"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৫৬ [তারিখ : ২৬-০৩-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee


অথরের নামঃ নীলিমা আক্তার ঐশী । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- আর্ট করা, রান্না করা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২৩ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot_20240325_165018_edit_496332289128527.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240325_164847.jpg

পেইন্টিং — প্রাকৃতিক দৃশ্য। (তারিখ ২৫.০৩.২০২৪)

প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পেইন্টিং পোস্ট। অনেকদিন পর আপনাদের মাঝে এই পেইন্টিং পোস্টটি নিয়ে উপস্থিত হলাম। বেশ কিছুদিন ধরে কোন ধরনের পেইন্টিং করা হয় না। আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না। কারণ পেইন্টিং গুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তাই সব সময় করা হয়ে ওঠে না। অনেকদিন বাদে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সুন্দর পেইন্টিংটি আমি তৈরি করেছি। যদিও এর থেকে আরও ভালো করতে চেয়েছিলাম পেইন্টিংটি। কিন্তু তেমন একটা ভালো হয় নাই আজকের পেইন্টিংটি।তারপরও যখন অনেক কষ্ট করে এবং সময় নিয়ে পেইন্টিংটি তৈরি করেছি তাই ভাবলাম এটা নিয়েই আজকের পোস্টটি সাজাই। আজকের প্রাকৃতিক দৃশ্যে আমি আকাশের সাথে একটি পাহাড় এবং চমৎকার একটি গাছের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


FUkUE5bzkAZSUQtscsBsFx5imG6WU3gSfePkK5Gond6i72S2qYyLFFXbdq8zZkW9ktgB8WC18inTR9nfpj3SeGm7tswPRfYrdPx5DUkB5h3ktFC4fTXkZwEkfK1AVg2533F9RDpEyqVhz9t5nGgsG6Qih4S8z5BBdDCz.jpg



ছবিটি নেয়া হয়েছে @oisheee এর পোস্ট থেকে


আজকে ফিচার পোস্ট হিসেবে যে পোস্টটি মনোনীত করেছি সেটা আসলে প্রথম দেখাই ভালো লেগে যাওয়ার মতো একটি পোস্ট। এটা একটা আর্ট পোস্ট। দৃশ্যটা তিনি এত চমৎকার একেছেন যে প্রথম দেখাতেই ভালো লেগে গেলো। তিনি কমিউনিটির খুব বেশি পুরাতন মেম্বার না হলেও অল্প সময়ে তার দক্ষতা স্বাক্ষর রেখেছেন। তিনি চমৎকার সব আর্ট পোস্ট করে থাকেন। অরিগ্যামী তৈরিতেও তার বেশ ভালো দক্ষতা রয়েছে। আবার চমৎকার সব রেসিপি পোস্টও করে থাকেন।

কমিউনিটিতে তিনি ইতিমধ্যে বেশ ভালো একজন মেম্বার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যে শুধু দারুন সব পোস্ট করেন তা নয় তিনি কমিউনিটিতে যথেষ্ট একটিভ থাকেন ডিসকোড এনগেজমেন্ট বলেন আর কমেন্ট এনগেজমেন্ট বলেন সব জায়গাতেই তিনি বেশ সরব।

আজকের আর্ট পোস্টটি তিনি যেমন চমৎকার করে এঁকেছেন। তেমনি আর্টের কালার কম্বিনেশন টাও হয়েছে দারুণ। বোঝা যাচ্ছে তিনি ছবি আঁকাতে বেশ দক্ষ। আর মেম্বারদের এই ধরনের দক্ষতা আমার বাংলা ব্লগকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করে চলেছে।


ধন্যবাদ

Sort:  
 9 months ago 

অল্প কয়েকদিনে স্টিমিট ক্যারিয়ার শুরু করে উনি যে অবস্থান তৌরি করেছেন তা সত্যিই প্রসংশার দাবিদার। উনার ক্যারিয়ার আরো দীর্ঘ হোক এবং সুন্দর সুন্দর আর্ট উপহার দিক আমাদেরক উনার জন্য এই দোয়া করি। উনার পেইন্টিং গুলা অসাধারন যা দেখলাম অনেক মাথা খাটিয়ে এবং পরিশ্রম করে পেইন্টিং গুলা রেডি করেন উনি বুঝা যায়। আজকের ফিচার্ড আর্টিকেলে উনাকে নির্বাচন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ।

 9 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে ঐশী আপুর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং সেরা পোস্ট হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে সত্যি খুব ভালো লাগলো। ঐশী আপু অল্প সময়ের মধ্যে খুব দক্ষতার মাধ্যমে আমার বাংলা ব্লগ প্লাটফর্মে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। তিনি খুব ভালো মানের একজন এক্টিভ মেম্বার। আপুর পোস্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপুর পেইন্টিং থেকে অনেক কিছু শেখার থাকে আর তিনি একদম নিখুঁতভাবে পেইন্টিং গুলো করে থাকেন। আজকের এই পেইন্টিং জাস্ট অসাধারণ হয়েছে।

 9 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেলে ঐশী আপুর পেইন্টিংটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।আপু বেশ দক্ষতার সাথে পেইন্টিংটি করেছেন। ঐশী আপু বরাবরই আমাদের মাঝে
খুব সুন্দর কিছু পেইন্টিং নিয়ে হাজির হন।
ধন্যবাদ আপুর পোস্ট ফিচারড আর্টিকেলে
মনোনীত করার জন্য।

 9 months ago 

অনেকদিন পর নিজের নামটা ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আমার প্রাকৃতিক দৃশ্যের পেইনটিং পোস্টটি আজকের সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে দেখে সত্যি অনেক আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ।

 9 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে ঐশি আপুর নাম দেখে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর করে তিনি এই পেইন্টিংটা করেছে যেটা একেবারে দারুণ লাগতেছে। কালার টা এতো সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, আমি তো একেবারে মুগ্ধ হলাম। এই ধরনের সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আমি একটু বেশি পছন্দ করি। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি পেইন্টিংটা অঙ্কন করেছেন। উনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

ঐশী আপুকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি তার পোস্টটি ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে আজকে। ঐশী আপুর এই পেইন্টিংটির পোস্টটি আমি পড়েছি এবং পেন্টিং তৈরি করার প্রসেসগুলো দেখেছি খুবই মনমুগ্ধকর হয়েছে। সব মিলিয়ে পোস্টটি ফিচারে আনা আমার মতেও যথার্থ হয়েছে, যাতে আমরা আপুর থেকে আরো ভালো ভালো পেন্টিং উপভোগ করতে পারি।

 9 months ago 

ঐশী আপু সবসময় সুন্দর সুন্দর কাজ করে। ওনার প্রত্যেকটা পোস্ট খুবই সুন্দর আর দেখতেও অনেক ভালো লাগে। এত সুন্দর পেইন্টিং তিনি করেছেন যেটা অনেক সুন্দর লেগেছে। এ ধরনের পেইন্টিং গুলো একটু সময় নিয়েই করা লাগে। কারণ এগুলো ধৈর্যের কাজ।উনার পোস্টগুলো প্রতিনিয়তই আমার কাছে খুব ভালো লাগে। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখেই তো খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23