"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৫৩ [ তারিখ : ১-০৭-০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।। আমি ২০২০ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000030011.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000030009.jpg

আমার বাংলা ব্লগের উপহার !! by @emon42 (date 30.06.2023 )

গত রবিবার ২৩ তারিখের কথা তখন দশটা বাজে। আমি আমার অফিসে ছিলাম। ঐ সময়ে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। যখনই উনি বলে পাঠাও থেকে বলছিলাম তখন আমার আর বুঝতে বাকি রইল না। অবশেষে আমার সেই বহুকাঙ্ক্ষিত উপহার টা আমি হাতে পেতে যাচ্ছি। উনি একঘন্টার মধ্যে পৌছানোর কথা বললেও উনি আসে প্রায় তিন ঘন্টা পর। যাইহোক আমি গিয়ে উনার থেকে পার্সেল টা সংগ্রহ করি। তবে পার্সেল টা তখন আমি খুলিনি। হ‍্যা আমার মধ্যে অনেক উওেজনা কাজ করছিল। কিন্তু খুব কষ্টে সেটা দমিয়ে রেখেছিলাম। দুইটা কারণে আমি পার্সেল টা খুলিনি। তার প্রথম কারণ ছিল পার্সেল টা খোলার সময় ভিডিও করবে এমন কেউ ছিল না।…


গতরাতেই পোস্টটা দেখেছিলাম, সেই সময়েই কিছু কথা লিখে রেখেছিলাম । অনেকের কাছে হয়তো এটি শুধুমাত্র একটা পানি খাওয়ার মগ মনে হতে পারে, তবে আমি জানি এই উপহারটা যাদের কাছে পৌঁছেছে, তারা জানে এর মূল্য কতখানি। বলতে গেলে এর মূল্য কোন কিছু দিয়েই পরিশোধযোগ্য হবে না। কেননা যে পরিমাণ আবেগ ভালবাসা ও দুর্বলতা এর পেছনে কাজ করবে, যা হয়তো সব কিছুর ঊর্ধ্বে। অনেকের দখলেই এই মগটা আছে, অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে অর্জন করেছে এই পুরস্কারটা।

তবে অথর যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে, তা একটু আলাদা। বলতে গেলে মতামত দেওয়ার মাধ্যমে সে সবার মনে জায়গা করে নিয়েছে, এটা আসলেই অনেক বড় প্রাপ্তি। সবাই ভাল মতামত প্রকাশ করে এটা যেমন সত্য, তবে দিনশেষে কয় জনের মতামত যৌক্তিক হিসাবে গণনা হয়, এটা কিন্তু মুখ্য বিষয়।

আমি মনেকরি অথর কে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে, তাছাড়া অথর যেভাবে তার নিজের অনুভূতি লিখেছে, সেটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি। কেননা এমন অভিজ্ঞতার শিকার আমি নিজেও। সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের উন্নতি সাধন করুক, এমনটাই কামনা আমার। ভালোবাসা রইলো অথরের জন্য, সে এগিয়ে যাক দুর্বার গতিতে।


1000030010.jpg

ছবিটি ইমন ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সত্যি কথা বলতে উপহার পাওয়ার আনন্দটা অনেক বেশি। ইমন ভাইয়া অনেক সুন্দর করে নিজের অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লেগেছে। ইমন ভাইয়া পোস্ট আমিও দেখেছিলাম। দারুন ভাবে উনি নিজের অনুভূতি তুলে ধরেছিলেন।

 yesterday 

ইমন ভাই নিজের অনুভূতি দিয়ে বেশ দারুন ভাবে পোস্টটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।উপহার পেতে সবারই ভালো লাগে এবং উপহার পেলে আনন্দ লাগে।দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 yesterday 

ইমন ভাইয়ার এই পোস্টটা আমি পড়েছিলাম। আর কমেন্টও করা হয়েছিল। আসলে এটা দেখতে অনেক সিম্পল মনে হলেও, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। ভাইয়া নিজের অনুভূতিগুলোকে যথাযথভাবে পোস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। ভাইয়ার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে, আজকে সিলেক্ট করা হয়েছে দেখে তো অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ পোস্টটা সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60104.15
ETH 3299.21
USDT 1.00
SBD 2.37