"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৩০ [ তারিখ : ০৮-০৬-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selinasathi1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা সাথী । স্টিমিট আইডি- @selinasathi1। জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং দুই সন্তানের জননী । তার শখ- বই পড়া, কবিতা লেখা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

01.png
02.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Pic.jpg

আলু চিকেন বিরিয়ানির মজাদার রেসিপি || by @selinasathi1 (07/06/2024 )

বন্ধুরা
আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ খুবই মর্যাদার ইউনিক একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আজকের রেসিপিটি ও সবার কাছে ভালো লাগবে। আজ কদিন ধরেই ভাবতেছিলাম আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করব আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠানের জন্য। বর্ষপূর্তি উপলক্ষে চলছে নানা রকমের আয়োজন। সম্মানিত এডমিন মডারেটর বৃন্দ এবং সকল ভেরিফাইড ইউজার সকলেই মহা ব্যস্ত। কারণ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলছে বিশেষ বিশেষ প্রতিযোগিতা। আর প্রতিযোগিতায় সবাই সবার নিজের সেরাটা দেয়ার আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাবলাম নতুন নতুন আইডিয়া, কাইক পরিশ্রম সবমিলিয়ে সবাই অনেক ক্ষুধার্ত হয়ে যাচ্ছে। আর সকলের ক্ষুধা নিবারণের জন্যই আমার এই ছোট্ট আয়োজন।


সৃজনশীলতা দারুণ একটা দক্ষতা, সেটা যেমন নির্দিষ্ট একটা বিষয়ে থাকতে পারে, ঠিক তেমনি একাধিক বিষয়েও থাকতে পারে। আমরা যেমন বিশেষ কিছু ইউজারদের বিশেষভাবে মূল্যায়ন করার চেষ্টা করি তাদের বিশেষ দক্ষতা কিংবা সৃজনশীলতার কারনে ঠিক তেমনি কিছু ইউজারদের আমরা সর্বদা বিশেষভাবে সম্মানীত করার চেষ্টা করি। কারন একটাই সেটা হলো তাদের দক্ষতা কিংবা সৃজনশীলতা প্রকাশের দারুণ যোগ্যতা। শুরু হতেই আমরা চেষ্টা করে আসছি বাস্তবিক কিছু কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রে একটু বেশী সমর্থন দেয়ার, সাপোর্টের ক্ষেত্রে সেটা হচ্ছে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, সৃজনশীলতামূলক পোষ্ট সমূহ কিভাবে মূল্যায়ন হচ্ছে।

যাইহোক, আমি ফিচার্ড পোষ্ট বাছায়ের ক্ষেত্রে সর্বদা সৃজনশীলতামূলক কিছুকে উৎসাহিত করার চেষ্টা করেছি। দক্ষতা কিংবা যোগ্যতার সঠিক মূল্যায়নের ক্ষেত্রেও একটা স্বার্থকতা থাকে, আমাদের ক্ষেত্রে সেটা শতভাগ প্রযোজ্য সর্বদা। আজকের ফিচার্ড পোষ্টটিও ঠিক তেমন, কিছুটা আকর্ষনীয় এবং তার সাথে কিছুটা ইউনিক, ভিন্নতা আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। যমন আজকের এই পোষ্টটি আমাকে এড়িয়ে যেতে পারে নাই, দারুণ কিছু মানেই সেখানে আমার উপস্থিতি, হি হি হি। দারুণ স্বাদের কিছু মনে হয়েছে আমার কাছে এই রেসিপিটি এবং আমি অবশ্যই এর স্বাদ গ্রহণ করবো, ঈদের ছুটিতে, হি হি হি।


Pic-2.jpg

ছবিটি @selinasathi1 আপুর ব্লগ থেকে নেওয়া

কমন কিছু উপকরণের দারুণ সমাহারের মাধ্যমে আজকের রেসিপিটি তৈরী করা হয়েছে, কিন্তু সেই তুলনায় স্বাদের মাত্রাটা মনে হচ্ছে একটু বেশী পাওয়া যাবে। দেখুন, ডিম দিয়ে আলু স্লাইস ভেজে নিয়ে সেটাকে বিরিয়ানি তৈরীতে ব্যবহার, আমার কাছে নতুন কিছু মনে হয়েছে, যার কারনে আগ্রহটাও একটু বেশী ছিলো। ভিন্ন কিছু কিংবা স্বাদের কিছু, সেটার ব্যাপারে আমার দুর্বলতা সব সময় ছিলো এবং থাকবে, হি হি হি। যার কারনে আজকের এই রেসিপিটি আমি নোট করে রেখেছি, আশা করছি আপনাদের কাছেও তেমন কিছু মনে হবে। স্বাদের মাত্রা বৃদ্ধি করার ক্ষেত্রে হয়তো এই নোটটা কোন এক সময় দারুণ কাজে লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Sort:  
 21 days ago 

সাথী আপুর রেসিপি পোস্ট আমার কাছে সবসময় ভালো লাগে। আপুর রেসিপি গুলো একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। তেমনি আজকের এই রেসিপি খুবই ইউনিক ছিল। এভাবে আলু দিয়ে চিকেন বিরিয়ানি খেতে আমিও খুব পছন্দ করি। উপস্থাপনা খুব লোভনীয় হয়েছে। এত মজাদার একটি রেসিপি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে খুব ভালো লাগলো।

 21 days ago 

সেলিনা সাথী আপু সত্যি খুব লোভনীয় একটা রেসিপি তৈরি করেছে। যেটা দেখে অনেক বেশি লোভ লেগে গিয়েছে। এরকম কিছু দেখলে আমার নিজের কাছেও ভালো লাগে। বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম পাওয়া যাবে এমনিতেই। আর এ সময়টাতে এরকম রেসিপি দেখলে খেতে ইচ্ছে করবে অনেক বেশি। সাথী আপুর এই রেসিপি পোষ্টটা ফিচারড আর্টিকেল হিসেবে দেখে পেয়ে অনেক ভালো লাগলো। উনার এই পোস্টটা সিলেক্ট করা হয়েছে এটা দেখে আরো ভালো লেগেছে আমার কাছে।

 21 days ago 

আমার আজকের এই রেসিপি পোস্টটি ফোন
ফিচারড আর্টিকেলে স্থান পাওয়ায় নিজেকে বেশ ভালো লাগছে। এই রেসিপিটি মনোযোগ সহকারে ইউনিক ভাবে তৈরি করেছি। এবং খুবই মজাদার ও সুস্বাদু হয়েছিল। আমার বাংলা ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই পোস্টটি মনোনীত করার জন্য। 🙏🙏

 21 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সাথী আপুর তৈরি করা এই রেসিপি আমিও দেখেছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। দারুন একটি পোস্ট ছিল। খুবই লোভনীয় একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 20 days ago 

ফিচার্ড আর্টিকেলে সাথি আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো।সাথী আপুর রেসিপি গুলো অনেক ইউনিক হয় আর আপুর রেসিপিগুলো আমার অনেক ভালো লাগে। আলু দিয়ে চিকেন বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। রেসিপিটি অনেক লোভনীয় ছিল ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার
জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60888.47
ETH 3392.01
USDT 1.00
SBD 2.57