"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫০৮ [তারিখ : ০৬-১২ - ২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohamad786


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়। স্টিমিটে যুক্ত হই ২০১৯ সালের জুলাই মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20241207_031254_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20241207_031130_Chrome.jpg

ডেঙ্গু মশার বিস্তার: কারণ, প্রতিকার ও প্রতিরোধ by @mohamad786 (date 06.12.2024 )

প্রাতিষ্ঠানিক কারণে কিছুদিন যাবৎ আমি একটা বিষয় নিয়ে এনালাইসিস করছি।আমার ডিপার্টমেন্ট থেকে "ডেঙ্গু মশার বিস্তার: কারণ, প্রতিকার ও প্রতিরোধ" এর উপর একটা প্রতিবেদন লিখতে বলেছে।দীর্ঘ তিন দিন ধরে এই প্রতিবেদনটি লিখেছি।যেহেতু এখন ডেঙ্গু মশার উপক্রম বেড়েছে এবং ডেঙ্গু জ্বরের অনেকে মারা যাচ্ছে।তাই ভাবলাম এই প্রতিবেদনটি আপনাদের মাঝেও শেয়ার করি।এতে করে আমরা সবাই সচেতন হতে পারবো। তো আমার লেখা ডেঙ্গু মশা প্রতিকারের উপর প্রতিবেদনটি এখন আপনাদের মাঝে শেয়ার করছি। --


গতরাতে খুব দ্রুতই ঘুমিয়ে গিয়েছিলাম, তাই মাঝরাতে হঠাৎই যখন ঘুম ভেঙে গিয়েছিল তখন মুঠোফোনটা হাতে নিয়ে কমিউনিটির পোস্ট চেক করছিলাম,সেসময় হঠাৎই অথরের পোস্টটি নজরে এসেছিল। সত্যি কথা বলতে গেলে কি, যে কোন বিষয়ে সচেতনতামূলক পোস্ট সর্বদা আমি মনোনীত করার ক্ষেত্রে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এক্ষেত্রে অথর আজকে যে বিষয়ে পোস্ট করেছে, তা সম্পর্কে সকলের জানা খুবই দরকার। কেননা সমসাময়িক সময়ে ডেঙ্গু, কি যে ভয়াবহ আকার ধারণ করেছে তা আসলে চিন্তার বাহিরে। বিশেষ করে যারা শহর অঞ্চলে থাকেন, তাদের এ ব্যাপারে ধারণা রাখা যথেষ্ট দরকার। মূলত আপনার সতর্কতা-সচেতনতা, আপনার প্রধান হাতিয়ার হতে পারে ডেঙ্গু থেকে মুক্তির। অথর চেষ্টা করেছে ডেঙ্গু সম্পর্কে পুরো বিস্তারিত বিষয় তার পোস্টের মাধ্যমে তুলে ধরার জন্য, যা আসলে ভীষণ যৌক্তিক। আমি মনে করি, ডেঙ্গু নিয়ে সচেতনতা ছড়িয়ে যাক সর্বত্র। নতুন করে আর কিছুই বলতে চাই না ডেঙ্গু নিয়ে, কেননা যা তথ্য দেওয়ার তা মূলত পোস্টের মাঝেই উল্লেখ করে দেওয়া আছে। বেশ ভালো লেগেছে লেখাটা, তাই সবদিক বিবেচনা করে, অথরের পোস্ট কে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo11rvoCCnujg9FPLaSDiiAL4SGiUrycPpkf85KbMAmLaqFq9i7iRduBFmcJ1v8wTn4cLr6iZC4pihVe7Kt.jpeg

ছবিটি ফয়সাল ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 16 days ago 

আসলে এই বিষয়গুলো জানা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো সচেতন মূলক পোস্ট। আর আপনি সচেতনমূলক পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করলেন দেখে অনেক ভালো লাগলো। ফয়সাল ভাইয়া ডেঙ্গু সম্পর্কে অনেক কথা এই পোষ্টের মাধ্যমে তুলে ধরেছে। যা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 16 days ago 

ফিচারড আর্টিকেলে ফয়সাল আহমেদ ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে।ডেঙ্গু সম্পর্কে আমাদের সবাইকে অনেক সচেতন হতে হবে।ভাইয়া সচেতন মূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 16 days ago (edited)

@mohamad786 ভাইয়ের পোস্টটি আমার বাংলা ব্লগ" এর আজকের ফিচারড আর্টিকেলে দেখে - খুব ভালো লাগলো। মূলত এটি জনসচেতনতা মূলক পোস্ট ছিল।আমি মনে করি অনেকেই এতে উপকৃত হবে ধন্যবাদ ।

 16 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। আর এটা অনেক সচেতন মূলক একটা পোস্ট ছিল। ফয়সাল ভাইয়ার এই পোস্ট ফিচারড হিসেবে সিলেক্ট করলেন এটা দেখে অনেক বেশি ভালো লাগলো।

 16 days ago 

এটা খুব সচেতনতা মূলক একটি পোস্ট যেটা আমাদের সবার মেনে চলা উচিত।এ বিষয়গুলো জানা সবার জন্যই অনেক বেশি জরুরী। এত সুন্দর গোছালো লেখাগুলো পড়েও ভালো লাগে। এই পোস্টটাকে ফিচার্ড আর্টিকেলে স্থান দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 16 days ago 

সময়ের সাথে সাথে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আর এখন থেকে যদি আমরা সচেতন হই তাহলে এই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব হবে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আর এই পোস্ট খুবই গুরুত্বপূর্ণ।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.040
BTC 92903.81
ETH 3331.70
USDT 1.00
SBD 3.29