"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪৪৫ [ তারিখ : ০৩-১০-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


আগেকার মানুষ আর বর্তমান মানুষের মধ্যে তুলনামুলক পার্থক্য - @alamsat


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: মোঃ আলমগীর হোসেন। স্টিমিট ইউজার আইডি @alamsat. জাতীয়তা: বাংলাদেশী। সাতক্ষীরা জেলায় বসবাস করেন। বর্তমানে একটি প্রাইভেট ফার্মে হিসাব রক্ষক হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি তিনি আমার বাংলা ব্লগে গেষ্ট ব্লগার হিসেবে ব্লগিং করছেন। এছাড়াও উনি এসইও এবং ফরেক্স ট্রেডিং করেন। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও মনের অনুভূতি শেয়ার করার চেষ্টা করেন প্রতিনিয়ত। অন্যের পোষ্ট পড়তে এবং অভিজ্ঞতা বাড়াতে চেষ্টা করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০২৪ সালের জুলাই মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

ওয়ান.png
টু.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Image.jfif

আগেকার মানুষ আর বর্তমান মানুষের মধ্যে তুলনামুলক পার্থক্য || by @alamsat (০৩/১০/২০২৪ )

আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোস্টে আমি আগেকার মানুষ আর বর্তমান মানুষের মধ্যে তুলনামুলক পার্থক্য নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!
আমাদের সমাজে প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করা যাই। সময়ের সাথে সাথে মানুষ আরও বেশি শিক্ষিত হচ্ছে প্রযুক্তির উন্নতি ঘটছে আর জীবনযাত্রা সহজতর হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যতই শিক্ষার আলো প্রসারিত হচ্ছে ততই মনে হচ্ছে মনুষ্যত্বের আলো নিভে যাচ্ছে। শিক্ষিত মানুষেরা যেখানে সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে মনে করা হয় সেখানে আমরা দেখতে পাই শিক্ষিত ব্যক্তিরাই অনেক সময় অশিক্ষিতের মতো আচরণ করছে। ----


আমরা সত্যি পরিবর্তন হচ্ছি, শিক্ষিত হচ্ছি এবং উন্নত জীবনের পিছনে ছুটছি। বড় বড় ডিগ্রী নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছি। সমাজে নিজেদের মান সম্মান এবং তার সাথে সাথে অর্থের পরিমান বাড়াতে চেষ্টা করছি। কিন্তু যেটা হারিয়ে ফেলছি সেটার বিষয়ে কোন চিন্তা নেই আমাদের, সেই বিষয়ে কোন আগ্রহ নেই আমাদের। আমরা তো শিক্ষিত! আমরা তো উন্নত! এই আত্ম গরিমা আমাদের শেষ করে করে দিচ্ছে। সমাজ এবং পরিবার হতে আমাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। সর্বোপরি মানুষ হিসেবে নিজের অবস্থান নষ্ট করে ফেলছি।

আমাদের এই শিক্ষার কি কোন মূল্য আছে? যদি মানুষ হতে না পারি। আমাদের এই উন্নত জীবনের কোন মূল্য আছে? যদি মানুষ হিসেবে মানুষের কল্যাণে দাঁড়াতে না পারি? এসব কিন্তু আমরা চিন্তা করি না কারন এসব নিয়ে চিন্তা করার সময় নেই আমাদের। মানুষ হিসেবে মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে আমাদের নিকট হতে, যেদিন হতে আমরা শিক্ষিত হওয়ার দাবী করতে শিখেছি। আমাদের আচরণের মাঝে ব্যাপক পরিবর্তন হয়েছে, একটা অহংকার আমাদের মাঝে আসন পেতে বসেছে। যার প্রভাবে আমরা অতীত ভুলে গেছি এবং আমাদের শিকড় হতে বিচ্ছিন্ন হয়ে গেছি। এই তো কয়েক দিন আগেও আমি এই বিষয়ে একটা পোষ্ট লিখেছিলাম।


Image.jfif

ছবিটি @alamsat ভাইয়ের ব্লগ থেকে নেওয়া। Original Source

যাইহোক, আজকে ফিচার্ড পোষ্ট বাছাই করতে গিয়ে সেই একই বিষয়ে আরো একটা পোষ্ট পেলাম। বস্তুত বর্তমান সমাজে আমাদের প্রকৃত অবস্থাটা এখানে তুলে ধরা হয়েছে। আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই কিন্তু মানুষ হতে পারছি না। আমাদের ব্যবহার এবং আচরণগুলো শিক্ষিত হচ্ছে না বরং মাঝে মাঝে সেগুলো ঠিক অশিক্ষিত মানুষের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলতে আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারছি না, যার কারনেই আমাদের এই অবস্থান। আশা করছি আজকের ফিচার্ড পোষ্ট আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png

Sort:  
 2 months ago 

প্রিয় হাফিজুল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার পোষ্টটি আজকের ফিউচার আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য।

 2 months ago 

আলমগীর ভাইয়ার লেখা এই পোস্ট পড়ে সত্যিই অনেক ভালো লেগে।ছে আগেকার সময়কার মানুষ এবং বর্তমান সময়ের মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেই সাথে তাদের কাজকর্ম সব কিছুর পার্থক্য আছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

 2 months ago 

আগের সময়ের মানুষ ও বর্তমান সময়ের মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং তাদের কাজকর্ম আচার ব্যবহার ও অনেক পার্থক্য রয়েছে। দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। আলমগীর ভাইয়ের লেখা পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104276.64
ETH 3847.01
SBD 3.34