"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩০৫ [ তারিখ : ১৪.০৫.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jibon47
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - জীবন মাহমুদ, ইউজার আইডি @jibon47। পরিবার - বাবা,মা আর ছোট বোনকে নিয়েই উনার পরিবার। বাসস্থান - কুষ্টিয়া,বাংলাদেশ।পড়াশোনা - বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছেন।উনার পারদর্শীতার ঝুলিতে রয়েছস্ন ফটোগ্রাফী,লেখালেখি সহ আরো অনেক কিছু।উনি স্টিমিট প্লাটফর্ম এ জয়েন করেছেন ২০২১ সালের এপ্রিল মাস এ।বর্তমান এ স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত... @jibon47 (13.05.2024 )
আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় উনার পোস্টটি চোখে পরাতে ভাবলাম একটু দেখি। কারণ পোষ্টের কভার ফটোটি দেখে মনে হলো ভেতরের মর্মান্তিক কিছু রয়েছে অর্থাৎ খারাপ কোনো ঘটনা।
তাই উনার পোস্টটা পুরোটা পড়লাম এবং পরে একটু খারাপ ই লেগেছে। তবে উনাকে প্রথমেই জানাই অনেক অনেক অভিনন্দন, নতুন চাকরির জন্য। আশা করছি এই নতুন চাকরি উনার জীবনে সর্বোচ্চ আনন্দ বয়ে আনবে এবং উনার পরিবারে ও।তবে উনার কাজের জন্য উনার হাতের এতো বেশি খারাপ অবস্থা হওয়াটা সত্যিই খুব বাজে একটা ব্যাপার। আসলে প্রতিটা কাজের শুরুতেই আমাদের অনেক বেশি ভুল হয় এবং ভুল থেকেই মূলত আমরা শিক্ষা পাই। যেমনটা উনি পেয়েছেন। কারণ উনি নিজেও জানতো না যে, কোথায় কি করতে হবে কিংবা কোথায় কতটুকু বাষ্প কিংবা গরম পানি থাকতে পারে এসব।
যেহেতু আমি নিজেও একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। তাই আমি উনার ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারছি। অর্থাৎ এই ধরনের ব্যাপার দেখলে সত্যিই বেশ এক্সাইটেড লাগে। অর্থাৎ নিজে করার ইচ্ছে হয়।কিন্তু উনার সাথে যা ঘটেছে তা খুব মর্মান্তিক ছিলো। উনার হাতের অবস্থা দেখে সত্যিই খুব কষ্ট লাগছে। আসলে এটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে, প্রতিটা কাজ খুব সাবধানে করা উচিত।
তবে উনার হাতটা দেখে মনে হচ্ছে সকাল হতে হতে ফোসকা পরে যাবে, না পরলেই সবচেয়ে খুশি হবো।যদিও এই ধরনের অবস্থায় বেশিরভাগ ফোসকা পরে যায়। তবে এই বার্না ক্রীমটা অনেক ভালো।খুব দ্রুত কাজ করে এ ধরণের ক্ষতস্থানে। আশা করছি সৃষ্টিকর্তার রহমতে উনি দ্রুত ই সুস্থ হয়ে উঠবেন।আসলে কাজে ছোট খাটো ভুল করে সমস্যা হয় না।কিন্তু অল্প ভুলের জন্যে অনেক সময় এমন দুর্ঘটনা সত্যিই খুব বেদনাদায়ক। আশা করছি পরবর্তীতে উনি আরো সাবধানে কাজ করবেন।
উনার পোস্টের কোয়ালিটি, লেখার ধরণ,ছবি সবকিছুই খুব ভালো ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও তিনি এই কোয়ালিটি বজায় রাখবেন।সে সাথে আশা করি ভবিষ্যৎ এও উনি আমার বাংলা ব্লগের সাথে এভাবেই যুক্ত থাকবেন।
ছবি গুলো @jibon47 এর ব্লগ থেকে নেওয়া
আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে জীবন ভাইয়ের নাম দেখে অনেক ভালো লাগলো। উনার হাতের এরকম অবস্থা হয়েছে দেখে অনেক খারাপ লেগেছে। আসলে সব ধরনের কাজে আগে থেকে সাবধানতা অবলম্বন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই কামনা করি যেন তিনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যান। অসংখ্য ধন্যবাদ উনার এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পোস্ট ফিচারড আর্টিকেলে জায়গা করে দেয়ার জন্য। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার। সবসময়ই চেষ্টা করি নিজের মধ্যে লুকিয়ে থাকা ইউনিক কোনো প্রতিভা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করার। গতকাল খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার সাথে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি একদম সত্য কথাটাই বলেছেন,যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তারা যখন মেশিনের সামনে যায় তখন নিজের মধ্যে এমন উপলব্ধি হয় যে মেশিনের কাজকর্ম নিজে হাতে না করলে খুব একটা ভালো লাগে না। নিজের কাছে কেমন যেন একটা অস্থির অস্থির মনে হয় যখন সেই কাজগুলো নিজের হাতে করা হয় তখন খুবই ভালো লাগে। কিন্তু আমি মনে করি যে কোন ধরনের কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সবসময়ই সতর্কতা অবলম্বন করেই কাজ করি কিন্তু গতদিনের কাজ সম্পর্কে আমি খুব একটা বেশি অবগত ছিলাম না যার কারণেই এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। তবে হাতের অবস্থা আগের থেকে এখন মোটামুটি একটু ভালো ফোসকা খুব একটা পরে নি, তবে পুরো জায়গাটা কালো হয়ে গিয়েছে এবং ফুলে আছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি বলেছে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবশেষে এটাই বলতে চাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সঙ্গে সেই শুরু থেকে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। এটা আমার একটা ভালো লাগার জায়গা এখানেও আমার আবেগ কাজ করে। ধন্যবাদ আপনাকে।
জীবন ভাইয়ের অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার কথা শুনে সত্যি অনেক খারাপ লেগেছে। হঠাৎ করে আমাদের জীবনে বিপদ নেমে আসে।আজকের ফিচারড আর্টিকেল পোস্টে জীবন ভাইয়ের এই পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।
আসলে আমরা অনেক সময় অনেক রকম দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত সব কাজের শুরু থেকেই সতর্কতা অবলম্বন করা। আমরা যদি সতর্কতা অবলম্বন শুরু থেকেই করি, তাহলে হয়তো দুর্ঘটনার সম্মুখীন আমরা হবো না। জীবন ভাইয়ার চাকরির কথাটা শুনে ভালো লেগেছে। তবে উনার এরকম একটা দুর্ঘটনার কথা শুনে অনেক খারাপ লাগলো। পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।
জীবন ভাইয়ের দুর্ঘটনার কথা শুনে অনেক খারাপ লাগলো। কার কখন বিপদ চলে আসে আমরা কেউ বলতে পারি না। তাইতো আমাদের যেকোনো কাজ শুরু করার আগেই সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য।