"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫১৪ [ তারিখ : ১২.১২.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫১৩ তম রাউন্ড শেষে আজ ১২ ডিসেম্বর ২০২৪, ৫১৪ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@shapladatta



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ হৈমন্তী দত্ত । জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃ বাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@shapladatta-র পোস্ট থেকে

রুইমাছ ও ফুলকপির ঝোল❤️ ( Publish: 11.12.2024 )


এখন শীতের সময়ে ফুলকপি একটি দারুন সবজি। ফুলকপি দিয়ে যেকোনো কিছু খেতে দারুন লাগে। এটি দিয়ে শুধু তরকারি রান্না ছাড়াও নানা পদ তৈরি করে খাওয়া হয়ে থাকে, যেমন এর মধ্যে ফুলকপির পকোড়া অন্যতম। শীতের সময়ে পকোড়া খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। যাইহোক, ফুলকপি দিয়ে রুই মাছের একটি দারুন কম্বিনেশন। আসলে রুই মাছ হোক বা ফুলকপি হোক, এই দুটিই খুব সুস্বাদু আর এটি যেকোনো সময়েই ভালো লাগে অর্থাৎ সিজন/নন-সিজন । ফুলকপি আর রুই মাছ আমাদের বাঙালিদের কাছে একটি ঐতিহ্যবাহী এবং এটি সুস্বাদু ও পুষ্টিকর।

কিছু কিছু রেসিপিতে ঝোল ঝোল করে রান্না করলেও এই ঝোলের মধ্যে স্বাদের অনেক গভীরতা থাকে, যেটি ভাতের সাথে বেশ মজে। যেমন এই ফুলকপির রেসিপিটাও অনেক মজার হয়ে থাকে হালকা মশলার উপরে ঝোল করে রান্না করলেও। ফুলকপি সাধারণত সারা বছরই পাওয়া যায়, ফলে এই ধরণের রেসিপি যেকোনো সময়ে করা যায়, তবে শীতকালে একটা আলাদা বিষয়। শীতকালে এই ফুলকপির রেসিপি বেশি জনপ্রিয় হয়ে থাকে, কারণ এটি এখন তাজা তাজা পাওয়া যায় আর এটি শীতের সময়ে খেতেও দারুন লাগে। যাইহোক, রেসিপিটা সাধারণের মধ্যে হলেও বাঙালিয়ানা রেসিপি হিসেবে দারুন ছিল।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 6 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে হৈমন্তী দিদির পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। যা দেখে আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। এই পোস্ট টি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

শীতকালে সবজির মধ্যে ফুলকপি এবং শিম আমার খুব প্রিয়। ফুলকপি দিয়ে এভাবে যদি তরকারি রান্না করা হয় তাহলে বেশি মজা লাগে। শীতকালের যেকোন সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এমন একটা রেসিপি ফিচার্ড আর্টিকেলে আনা হয়েছে দেখে আরো বেশি ভালো লাগলো।

 6 days ago 

রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল সর্বকালের সেরা একটি বাঙালি খাবার পদ। এই খাবারের কোন তুলনা নেই। শীতকালে ফুলকপি দিয়ে জল খেতে যেকোনো বাঙালি পছন্দ করে। এই পোস্টটিকে ফিচার পোস্ট হিসাবের সিলেক্ট করে খুব ভালো হয়েছে।

 6 days ago 

অনেক মজাদার একটা রেসিপি পোস্ট দেখলাম আজকের এই ফিচারড আর্টিকেলে। রুই মাছ আর ফুলকপি আমার দুটোই খুব পছন্দের। তিনি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন। আর এই রেসিপি পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 6 days ago 

আমার ফুলকপি ও রুই মাছের ঝোল রেসিপিটি ফিচারড আর্টিকেল হয়েছে এটা দেখে মন টা আনন্দে নেচে উঠেছে। ফুলকপির শীতকালে অনেক ভালো লাগে।ধন্যবাদ আমার পোস্ট টি ফিচারড আর্টিকেল হয়েছে জন্য।

 6 days ago 

ফিচার্ড আর্টিকেলে হৈমন্তী দিদির পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। শীতকাল মানে
মজার মজার সবজি। ফুলকপি সিম দিয়ে বেশ লোভনীয় একটি রেসিপি আপু আমাদের মাঝে শেয়ার করেছেন।শীতকালে এ ধরনের রেসিপি খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 6 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর মাছের রেসিপি খুবই লোভনীয় লাগছে দেখতে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.28
JST 0.042
BTC 104796.00
ETH 3851.37
SBD 3.33