"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৭৬ [ তারিখ : ০৩-১১-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @srshelly0399
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: শেলি। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছেন। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন তিনি। নতুন কিছু শিখতে এবং জানতে পছন্দ করেন। ঘুরতে আর খেতে খুব ভালোবাসেন। অবসর সময় পেলেই ছবি আঁকেন। স্টিমিটে মাত্র কয়েক মাস আগে জয়েন করেছেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
গ্রামবাংলার ঐতিহ্যবাহি পুলি পিঠা by @srshelly0399 (date 02-11-2024)
শীতের আমেজ চলে এসেছে। চারিদিকে শীতের আবহাওয়া উপলব্ধি হতে আরম্ভ করেছে। ভোরবেলা ঘুম থেকে উঠে বাইরে গেলেই কুয়াশার উপস্থিতি বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায়। শীত পছন্দ এমন মানুষের কাছে এই আগমনের সময়টা আনন্দের। শীতকালে কিন্তু বাহারি রকমের খাবারের ধুম পড়ে যায়। যেমন নতুন নতুন অনেক শাকসবজি পাওয়া যায় শীতের সময় তেমনি পিঠা উৎসবেও একটি নতুন চমক লেগে যায়।
দারুন দারুন সব পিঠা তৈরি হয় বাড়িতে বাড়িতে। শীতের আমেজ শুরু হতে না হতেই এবিবির কিছু ইউজার পিঠা নিয়ে বেশ সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেছে ইতিমধ্যেই। আজকের ফিচার আর্টিকেলের অথর পিঠাপুলির একটি রেসিপি শেয়ার করেছে। কমিউনিটির সব ছোট মেয়ে মেম্বারদের বলছি আপনারা দ্রুত এ রেসিপিটি শিখেনিন। শ্বশুর বাড়ি গিয়ে কিন্তু জামাইকে বানিয়ে খাওয়াতে হব।
পুলি পিঠা গ্রাম অঞ্চলে বেশ জনপ্রিয় অনেক আগে থেকেই। শহরেও এর জনপ্রিয়তার জাল ছড়িয়ে পড়েছে। সর্বস্তরের মানুষ এই পিঠাটা খুবই পছন্দ করে থাকে। সময় উপযোগী রেসিপিটি শেয়ার করার জন্য আজকের এই রেসিপি পোস্টটাকে ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।
srshelly0399 আপু কে অভিনন্দন জানাই। উনি খুবই মজাদার ও ইউনিক ভাবে পুলি পিঠা তৈরি করেছেন। আপুর এই রেসিপি পোস্ট দেখেছিলাম। হেমন্তে সবার ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয়ে গিয়েছে। এই পিঠা খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ এত লোভনীয় রেসিপি আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেলে আমার রেফারে আসা আমার খালাতো বোনের পোস্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।আমার বোনের তৈরি পুলি পিঠার রেসিপিটি ছিল দুর্দান্ত।নতুন সদস্য হিসাবে আমার বোনের কাজের গতি আমাকে মুগ্ধ করেছে।আশা করছি আমরা অনেক ভালো ভালো পোস্ট তার কাছ থেকে পাবো।
প্রথমবার নিজের পোস্ট দেখে সত্যি বিশ্বাস করতে পারছিলাম না।নতুন সদস্য হয়েও আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কাজ করার আগ্রহ কয়েকগুন বেড়ে গেল।
পুলি পিঠা খেতে পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুব কম রয়েছে। আর এখন যেহেতু শীতকাল আসছে, তাই এরকম পিঠাগুলো তৈরি করার আমেজ অনেক বেশি সৃষ্টি হবে সব জায়গায়। এটা আসলেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা। শেলি আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
এই পোস্টটা আমার প্রথমেই পছন্দ হয়েছিল। শীত পড়ার শুরুতেই এত সুন্দর পিঠেপুলির ছবি দেখে মন ভরে গেছিল। অসাধারণ একটি রেসিপি হিসাবে ফিচার নির্বাচন করেছেন দেখে ভালো লাগছে। যোগ্য পোস্ট হিসেবে ফিচারে নির্বাচিত হলো।
ফিচার্ড আর্টিকেলে শেলি আপুর অসাধারণ একটি রেসিপি পোস্ট দেখে বেশ ভালো লাগলো।শীতকাল মানেই প্রত্যেকের ঘরে ঘরে চলে পিঠাপুলি খাওয়ার ধুম আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাটি দেখে আরো ভালো লাগলো।পিঠাগুলো দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
আমার বাংলা ব্লগ এ আজকের ফিচারড আর্টিকেল এ হাইলাইট হওয়ার জন্য শেলী আপুকে অনেক অভিনন্দন। এটা নিশ্চিত উনাকে আরো ভাল লিখতে অনুপ্রেরণা যোগাবে। অন্য ব্লগারদের জন্যও এটা অনুপ্রেরণাদায়ক। ভাল লিখলে, অন্যেরাও এখানে ফিচারড হতে পারেন।
সারা বিশ্বে প্রতিদিন ৬০০০ এর বেশী লোক ভাইরাল হেপাটাইটিসে (Viral hepatitis) আক্রান্ত হয় এবং প্রতিদিন প্রায় ৩৫০০ মত লোক ভাইরাল হেপাটাইটিসে মারা যায়। যারা হেপাটাইটিসে মারা যায়, দেখা যায় যে, তাদের মধ্যে শতকরা ৮৩ ভাগ হেপাটাইটিস বি ভাইরাসে (Hepatitis B virus) এবং শতকার ১৭ ভাগ হেপাটাইটিস সি ভাইরাসে (Hepatitis C virus) আক্রান্ত ছিল। এই দুইটা ভাইরাসেই আক্রান্ত হলে অনেক সময় বড় ধরণের কোন লক্ষণ দেখা দেয় না, বিধায় প্রাথমিক অবস্থায় রোগটা ধরা পড়ে না। যতক্ষণে ধরা পড়ে, ততক্ষণে অনেক দেরী হয়ে যায়!
বেশ দারুন একটা পোস্ট দেখেছি আজকের এই ফিচারড আর্টিকেলে। শেলি আপুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তিনি দারুন একটা পিঠা রেসিপি তৈরি করেছেন। আর ওনার পিঠাগুলো দেখে লোভ সামলাতে পারছিনা। অনেক ধন্যবাদ জানাই এই পোস্টটা ফিচার হিসেবে মনোনীত করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রেসিপি পোস্টগুলো সত্যি অনেক ভালো লাগে। আর যদি কোন পিঠার রেসিপি হয় তাহলে আরও বেশি ভালো লাগে। এই রেসিপিটি খুবই ভালো লেগেছে আমার।