"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৪১[ তারিখ : ১০-০১- ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @aongkon
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - অংকন বিশ্বাস, ইউজার আইডি @aongkon। বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন।তিনি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করেন।২০২২ সালের আগস্ট মাসে স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর ৫ মাস।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ইউটিউব ভিলেজ ভ্রমণ- ৩য় পর্ব। ... @aongkon (10.1.2025 )
ইউটিউব ভিলেজ সম্পর্কে অনেক দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউব প্ল্যাটফর্মে। বিশেষ করে ফেসবুকে এটা নিয়ে অনেক লেখালেখি দেখেছি। তো আজকে সেটার ফটোগ্রাফি দেখে ভাবলাম যে, আপনাদের কেও এই পোস্টটি দেখার সুযোগ করে দেওয়া যাক।
একদম প্রথম দিকে যখন এই গ্রামের নাম শুনতাম। তখন আমি ভেবেছিলাম যে হয়তো এটা কেউ মজা করে বলছে। আর না হলে সেখানে হয়তো অনেক ইউটিউবার সেই গ্রামে রয়েছে। এ কারণেই সবাই মজা করে সেই গ্রামকে ইউটিউবারদের জন্য ইউটিউব ভিলেজ বলে। কিন্তু পরবর্তীতে ফেসবুকে বিভিন্ন ভিডিও সামনে আসাতে দেখলাম যে না এটা একেবারেই ভুল। অর্থাৎ এই পার্কটি অনেক সুন্দর এবং বিশেষ করে এই পার্কের মধ্যে বিভিন্ন থিম রয়েছে। যেগুলো প্রায় ওনার ছবিতেও কিছু কিছু দেখতে পেয়েছি। তো আসলে বেশ ক্রিয়েটিভ কাজ মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে একটা যে গাছ রয়েছে, সেটাও বেশ সুন্দর।
সবকিছু মিলিয়ে এই গ্রাম সম্পর্কে আরো জানার ইচ্ছে পোষণ করছি এবং সেই ইচ্ছা থেকেই আজকের এই আর্টিকেলটি এবিবি ফিচার্ড হিসেবে মনোনীত করা হলো। কারণ রবিবারের আড্ডা তে এই পার্কের গল্প আরো শুনতে চাই। আশা করছি উনি আমাদের আরো অনেক কথা বলবেন এই পার্ক সম্পর্কে।
ছবিগুলো @aongkon এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
আমার পোস্ট আজকে ফিচারড় আর্টিকেল করার জন্য প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবার সমেত ইউটিউব পার্কে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। এটা সত্যি বলেছেন লাভ ট্রি গাছ তৈরি করা একটা চমৎকার ক্রিয়েটিভিটি ছিল। সব মিলিয়ে ইউটিউব পার্কের পরিবেশ অনেক চমৎকার। আমি অবশ্যই রবিবারের আড্ডাতে ইউটিউব পার্ক সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ আপনাদের সাথে শেয়ার করবো।
আজকের ফিচারড আর্টিকেল @aongkon ভাইয়ার পোস্টে এসেছে দেখে ভীষণ ভালো লাগলো। ভাইয়ার ঘুরাঘুরি পোস্টগুলো কিন্তু ভীষণ ভালো হয়। ঠিক তেমনি আজকের এই পোস্টটি দেখে মনে হচ্ছে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছে। নিজের পোস্টগুলো যখন ফিচারড আর্টিকেল এ দেখতে পাই তখন কিন্তু কাজের আগ্রহ সবারই বেড়ে যায়। ভাইয়ার পোস্টটি সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। এই পোস্টটা ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। অঙ্কন ভাইয়ের এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা ভ্রমণ পোস্ট দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। অংকন ভাইয়ের এই পোস্ট দেখেছিলাম। এই জায়গাটার সম্পর্কে আমি নিজেও অনেক কিছু শুনেছি। এই পোস্ট ফিচারড হিসেবে সিলেক্ট করলেন দেখে ভালো লাগলো।
আজকের ফিচারড আর্টিকেল @aongkon ভাইয়ার পোস্ট এসেছে দেখে অনেক বেশি ভালো লাগলো। অঙ্কন ভাই ভ্রমণপিপাসু একজন মানুষ। উনার ভ্রমণ বিষয়ক পোস্ট গুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে ভ্রমণ করতে কম বেশি সবারই ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে এবং সঙ্গীর অভাবে ভ্রমণ করা হয় না তেমন, কিন্তু সময় পেলে আমিও ভ্রমণ করি।