"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৩২ [ তারিখ : ৩১.১২.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @alif111
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - মোঃআলিফ আহমেদ। স্টিমিট আইডি - @alif111। বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন।তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করেন।তাই আঁকা আঁকি করতে উনার খুব ভালো লাগে।তাই তিনি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করেন।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে উনার খুবই ভালো লাগে।স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমান এ স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর ১০ মাস চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
হঠাৎ ভ্রমণের পথে একটি দুর্ঘটনার গল্প//পর্ব-২ ... @alif111 (30.12.2024 )
আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি নজরে আসে এবং নজরে আসার পরে টাইটেলটি দেখে বেশ খারাপ লাগে। কারণ দুর্ঘটনা কখনোই আসলে ভালো কিছু হতে পারে না। কিন্তু তাও কৌতূহলবশত সেটা পোস্টটি পড়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে ও শেয়ার করা যাক।
আসলে দুর্ঘটনা নিয়ে যদি বলতে চাই। বিশেষ করে আমাদের বাংলাদেশের সড়ক দুর্ঘটনার অবস্থা কি পরিমান খারাপ, সেটা আমরা সকলেই জানি। কারণ নিত্যদিন যদি আমরা খবরের কাগজ খুলি কিংবা টেলিভিশন এর পর্দায় দেখি কিংবা মোবাইলের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি।তাহলে অহরঅহ সড়ক দুর্ঘটনার খবর এবং সে সাথে বর্তমানে খুব রিসেন্টলি একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, যেটা আমরা সকলেই দেখেছি। অর্থাৎ টোল দেওয়ার সময় যেটার ভয়াবহতা এতোটাই প্রচন্ড ছিলো, যে সকলে আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখতেও পারেনি।
উনার লেখা গল্পটি অনেকটা তেমনটাই মনে হলো। আসলে কার দোষ থাকে, কার দোষ থাকে না সেসব পরের বিষয়। কিন্তু কিছু কিছু ড্রাইভার এর কারণে এমনভাবে বিভিন্ন এক্সিডেন্ট হয়। যেগুলো আসলে এতোটাই মর্মান্তিক হয়, যা আসলে চোখে দেখা যায় না। বিশেষ করে এটা সত্যি যে বিভিন্ন জন এর মোটরসাইকেল চালানোর কারণে এমন সব বড় দুর্ঘটনা হয় যে, যে মোটরসাইকেল চালায় সে তো ক্ষতিগ্রস্ত হয় ই।সে সাথে সে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমার কাছে মনে হয়, যারা মোটরসাইকেল কিংবা বাইক চালায় উনাদের আরো অনেক বেশি সতর্ক হওয়া উচিত।
ছবিগুলো @alif111 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
আজকের ফিচার্ড আর্টিকেলে একটা গল্পের পোস্ট দেখলাম। তবে গল্পটা অনেক মর্মান্তিক ছিল। আসলে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার অবস্থা অনেক বেশি খারাপ। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে ভালো লাগলো।
আজকের এই ফিচার্ড আর্টিকেলে এই পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। দুর্ঘটনা সবসময় খারাপ কিছুই নিয়ে আসে। এটা আসলেই ভালো কিছু নিয়ে আসে না। আর একটা দুর্ঘটনা একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। এই পোস্টটা পড়া না হলেও ফিচার্ডে দেখে বুঝতে পারলাম।
কখন দুর্ঘটনা ঘটবে এটা আসলে বলা মুশকিল। হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে যায়। অনেক সময় আনন্দের সময় গুলো দুঃখে পরিণত হয়। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দারুণ হয়েছে।