"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৩৪ [ তারিখ : ১২-০৬-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। তিনি অনার্সের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর ভালোলাগা। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG

3.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


সুজির রসভরি পিঠার রেসিপি। by @bristy1 (date 12.06.2024)

আজ আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করতে এসেছি। আজকের রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এলাম সুজির রসভরি পিঠা। এটা আমার খুব পছন্দের একটা পিঠা।খুব বেশি মিষ্টি না দিয়েও করা যায়। এটা এত নরম তুলতুলে হয়, যা মুখে দিতেই মিলিয়ে যায়। আর তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না।তাই ঝটপট তৈরি করা যায়। এভাবে কিন্তু যে কেউই তৈরি করতে পারবে। আর একবার খেলে বারবার খেতে চাইবে যে কেউই। এটা শুধু যে আমার পছন্দ তা কিন্তু নয়,আমার বাবা,হাজব্যন্ড সবারই পছন্দের একটা পিঠা রেসিপি। বিশেষ করে নরম আর দুধে ভেজানো হয় বিধায় খেয়ে বেশি ভালো লাগে।যাইহোক কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই সরাসরি।…


আজকে ফিচার আর্টিকেলে একটি মিষ্টি জাতীয় খাবারের রেসিপির স্থান দেওয়া হয়েছে। তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান চলমান। এই শুভ দিনগুলোতে মিষ্টিমুখ করতে পারেন এই রেসিপিতে শেখানো মিষ্টি পিঠা তৈরি করে। বৃষ্টি ম্যাডাম আমাদের কমিউনিটিতে একজন সুপরিচিত ভেরিফাইড মেম্বার। তিনি সবসময়ই সুন্দর সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করেন আমাদের সাথে। তারই ধারাবাহিকতায় আজকেও অসাধারণ একটি সুইট পিঠা রেসিপি তৈরি করেছেন। তার এই পিঠা রেসিপিটির নাম হলো "সুজির রসভরি পিঠা"।

প্রথমে দেখেই আমার চোখ আটকে গেছে ফটোটিতে। এমন সুন্দর সফট দেখতে মিষ্টি কার না খেতে মন চাইবে? আমার মনে হয় আপনাদেরও সবার লোভ লাগবে আমার মতো। প্রত্যেকটা স্টেপ তিনি সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সহজ ও সাবলীলভাবে তার পোস্ট সাজিয়েছেন। খুব সহজেই যে কেউ শিখে নিতে পারবে এই রেসিপিটি। তিনি খুব অল্প কিছু উপাদান দিয়েই এই সুন্দর রেসিপিটি তৈরি করেছেন।

কি রেসিপি তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন এবং রেসিপির ডেকোরেশন, সবকিছু বিবেচনা করে এই পোস্টটিকে আজকের ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো। সকলের প্রতি অনুরোধ রইল আপনারা পোস্টটি ভিজিট করুন এবং কনটেন্টটিতে অ্যাটেনশন দিন।


4.PNG

ছবিটি তাহমিনা আক্তার বৃষ্টি আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 18 days ago 

হঠাৎ করে নিজের পোস্টটা ফিচার্ডে দেখে খুবই ভালো লেগেছিল। আসলে এভাবে যদি রেসিপিটা তৈরি করা হয় তাহলে খেতে বেশ মজার হয়। আর সত্যিই তুলতুলে নরম পিঠা যেন মুখে মিলিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্টটাকে ফিচার্ড আর্টিকেলে স্থান দেয়ার জন্য।

 18 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে বৃষ্টি আপুর নাম দেখে সত্যি খুব ভালো লেগেছে। ওনার তৈরি করা এই রেসিপিটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে দেখে। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপি ছিল। আসলে ওনার তৈরি রেসিপি টা দেখলে যে কেউই শিখে নিতে পারবে। আপুর এই পোস্টটা কে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 18 days ago 

বৃষ্টি আপুর রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে।রেসিপিটি দেখে যেমন লোভনীয় লাগছে খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল রেসিপিটি সত্যি ইউনিক ছিল। অনেক ধন্যবাদ দারুন একটি রেসিপি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।

 18 days ago 

এই রেসিপিটি ফিচার্ড নির্বাচিত হওয়ায় আমারও খুব ভালো লাগলো। এটা সেদিন পড়েই আমি আলাদা করে কমেন্ট করে ভালোলাগা জানিয়েছিলাম। আজ আমার পছন্দের পিঠের রেসিপিটি নির্বাচিত হওয়ায় যেন নিজের পছন্দকেই পিঠ চাপড়ে দিতে মন চাইছে। অভিনন্দন জানাই @bristy1 কে

 17 days ago 

অনেক ধন্যবাদ আপনাকে,এত সুন্দরভাবে উৎসাহিত করার জন্য।

 17 days ago 

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1 কে দেখে ভালো লাগলো।আসলে তার প্রতিটি রেসিপি দারুন হয়।আর খেতেও ভালো হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63026.81
ETH 3462.43
USDT 1.00
SBD 2.51