"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৬০ [ তারিখ : ০৮-০৭-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tithyrani


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000030396.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000030394.jpg

চিরন্তন সত্য - মৃত্যু by @tithyrani (০৭/০৭/২০২৪ )

আমি বিশ্বাস করি, এমন অনাকাঙ্ক্ষিত খবর শুনে আমাদের সকলের হৃদয় ই দুঃখে ভারাক্রান্ত হয়েছে। আমার তো বার বার মনে পড়ে যাচ্ছে, বৃহস্পতিবার হ্যাং আউটের সময়েও শুভ ভাই দাদার সাতগে কথা বলার শেষে দাদার পরিবারের সকলের ভালোর জন্য প্রার্থনা করে বললেন যেন দাদার পরিবারের সকলেই ভালো থাকে, এটাই আমাদের কাম্য। আর তার পরের দিন ই এমন একটি এনাউন্সমেন্ট পাবো, কে জানতো! আমি নিজেই এখনো সেই শোক সংবাদ এর ঘোর কাটিয়ে উঠতে পারি নি৷ তবে না জানি দাদা, দাদার পরিবারের মানুষ গুলোর কি অবস্থা!..


গত কয়েকদিন থেকে কমিউনিটির পরিবেশটা, খুব একটা স্বাভাবিক যাচ্ছে না। সবার মনেই চাপা কষ্ট বিরাজ করছে। মনে হচ্ছে ধারাবাহিক কর্মকাণ্ড থেকে আমাদের অনেকটাই দূরত্ব তৈরি হচ্ছে। এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, আপনারা সবাই সবকিছু জানেন। পৃথিবীতে আসলে কর্মই মুখ্য বিষয় , মানুষ বাঁচেই তার কর্মের মাঝে। এই যে দাদার বাবা চলে গেলেন, আমরা বিশ্বাস করি দাদার বাবা তার কর্মের মাঝেই বেঁচে থাকবেন, আমাদের সকলের মাঝে। হয়তো মানুষটাকে আমরা সশরীরে পাব না, তবে তিনি নক্ষত্রের মত হয়ে জ্বলজ্বল করবেন ওপারে। দাদাকে এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মত ভাষা আমাদের কারোই জানা নেই, তবে তিনি শোক কাটিয়ে উঠতে পারবেন এবং মানসিকভাবে পূর্বের অবস্থানে ফিরতে পারবেন এমনটাই প্রত্যাশা আমিও ব্যক্ত করছি। অথর পোস্টের মাধ্যমে এমনটাই বার্তা দিয়েছেন। তাছাড়াও আমাদের সুমন ভাইয়ের নবজাতক বাবু হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, তার জন্যও তিনি সুস্থতা কামনা করেছেন। বলতে গেলে, কমিউনিটির বর্তমান অবস্থা নিয়ে অথর কিছু কথা আলোকপাত করেছেন, যা একদম সত্য। তাই সব দিক বিবেচনা করে, আজকের এই পোস্টটিকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


1000030395.png

ছবি গুলো তিথী আপুর এর ব্লগ থেকে নেওয়া

সবমিলিয়ে উনার পোস্টের লেখা ধরণ, মার্কডাউন এবং টপিক সবকিছুই ভালো ছিলো। আশা করছি ভবিষ্যতেও তিনি আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। কয়েকদিন থেকে কমিউনিটির পরিবেশ একদমই নিস্তব্ধ। কারো মৃত্যুর সংবাদ সত্যিই অনেক কষ্টের। তিথি আপুর এই পোস্ট আমিও পড়েছিলাম।

 3 months ago 

সত্যিই এই সপ্তাহে আমার বাংলা ব্লগ কমিউনিটি একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। যখন আমাদের প্রিয় দাদারা ভালো থাকেন আর হাসিখুশি থাকেন তখন যেনো কমিউনিটি আলোয় আলোকিত হয়ে উঠে। কিন্তু দাদার বাবা মারা যাওয়ার পর সব কিছু কেমন যেন মনে হচ্ছে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে। তিথি আপুর এই পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।

 3 months ago 

মৃত্যুর থেকে সত্য আর বড় কি হতে পারে। মৃত্যু যেমন চিরন্তন সত্য, তেমনই আমাদেরকে এই চিরন্তন সত্যটাকেই মেনে নিতে হবে। আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে তিথি দিদির নামটা দেখে অনেক ভালো লেগেছে। তিথি দিদি অনেক সুন্দর করে উনার লেখা পরিস্থিতি আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন। তিথি দিদির এই পোস্টটা আমার পড়া হয়েছিল। অসংখ্য ধন্যবাদ উনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 months ago 

মৃত্যু সত্যিই অমোঘ সত্য। হাজার কষ্ট হলেও তা আমাদের একদিন মেনে নিতে হয়। দিদির এই পোস্টটি ভীষণ ভালো একটি লেখা। এটিকে ফিচার পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ। এমন একটি পোস্ট সকলের সামনে আসা খুবই দরকার। দাদাকে আমাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবু বলি এই দুঃসময় থেকে নিজের মনকে শক্ত করে আবার মূল স্রোতে ফিরে আসুন।

 3 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার হিসেবে @tithyrani আপুকে দেখে খুব ভালো লাগলো।উনার পোষ্টটা অনেক ভালো ছিলো।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

তিথি রানী দিদির এই পোস্টটা ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লেগেছে। উনার এই পোস্ট আমার কালকে পড়া হয়েছিল। বাস্তব এবং সত্য কথাগুলোকে তিনি এই পোস্টে উল্লেখ করেছিলেন। বিশেষ করে মৃত্যুকে। দাদার বাবার মৃত্যুর জন্য আমরা সত্যি গভীরভাবে শোকাহত। তিথি রানী দিদিকে অনেক অনেক অভিনন্দন জানাই। আশা করছি তিনি আরো অনেক বেশি খুশি এবং উৎসাহিত হবেন। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90