"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫২৬ [তারিখ : ২৫-১২ - ২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তাহমিনা আক্তার বৃষ্টি। তিনি একজন বাংলাদেশী। তিনি নিজের মত করে সব কাজ করার চেষ্টা করেন। তিনি অনার্সের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা তাঁর পছন্দের কাজ। তবে রান্নাবান্না তাঁর ভালোলাগা। চেষ্টা করেন সবসময় নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত তিনিও ঘুরতে পছন্দ করেন।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


"আপেল-গাজরের প্যানকেক।" by @bristy1 (date 25.12.2024 )

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি। রান্নাবান্না আমার বরাবরই প্রিয় একটা শখ। আর আমি এই শখের মাঝে নিজের দক্ষতা গুলো প্রকাশ করার চেষ্টা করি। আর আজকে আপনাদের মাঝে দারুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটা নিভৃতের জন্য তৈরি করা হলেও এটা সবার জন্যই একদম পারফেক্ট একটা রেসিপি। সকাল বা সন্ধ্যার নাস্তায় এরকম প্যানকেক হলে আর কি লাগে। এর আগে আমি আপেল দিয়ে প্যানকেক এবং গাজর দিয়ে প্যানকেক দুটোই তৈরি করেছিলাম। তবে গাজর এবং আপেল দুইটা মিক্স করে প্যানকেক এই প্রথমবার তৈরি করেছি। তবে এটা খেতে যে এত মজা হবে তৈরি না করলে বুঝতেই পারতাম না। অসম্ভব মজার এই প্যানকেক গুলো চায়ের সাথে অথবা এমনি খেতেও ভালো লাগে। আর তাই ভাবলাম আপনাদের মাঝে সিম্পল এবং সহজ এই রেসিপিটা শেয়ার করা যাক। যাতে করে আপনারাও নাস্তায় এই প্যানকেকটা তৈরি করে খেতে পারেন।


টাইটেলেই নতুনত্বের ছোঁয়া। আপেল - গাজরের প্যানকেক নামটাই কেমন ইউনিক। টাইটেল আর থাম্বনেইল দেখে আগ্রহ জাগলো। ভেতরে প্রবেশ করেই রেসিপিটি নজর কেড়ে নিলো। এমন নতুন একটি রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে।

অথর উল্লেখ করেছেন তিনি এবারই প্রথম আপেল - গাজরের প্যানকেক তৈরি করলেন। আমি নিজে কখনো এটা খাইনি৷ এজন্য ভাবছি খেতে কেমন হতে পারে৷ যদিও অথর বর্ননায় উল্লেখ করেছেন এটি খুব মজার হয়েছিলো।

ইউনিক এই রেসিপিটি শেয়ার করার জন্য অথরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ফটোগ্রাফি, ডেকোরেশন, বর্ননা ইত্যাদি বিষয়ে বিবেচনা করে এই পোস্টটিকে আজকের ফিচার আর্টিকেল হিসেবে বাছাই করা হলো।


3.PNG

ছবিটি বৃষ্টি আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last month 

রেসিপিটি আমি দেখেছি। দেখে আমারও বেশ মজার এবং ইউনিক লেগেছে। প্যানকেক অনেক কিছু দিয়ে তৈরি করা গেলেও গাজর এবং আপল দিয়ে যে তৈরি করা যাবে সেটা সত্যিই ভাবি নি। এবিবি ফিচার্ড পোস্টের জন্য এটা একদম পারফেক্ট পোস্ট।

 last month 

ফিচার্ড আর্টিকেলে বৃষ্টি আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখে অনেক লোভনীয় ও ইউনিক মনে হয়েছে আমার কাছে।ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে
মনোনীত করার জন্য।

 last month 

বৃষ্টি আপুর এই পোস্ট দেখেছিলাম, আর কমেন্ট করা হয়েছিল। সত্যি আপু অনেক ইউনিকভাবে এটা তৈরি করেছে। আপুর তৈরি করা এই রেসিপিটা ইউনিক ছিল। দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আর উনার এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করলেন, এটা দেখে অনেক ভালো লাগলো।

 last month 

আজকের ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা রেসিপি পোস্ট দেখেছি। আর এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। বৃষ্টি আপু অনেক মজাদার ভাবে আপেল গাজরের প্যানকেক তৈরি করেছে। উনার পোস্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 104944.92
ETH 3340.41
SBD 4.25