"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৫৬ [তারিখ: ০৪-০৭-২০২৪]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jibon47
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - জীবন মাহমুদ। জাতীয়তা: বাংলাদেশি। আইডি - @jibon47। আমার বাংলা ব্লগের জন্মলগ্ন থেকে জীবন ভাই আমাদের সাথে যুক্ত আছেন। সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করে আপাতত তিনি একটি কোম্পানিতে কর্মরত। উনি গান গাইতে, কবিতা লিখতে এবং ঘোরাঘুরি করতে খুব ভালোবাসেন। জীবন ভাই মনে করেন, পরিশ্রম সফলতার চাবিকাঠি।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
উগ্র মেজাজ মানুষের ধ্বংসের কারণ - @jibon47 (03.07.2024)
আমাদের সমাজে দুই ধরনের মানুষদের দেখতে পাওয়া যায়। কিছু মানুষ খুব শান্ত আর কিছু মানুষ খুব উগ্র। যে ব্যক্তির রাগ তুলনামূলকভাবে বেশি হয় তাদের সমাজে চলার ক্ষেত্রে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অপরদিকে যে ব্যক্তি শান্ত স্বভাবের হয় তার সমাজে চলা এবং নিজের জীবন সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া অনেকটা সহজ হয়। যারা উগ্র স্বভাবের মানুষ তাদের নিজের বিবেক দিয়ে বিবেচনা আশু প্রয়োজন। অকারনে রাগারাগি করলে জীবনে নেমে আসতে পারে অনেক কঠিন সময়। আজকের জীবন ভাইয়ের পোস্ট যেন সেটার এক জ্বলন্ত উদাহরণ।
জীবন ভাই যে ছেলেটির কথা পোস্টে উল্লেখ করেছেন সে রাগ বশবর্তী হয়ে একটি অত্যন্ত জঘন্য কাজ করেছে। অল্প কিছু সময়ের রাগের সে এমন কাজ করেছে যার কালিমা তাকে সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে।
ঘটনাটি থেকে শিক্ষার জায়গাটা অনেক। যেকোনো মানুষের রাগ হতে পারে তবে আমরা পারি রাগ চেপে শান্ত ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। কারণ রেগে এমন কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে গেলো যেটা হয়তো ফিরিয়ে নেওয়া যাবে না। অথচ শান্তভাবে যেকোনো কঠিন বিষয় বা সময় মোকাবিলা করলে পরিস্থিতি যেমন স্বাভাবিক হবে তেমনি জীবন যুদ্ধে জয় পাওয়া যাবে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্টে জীবন ভাইয়ার পোস্টটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক বেশি সুন্দর করে এই লেখাটা লিখেছেন। আসলে ওরকম উগ্র স্বভাবের অনেক মানুষ রয়েছে, যারা তাদের এই রাগের জন্যই একদিন পস্তায় অনেক বেশি। প্রত্যেকটা মানুষেরই রাগ বেশি হওয়া একেবারে ভালো না। কারণ রাগ মানুষের ধ্বংসের কারণ হয়। রাগের বসে এরকম অনেক মানুষ রয়েছে অনেক কিছুই করে ফেলে। আর ওইগুলো আর শোধরানো যায় না। তাই আমাদের এমন কিছু করা একেবারেই উচিত না। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।
জীবন ভাই আমাদের মাঝে অনেক সুন্দর একটা লেখা নিয়ে হাজির হয়েছেন। জীবন ভাইয়ের পোস্টটা না পড়া হলেও, ফিচারড আর্টিকেলে দেখে খুব ভালো লেগেছে। আর ওনার পোস্ট সম্পর্কে ভালোভাবেই ধারণা নিতে পারলাম এখানে দেখে। যে মানুষগুলোর মেজাজ এরকম, তারা ভালো কিছু করতে পারে না নিজেদের জীবনে। কারণে অকারনে রাগারাগি করা একেবারেই উচিত না। এটার ফলে আসলেই খারাপ কিছু হতে পারে।
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jibon47 ভাইয়াকে দেখে খুব ভালো লাগলো।অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।