"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫০৭ [তারিখ : ০৫-১২ - ২০২৪]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৬০৬ দিন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
দাদা-বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি. by @shimulakter (date 05.12.2024 )
আপনারা তো নিশ্চয়ই জানেন যে গতকাল দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী ছিল, বিবাহ বার্ষিকী উপলক্ষে , আমার বাংলা ব্লগ কউনিটিতে দাদা এবং বৌদিকে শুভেচ্ছা জানিয়ে অনেক গুলো পোস্ট করা হয়েছে । মোটামুটি অনেকগুলো পোস্ট পেলেও তার মধ্যে কয়েকটি পোস্ট বেশ নজরে এসেছে । শিমুল আক্তার আপুর পোস্টটি তার মধ্যে অন্যতম ছিল । উনি ক্লে দিয়ে দাদা ও বৌদির শুভেচ্ছা বক্তব্য লিখেছেন । বেশ ভালো লেগেছে ।
সব্বিদিক বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।
শিমুল আক্তার আপুর তৈরি করা এই শুভেচ্ছা কার্ড দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে আর রঙিন কাগজ দিয়ে তিনি অনেক সুন্দর করে এটা তৈরি করেছেন। দাদা বৌদির বিবাহ বার্ষিক উপলক্ষ্যে কয বেশি সবাই ভিন্ন ভিন্ন ভাবে শুভেচ্ছা জানিয়েছে। অনেক ধন্যবাদ, শিমুল আক্তার আপুর এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।ন
বিশেষ দিনে বিশেষ ভাবে শুভেচ্ছা জানালাম প্রিয় দুজন মানুষ কে বিশেষ একটি কার্ড তৈরি করে।আর পোস্টটি যখন বিশেষ ভাবে মনোনীত করা হয়েছে তখন ভালো লাগার মাত্রাটা একটু বেশীই লেগেছে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমার এই বিশেষ পোস্টটিকে ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি।
শিমুল আক্তার আপুর খুব সুন্দর একটি পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হয়েছে, দেখে অনেক ভালো লাগলো।দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে আপু অনেক সুন্দর একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছে।আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
শিমুল আপুর শুভেচ্ছা কার্ডটি দেখে অনেক ভালো লাগলো। দাদা, বৌদির বিবাহ বার্ষিক উপলক্ষে বেশ সুন্দর একটি কার্ড তৈরি করেছেন।ক্লে দিয়ে আসলে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে।অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।
আজকের এই ফিচারড আর্টিকেলে শিমুল আক্তার আপুর অনেক সুন্দর একটা পোস্ট দেখেছি। যেটা তিনি বিবাহ বার্ষিক উপলক্ষ্যে করেছেন। ক্লে দিয়ে ফুলগুলো তৈরি করে পাশে বসানোর কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে দারুন একটি কার্ড তৈরি করেছেন আমাদের সকলের প্রিয় শিমুল আপু। অনেক ভালো লেগেছে দেখে।
এটি আসলে চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।।
শিমুল আক্তার আপুর পোস্ট আমি এর আগেও দেখেছিলাম। আপু আসলে বেশ ভালো কাজ করার চেষ্টা। আজকে আপুর পোস্টে ফিচারড পোস্ট হিসেবে বাছাই করেছেন দেখে আরো ভালো লাগলো। কারণ যখন পোস্টগুলো ফিচারড হয় তখন নিজের কাছে অনেক বেশি উৎসাহ লাগে। আপুর তৈরি করা কার্ড আমার নিজের কাছে বেশ দারুন লাগলো।