"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # #৩৩৮ [ তারিখ : ১৬-০৬-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selinasathi1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা সাথী । স্টিমিট আইডি- @selinasathi1। জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত এবং দুই সন্তানের জননী । তার শখ- বই পড়া, কবিতা লেখা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

01.png
02.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


selina.jpeg

আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভুনার মজাদার রেসিপি || by @selinasathi1 (16/06/2024 )

বন্ধুরা আজ আবারো খুবই চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। মজার মজার সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কথায় আছে মাছে ভাতে বাঙালি। যদিও আমি ইলিশ মাছ ছাড়া আর কোন মাছই খাই না। আমি নিজে ইলিশ মাছ খুব পছন্দ করি জন্যই আজ ইলিশ মাছের ডিম আলু দিয়ে মজাদার ভুনা রেসিপি নিয়ে আসলাম। ইলিশ মাছের ডিম আমাদের পরিবারের সকলেই খুব পছন্দ করে। ইলিশ মাছের ডিম ভুনা অনেক করেছি তবে আলু দিয়ে এই প্রথমবার করছি। আর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে মন্দ হয় না। আপনারা জানেন বর্তমানে আমাদের দেশে ইলিশ মাছের দাম প্রায় স্বর্ণের মত। কারণ যেভাবে ইলিশ মাছের দাম বেড়েই চলেছে ঠিক সেভাবে সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া প্রায় মুশকিল হয়ে উঠেছে।। যেহেতু আমার জীবনে আমি একটি মাছ খাই তাই সিয়াম ইলিশ মাছের দামের কথা চিন্তা না করে আমার জন্য অনেক বড় একটা মাছ সেই সাথে ডিম কিনে এনেছে। আর সে কারণে সিয়ামকে কে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং অনেক অনেক দোয়া🤲। আসুন এই মজাদার রেসিপিটি দেখতে এবার সাথী রান্নাঘরে প্রবেশ করি।


আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি দারুণ লেগেছিল। আমরা মাছে ভাতে বাঙালি। তাইতো মাছের প্রতি আমাদের একটি বিশেষ আকর্ষণ কাজ করে এবং সেটা যদি হয় ইলিশ মাছ তাহলে তো আর কোন কথাই নেই। আজকে যেই ফিচার্ড আর্টিকেলটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি আসলে মাছের কোন রেসিপি নয় বরংচ ইলিশ মাছের ডিমের সেসিপি। ব্যক্তিগতভাবে ইলিশ মাছের ডিম আমারও অনেক বেশি পছন্দ তাইতো এই পোস্ট থেকে চোখ সরাতে পারলাম না


ajhgdfaudhgaisd.jpeg

sakash.jpeg

ছবিগুলো @selinasathi1 আপুর ব্লগ থেকে নেওয়া

সেলিনা সাথী এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

তার পুরো পোস্ট পড়ে অনেক মুগ্ধ হয়েছি। তিনি এই রেসিপিটি অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং কোথায় কোথায় কিভাবে এই রেসিপি তৈরি হয়েছে সেটা অনেক চমৎকার ভাবে বর্ণনা করেছেন। ছবিগুলো অনেক স্পষ্ট ছিল এবং সেই সাথে বিবরণটি ও অনেক চমৎকার ভাবে দিয়েছেন। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Sort:  
 14 days ago 

বেশ লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের প্রিয় সেলিনা আপু শেয়ার করেছেন। রেসিপিটি অনেক লোভনীয় ছিল। ইলিশ আমাদের জাতীয় মাছ আর ইলিশ মাছের ডিম সবাই পছন্দ করে। দারুন একটি রেসিপি আপুর মাধ্যমে শিখে নিতে পারলাম। আপুর পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62954.14
ETH 3466.39
USDT 1.00
SBD 2.51