"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৯৮ [তারিখ : ১২-১০-২০২৩]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৯৭ তম রাউন্ড শেষে আজ ১২ অক্টোবর ২০২৩, ৯৮ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@oisheee
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@oisheee
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- নীলিমা আক্তার ঐশী। জাতীয়তা- বাংলাদেশী। শখ- সেলাই মেশিনে নিজের ইচ্ছা অনুযায়ী জামা বানানো, আর্ট করা ইত্যাদি। বিবাহিতা। শিক্ষাগত যোগ্যতা-অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ১১৩ দিন ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
ছবিটি ঐশী ম্যাডামের পোস্ট থেকে নেওয়া হয়েছে
শাপলা দিয়ে কৈ মাছের মজাদার রেসিপি। ( Publish- 11.10.2023 )
আজকে কিছু পোস্ট দেখতে দেখতে এই রেসিপিটা দেখতে পাই এবং রেসিপিটা আমার কাছে ভালো লাগে। বলতে গেলে এই শাপলার রেসিপি আমার খুবই প্রিয়। শাপলা আমার প্রিয় হলেও তেমন খাওয়ার সুযোগ হয় না, কারণ এইগুলো গ্রামের দিকের থেকে টাটকা তুলে না খেতে পারলে তরকারিতে তেমন স্বাদ পাওয়া যায় না । শাপলা এই বছর এখনো খাওয়া হয়নি, গ্রামের দিকের থেকে নিয়ে আসতে হবে দেখি । তবে এই শাপলা দিয়ে আমি আগে কয়েকবার খেলেও কই মাছ বা বড়ো কোনো মাছ দিয়ে খেয়ে দেখিনি। ছোটো মাছ বা চিংড়ি দিয়ে খেয়েছি, দারুণ লাগে । বর্ষার মৌসুমে এইসব খেতে ভাল লাগে। শাপলার ফুলের ভিতরের বীজও খাওয়া যায়, তবে অনেক আগে মাঠ থেকে তুলে কাঁচা খাওয়া হতো। যাইহোক, শাপলা যে শুধু খেতে স্বাদের লাগে তা কিন্তু না, এতে পুষ্টিগুণও আছে ভাল। তাছাড়া ক্যালশিয়াম এর পরিমানটাও ভালো পাওয়া যায়। ঐশী ম্যাডামকে ধন্যবাদ জানাই আজকের এই পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য
বাহ্! ঐশী আপু চমৎকার একটি রেসিপি শেয়ার করেছে আমাদের সাথে। কৈ মাছ রক্তশূন্যতা দূর করতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। যদিও আমি কৈ মাছ তেমন পছন্দ করি না,কারণ কাটা অনেক বেশি থাকে। তবে রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লেগেছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
শাপলা দিয়ে কৈ মাছের রেসিপি আমার খুবই ভালো লেগেছে। এই রেসিপি দেখে নতুন একটি রেসিপি শিখতে পেরেছি। ঐশী আপু দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। আপুর প্রত্যেকটি পোস্ট আমার অনেক ভালো লাগে।
অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনিত করার জন্য। রেসিপিটা সত্যিই অনেক মজার।এখন তো শহরঞ্চলের বাজারেও টাটকা শাপলা পাওয়া যায়। তাই মাঝে মাঝে এই মজাদার রেসিপি করে খাওয়া হয়।
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@oisheee আপুকে দেখে খুব ভালো লাগলো।অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ঐশী আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। তিনি সবসময় অনেক সুন্দর কাজ করেন। আজকেও অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। ওনার এই রেসিপিটা দেখে আমারও খুবই খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা আমার খুবই পছন্দের। যাইহোক ওনার নামটা দেখে খুব ভালো লাগলো।
ঐশী আপুর এই পোস্টটা যদিও দেখেনি, তবে ফিচারড় আর্টিকেলে ওনার পোস্টটা দেখে ভালো লেগেছে। উনি দেখছি শাপলা দিয়ে কৈ মাছের মজাদার রেসিপি তৈরি করেছে যেটা আমার খুবই পছন্দের। এটা কিন্তু সত্যি বর্ষার মৌসুমে এসব খেতে অনেক বেশি ভালো লাগে। পোস্টটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ জানাই।
ফিচার আর্টিকেলের মাধ্যমে ঐশি আপুর খুবই সুস্বাদু ও চমৎকার একটি রেসিপি শেয়ার করা হয়েছে আসলে সত্যিই এই ধরনের রেসিপিগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। শাপলা দিয়ে কই মাছ আমাদের বাসায়ও মাঝে মাঝে রান্না করা হয় সত্যিই অনেক সুস্বাদু হয়ে থাকে। ফিচারড আর্টিকেলে এত চমৎকার একটি রেসিপি তুলে ধরে আমাদের মাঝে পুনরায় শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।