ছে আর এই কারণেই গ্রামীন পিকনিক গুলোতে কলাপাতায় খাওয়ার চেষ্টা করি। গ্রামীন পিকনিক গুলোতে সবাই মিলে একসাথে কলাপাতায় খাওয়ায় যেমন সুখ রয়েছে তেমনি সন্তুষ্টিও রয়েছে।

 3 days ago 

আজকের ফিচার্ড আর্টিকেল টি পড়ে খুবই ভালো লাগলো।ভাইয়ার পোস্টটি সিলেক্ট করা হয়েছে।তিনি সবসময় আমাদের মাঝে সুন্দর ব্লগ উপহার দিয়ে থাকেন।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। অংকন ভাইয়ার এই পোস্ট দেখা হয়নি। তবে গ্রামীন পিকনিক গুলো বেশ ভালো লাগে। অনেকদিন থেকেই পিকনিক খাওয়া হয় না। এই পিকনিক গুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়।

 2 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে অঙ্কন ভাইয়ার নাম দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক বেশি সুন্দর করে উনাদের পিকনিকের আয়োজনটা সবার মাঝে উপস্থাপন করেছেন। উনার ব্লগটা যদিও দেখা হয়নি তবে এখন থেকে কিছুটা দেখে নিলাম। গ্রামীন পিকনিকের আয়োজন টা উনারা খুব ভালোভাবেই করেছিলেন দেখছি। কলাপাতায় খাওয়ার বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। পোস্টটি সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 2 days ago 

ফিচার্ড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। তবে পিকনিক মানে অনেক আনন্দের।পিকনিক করেনি এমন মানুষ পাওয়া কঠিন। অংকন ভাইয়ার পোস্টটি যদিও দেখা হয়নি সময় করে পোস্টটি দেখে নিব। গ্রামীন পিকনিকের আয়োজন গুলো বেশ ভালো লাগে এবং অনেক আনন্দ হয়। অনেক ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য ।

 2 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে অঙ্কন ভাইয়ের ব্লগ দেখে খুব ভালো লাগলো। উনারা অনেক সুন্দর করে গ্রামীন পিকনিকের আয়োজন করেছিলেন। আর গ্রামীন পিকনিকের সম্পূর্ণ মুহূর্তটাকে অনেক সুন্দর করে এই ব্লগের মধ্যে শেয়ার করেছেন। কলা পাতার মধ্যে বসে খাবার খাওয়ার বিষয়টা কিন্তু অনেক দারুন ছিল সবকিছু থেকে। উনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60422.26
ETH 3311.81
USDT 1.00
SBD 2.37