"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১০৭ [তারিখ : ২২-১০-২০২৩]
Banner Credit @alsarzilsiam
০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee
অথরের নাম নীলিমা আক্তার ঐশী।
জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :
" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল
ফুলের পেইন্টিং by @oisheee (তারিখ ২১-১০-২০২৩)
আমার বাংলা ব্লগের ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি।প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি এক্রেলিক রং দিয়ে ফুলের পেইন্টিং কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কালো A4 সাইজের পেপার এর উপর এক্রেলিক রং দিয়ে যে ফুলের পেইন্টিংটা করেছি সেটা দেওয়ালে টাঙিয়ে রাখলেও অনেক সুন্দর দেখাবে। এ ধরনের পেইন্টিং গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। সময় নিয়ে করলে অনেক নিখুঁতভাবে এই পেইন্টিং গুলো করা সম্ভব। যেহেতু সবসময় এতটা সময় পাওয়া যায় না, তাই খুব কমই এ ধরনের পেইন্টিং গুলো করা হয়। তাহলে চলুন আমি কিভাবে এক্রেলিক রং দিয়ে এই ফুলের পেইন্টিংটি করেছি সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।
ফুলের পেইন্টিং এতটাই সুন্দর হয়েছে যে দেখে মনে হচ্ছে বাস্তবিক কোন ফুলের গাছের দৃশ্যপট দেখতে পাচ্ছি। অসাধারণ একটি আর্ট তিনি আমাদের মাঝে উপহার দিয়েছিলেন। যেটা সেরা হিসেবে নির্বাচিত হয়েছে ভালো লাগলো এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।
আমার কাছে ফুলের পেইন্টিংটি বেশ ভালো লাগছে এবং এই কাজগুলো করতে সত্যিই অনেক ভালো লাগে এবং আস্তে আস্তে সবাই শিখে যায়। প্রথম এ দেখে খুব একটা কেউ পারবে না কিন্তু চর্চা করতে করতে এই কাজে এক্সপোর্ট হয়ে যাবে। আমি তার প্রমাণ। বেশ ভাল ছিল আজকের পোস্ট সিলেক্ট টি
এই ফুলের পেইন্টিং টি সত্যি অসাধারণ হয়েছে। এইরকম আর্ট করতে দক্ষতা লাগে।ঐশী আপুর পোস্ট গুলো দারুণ লাগে আমার। এই ফুলের পেইন্টিং টি দেখলে যে কেউ মনে করবে যে বাস্তব দেখতেছি। আমার কাছে এইরকম পেইন্টিং গুলো ভীষণ ভালো লাগে।
ঐশী আপুর আর্টগুলো বরাবরই দারুণ হয়। আপুর ফুলের পেইন্টিংটাও দেখেছি। এক্রেলিং রং দিয়ে খুব সুন্দর করে ফুলের ডিজাইন করেছেন। ধন্যবাদ এমন একটি আর্টিকেলকে ফিচারড হিসেবে নির্বাচিত করার জন্য
অসাধারণ একটি পেইন্টিং ছিল ঐশি আপুর করা। আপুর প্রতিটি পোস্ট খুব সুন্দর এবং ক্রিয়েটিভিটি মূলক। আমার কাছে তো বেশ ভালোই লাগে উনার সুন্দর সুন্দর পোস্ট গুলো পড়তে। তবে পোস্টার রং দিয়ে এত সুন্দর একটি ফুলের গাছ ফুল সহ পেইন্টিং করলেন। এমন সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকল নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ।
খুবই ভালো লাগে নিজের নাম ফিচারড আর্টিকেলে দেখতে পেলে। আমার ভালোলাগা থেকে এই আর্টগুলো আমি করে থাকি। ফুলের পেইন্টিং পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।
আসলেই দুর্দান্ত একটি পেইন্টিং শেয়ার করেছে ঐশী আপু। দেখে মনে হচ্ছে সত্যিকারের ফুল এবং গাছ। কালার কম্বিনেশনটাও জাস্ট অসাধারণ হয়েছে। প্রায়ই ঐশী আপুর পোস্ট গুলো ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়,যা দেখে সত্যিই খুব ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।