"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৮০ [ তারিখ : ০৭.১১.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪৭৯ তম রাউন্ড শেষে আজ ০৭ নভেম্বর ২০২৪, ৪৮০ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@selinasathi1



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা সাথী । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং দুই সন্তানের জননী । তার শখ- বই পড়া, কবিতা লেখা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-সেলিনা সাথী ম্যাডামের পোস্ট থেকে

ডাই ইভেন্ট || রংধনুতে নববধূ ||~~ (Publish: 06.11.2024 )


ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো দেখতে আসলে অনেক সুন্দর হয়ে থাকে। বর্তমানে আমাদের কমিউনিটিতে সবাই এতো সুন্দর সুন্দর হাতের কাজগুলো করে থাকে, সেটা ক্লে দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে, অসাধারণ লাগে দেখতে। আর তাছাড়া এই ক্লে দিয়ে তৈরি বিভিন্ন জিনিসগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়, আসলে এতে বিভিন্ন ধরণের কালারের ইফেক্ট ফেললে দৃষ্টিনন্দন হয়ে ওঠে সেই জিনিষটা। এখানে এই DIY প্রোজেক্টটি অনেক সুন্দর হয়েছে, বিষয়টা এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, দেখতে আসলেই ভালো লাগছে। তাছাড়া এই DIY এর মাধ্যমে একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পেয়েছে। এই DIY প্রোজেক্টটির মাধ্যমে যেন একটি নতুন জীবনের সূচনা এবং আশাবাদের অভিব্যক্তি ফুটে উঠেছে।

আসলে এই রং ধনুর মাধ্যমে করায় বিষয়টা আরো ভালো ফুটে উঠেছে, যেমন এখানে সাত রঙের রংধনুর মাধ্যমে মাঝখানে যে একটি নববধূর প্রতীক স্থাপন করা হয়েছে, তাতে একটি সুখময় নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছে। সবকিছু যেভাবে সাজিয়ে তুলে ধরা হয়েছে এই কাজটিতে, তাতে সবকিছুর একটা অপূর্ব মিশ্রণ। দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে, তবে এটাকে শুধু দৃশ্য বললে ভুল হবে, কারণ এই শিল্পকর্মের মাধ্যমে অনেক কিছু কথা বলছে। একটা অনুভূতির গল্প ফুটে উঠেছে এর মাধ্যমে। যাইহোক, এই DIY প্রোজেক্টটি ভালো একটি বিষয়ের উপরে তৈরি করা হয়েছে আর অনেক ভালো ছিল সবকিছু।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 15 hours ago 

রংধনু তে নববধূ এই ডাই পোস্টটি একটি আশার গল্প। আরে সেই গল্পটিকে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দুই ভাবে। একটি ক্লে দিয়ে ডাই করে। অন্যটি গল্পের মধ্যে। এই পোস্টটি ফিচারড হওয়াতে আমি ভীষণ খুশি হয়েছি। ধন্যবাদ আমার বাংলা ব্লগের কর্তৃপক্ষকে।

 15 hours ago 

সাথী আপু অনেক সুন্দর একটা ডাই তৈরি করেছে। আপুর তৈরি করা এই ডাই সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে। ক্লে দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। এটা সত্যি অনেক আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ, এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 13 hours ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সাথী আপুর প্রতিটি পোস্ট আমার খুবই ভালো লাগে। রংধনু দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। আপুর জন্য শুভকামনা রইলো।

 13 hours ago 

সাথী আপুর করা প্রত্যেকটা কাজ অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তেমনি এই ডাই প্রজেক্টটাও অনেক বেশি সুন্দর হয়েছে। তিনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে এটি তৈরি করেছেন। এটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। আপুকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই পোস্টটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 7 hours ago 

ফিচার্ড আর্টিকেলে সাথী আপুর পোস্টি দেখে অনেক ভালো লাগলো ।সাথী আপুর লেখাগুলো যেমন অসাধারণ তেমনি আপুর ডাই পোস্টগুলো খুবই সুন্দর হয়।রংধনু টি দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75969.36
ETH 2843.76
USDT 1.00
SBD 2.56