"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৪৭৪[ তারিখ : ১.১১.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।**
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shyamshundor
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"। স্টিমিটে যুক্ত হই ২০২২ সালের জুন মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বই পড়লেই শিক্ষিত হয় না by @shyamshundor (31.10.2024 )
আজকে সন্ধ্যা বেলা যখন সকলের পোস্ট চেক করছিলাম, তখন মুহূর্তেই পোস্টটা নজরে এসেছিল। লেখক এর যুক্তিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, এটা সত্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর গুজব ছড়ায় এবং সেই গুজব গুলো বিশ্বাস করে যায়, অনায়াসেই সাধারণ মানুষজন।
সমসাময়িক বিষয় নিয়ে লেখক যেভাবে তার অভিজ্ঞতা লিখেছে, তা পড়ে রীতিমতো আমি কিছুটা শিহরিত হয়েছি। সত্যিই এই সময়ে এসেও যে মানুষজন গুজব ও কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারেনি তারই প্রমাণ যেন পেলাম।
এখন থেকে বছর চারেক আগে, যখন প্রথম করোনার টিকা সবাইকে দেওয়া হচ্ছিল তখনো এরকম গুজব ছড়িয়ে গিয়েছিল, যদিও পরবর্তীতে সর্বস্তরের লোকজন ভ্যাকসিন নিয়েছিল। আমার জায়গা থেকে একজন মেডিকেল পার্সন হিসেবে যদি বলি, সমসাময়িক সময়ে HPV টিকা প্রদান নিয়ে যে গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে তা সত্যিই ভিত্তিহীন।
সবাইকে সচেতন হতে হবে নিজ নিজ জায়গা থেকে এবং লেখককে ধন্যবাদ জানাই, সচেতনা মূলক এই পোস্টটা করার জন্য। তাই সব দিক বিবেচনা করে, লেখকের এই পোস্টকে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।
ছবি শ্যামসুন্দর ভাই এর ব্লগ থেকে নেওয়া।
ধন্যবাদ সবাইকে।
আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট দারুন হয়েছে। শুধু শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হয় না। প্রকৃত শিক্ষা অর্জন করা অনেক বেশি জরুরী। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে।
ধন্যবাদ আমার পোস্টটিকে ফিচার পোস্ট হিসেবে নির্বাচিত করার জন্য।ভবিষ্যতে আরো এমন ইনফরমেটিভ পোস্ট লেখার জন্য উৎসাহ পেলাম।
যথার্থ একটি পোস্টকে আপনারা ফিচার করেছেন দেখে আনন্দিত হলাম। এই ধরনের পোস্ট ফিচারে এলে অনেকেই উপকৃত হবেন। ধন্যবাদ জানাই যিনি পোস্টটিকে ফিচার করেছেন।
শ্যামসুন্দর ভাইয়ার এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তিনি অনেক গুরুত্বপূর্ণ এবং সচেতন মূলক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করে নিয়েছেন। উনার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
শ্যামসুন্দর ভাইয়ের এই পোস্টটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তিনি সচেতন মূলক একটা পোস্ট অনেক সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছেন। এই পোস্টটা পড়লে অনেকেরই অনেক উপকার হবে। ধন্যবাদ ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
শ্যামসুন্দর ভাইয়ের এই পোস্টটা কালই পড়ছিলাম। সমাজে সচেতনতামূলক এই পোস্ট আজকের যুগে খুবই উপকারী। একে ফিচার পোস্ট করে তা আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।