"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৫২ [ তারিখ : ২২-০১- ২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @purnima14


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখিকা: পূর্ণিমা বিশ্বাস, জাতীয়তা: বাংলাদেশী। ID: @purnima14। বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন। উনি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকেই উনি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যুক্ত আছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000085583.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000085584.jpg

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি। by @purnima14 (তারিখ ২১/০১/২০২৫ )

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। কয়েকদিন আগে আমাদের কমিউনিটির শ্রদ্ধেয় মডারেটর @tangera আপুর একটি পোস্ট দেখে ভীষণ খুশি হয়েছিলাম। আর এই পোস্টটা ছিল "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৬৮ || শেয়ার করো তোমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি। শীতকালীন সময়ে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। শীত মানেই বিভিন্ন ফুলের সমারোহ।


আমার কাছে ছবি তোলা একটা শিল্প। সেই শিল্পে পটু হওয়ার জন্য দরকার বিশেষ চোখ এবং সঙ্গী হিসেবে একটি ভালো ক্যামেরা। তবে মূল কৃতিত্ব ছবির ফ্রেম যে চোখ দিয়ে দেখা হয়েছে। সেজন্যই ফটোগ্রাফির প্রতিযোগিতা গুলোতে মানুষের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা বেরিয়ে আসে। চলমান প্রতিযোগিতায় সুন্দর সুন্দর ফটোগ্রাফির পোস্ট সেটাই আবার প্রমাণ করলো। সেই পোস্ট গুলোর মধ্যে থেকেই আজকে আমার পছন্দের ফিচার আর্টিকেল হিসেবে বেছে নিয়েছি। যদিও যার পোস্ট বেছেছি তার ছবিগুলো অসাধারণ একটি মোবাইলের ক্যামেরা থেকে তোলা তবে এইটা মানতেই হবে যে ক্যামেরা বাহকের কৃতিত্ব কম নয়। তার চোখে বা হাত দিয়ে যে সমস্ত ফুলের ছবি উঠেছে সবই অসাধারণ।

সকালে উঠেই আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম সেই সময় তার পোস্টটা আমার নজরে আসলো। একটা বা দুটো ফুলের ছবি সুন্দর হলে হয়তো ফিচার্ড আর্টিকেল হিসেবে বেছে নিতাম না। কিন্তু উনি যে কটি ফুলের ছবি বাছাই করে দিয়েছেন সবগুলোই এককথায়, দারুন। তাদের রঙ যেমন স্পষ্ট তেমনি ছবির ক্লারিটি। উপরি পাওনা অবশ্যই ফুলের উপরে বসে থাকা প্রজাপতির ছবি গুলি।


1000085584.jpg

ছবিটি @purnima14 ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 yesterday 

আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা ফটোগ্রাফির পোস্ট দেখে অনেক ভালো লাগলো। প্রতিযোগিতা উপলক্ষে পূর্ণিমা আপু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছে ফুলের। আর উনার এই ফটোগ্রাফি পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক বেশি ভালো লেগেছে। পোস্টটা সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 yesterday 

ফিচারড আর্টিকেল এর পোস্টগুলো ভীষণ সুন্দর হয়। কারণ বিবেচনা করে সবদিক থেকে এই পোস্টগুলো নিয়ে আসা হয়। ঠিক তেমনি আজকে খুবই সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে এসেছে। সত্যি বলতে পোস্টটি দেখে আমার নিজের কাছে ভীষণ ভালো লাগলো। কারণ প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন ছিল। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টে আমাদের সিলেক্ট করে শেয়ার করার জন্য

 yesterday 

আমার এই পোস্টটি ফিচারড আর্টিকেল মনোনীত হওয়ায় আমি অনেক বেশি খুশি হয়েছি। আমার এই পোস্ট ফিচারড আর্টিকেল মনোনীত হয়েছে দেখে মনে হচ্ছে আমার কষ্ট সার্থক হয়েছে। পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

সত্যি পূর্ণিমা আপু অসাধারণ সুন্দর সুন্দর শীতকালীন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছে। পূর্ণিমা আপুর এতো সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেলে প্রকাশ করার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

পূর্ণিমা বোনের ফটোগ্রাফি আমার ভীষণ পছন্দ হয়। উনি খুব যত্ন সহকারে ফটোগ্রাফি পোস্ট করেন এবং আমি আজকে দেখেছি ওনার পোস্ট খুব সুন্দর সুন্দর ফুল ছবি তুলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ওনার পোস্টটি ফিচার করার জন্য। আর পূর্ণিমা আপুকে অনেক অভিনন্দন।

 yesterday 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। শীতকালে বিভিন্ন রকমের ফুল দেখা যায়। আর সেই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়।

 13 hours ago 

ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।শীতকাল মানে ফুলের সমারোহ। শীতকালে বিভিন্ন রকমের ফুল দেখতে বেশ ভালো লাগে। পূর্নিমা আপুর ফুলের ফটোগ্রাফি পোস্টটি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য ।

 12 hours ago 

আজকের ফিচারড আর্টিকেলে পূর্ণিমা আপুর নাম দেখে বেশ ভালো লাগলো। উনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। উনি অনেক যত্ন সহকারে ফটোগ্ৰাফি পোস্ট করেন।ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দেন এই বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 105311.57
ETH 3255.05
SBD 5.15