"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৫৩৮ [ তারিখ : ০৭-০১-২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


বাসায় তৈরি চকলেট কেক এর রেসিপি🎂 by @hiramoni


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। তার স্টিমিট আইডি @hiramoni। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়াও গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হয়েছেন এবং এখনো এ্যাকটিভ রয়েছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

one.png
two.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


কেক.jpg

বাসায় তৈরি চকলেট কেক এর রেসিপি🎂.. by @hiramoni (০৭/০১/২০২৫ )

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম।বেশ অনেকদিন পর আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। যদিও এটি অনেক আগেই করা ছিল। যাই হোক ডিসেম্বরের ১৪ তারিখ আপনাদের ভাইয়ার জন্মদিন ছিল। সেদিন আমি নানু বাসায় ছিলাম।ইচ্ছে ছিল বাহির থেকে কেক অর্ডার করে একটু ছোটখাটো আয়োজন করব বাসায়। কিন্তু নানুবাড়ি থেকে বাসায় ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাই হাতে একদমই সময় ছিল না। আর আপনাদের ভাইয়াও বারবার নিষেধ করছিল যেন কোনো আয়োজন না করি আমি। কিন্তু মনটা তো কোনোভাবে মানে না। তাই ভাবলাম বাসায় যেহেতু সবকিছু আছে তাই ছোটখাটো একটা কেক বানিয়ে ফেলি----


প্রিয় মানুষগুলোর জন্য যখন স্বাদের কিছু তৈরী করা হয় তখন সেটার প্রতি আগ্রহ এবং যত্নটা কেন জানি একটু বেশী বেশী হয়ে যায়। এমনিতে সবকিছুতেই আমাদের মনোযোগ থাকে কিন্তু যখন কোন বিশেষ দিনকে সামনে রেখে কিছু করার চেষ্টা করা হয় তখন কিন্তু আমাদের আগ্রহের বিষয়টি আর শুধুমাত্র আগ্রহের কিছু থাকে না বরং অতি বিশেষ কিছু হয়ে যায়। কারন প্রিয় মানুষগুলোর প্রতি আমাদের ভালোবাসার মাত্রাটা সব সময়ই একটা বেশী থাকে, এই বেশী থাকার পরিমানটা হয়তো কখনো মাপা যাবে না কিন্তু তবুও সেটা বেশীই থাকে।

যাইহোক, আজকে যেহেতু আমার তারিখ ছিলো ফিচারড পোস্ট নির্বাচন করার সেহেতু আমি অনেকগুলো পোস্ট বাছাই করি এবং তারপর সবগুলোকে একটু ভালোভাবে চেক করার চেষ্টা করি। এই বিষয়টি আমি শুরু হতেই করে আসছি। ভেতরের কথা কিংবা গল্প না পড়ে আমি ফিচারড পোস্ট নির্বাচন করি না বা করার চেষ্টাও করি না। যখন এই পোস্টটি পড়লাম তখন সেই আনন্দঘন মুহুর্তের মাঝে নিজেকেও হারিয়ে ফেললাম, যদিও স্বাদের এই কেকটার ভাগ আমি এক টুকরাও পাইনি, সবটুকুই শুভ ভাই একা একা খেয়ে নিয়েছেন হি হি হি। আরে না ভাই আমার মোটেও এমন মানুষ না হি হি হি।


কেক.jpg

ছবিটি @hiramoni ভাবির ব্লগ থেকে নেওয়া।

কেক মানেই মজার কিছু আর সেটা যদি তৈরী হয় বাড়ির রান্নাঘরে তাহলে নিঃসন্দেহের সেটার প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যায়। আর ভালো জিনিষের প্রতি আগ্রহ থাকবেই না কেন? আমি অবশ্য এমন স্বাদের কিছু বাড়িতে তৈরীর ব্যাপারেই বেশী আগ্রহী। যদিও আমি কয়েক বার ট্রাই করেছিলাম কিন্তু খুব একটা ভালো পারিনি। কিন্তু হীরা ভাবি বেশ দারুণভাবে কেকটি বানিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন দারুণ স্বাদের কিছু এবং প্রিয় মানুষের জন্য বিশেষ যত্ন নিয়ে তৈরী করা। সুতরাং সেটার প্রতি একটু বাড়তি মনোযোগ থাকাটাই স্বাভাবিক। আশা করছি আপনাদের কাছেও পোস্টটি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png

Sort:  
 2 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। চকলেট কেক খেয়ে অসাধারণ হয়েছে। হিরা আপুর তৈরি করা এই রেসিপি পোস্ট সত্যি দারুন হয়েছে। দেখে মনে হচ্ছে কেক খেতে দারুন হয়েছিল।

 2 days ago 

হিরা আপু আমাদের মাঝে অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন। তিনি অনেক সুন্দর করে চকলেট কেক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কেকটি দেখতে অসাধারণ লাগছিলো। কেমন হয়েছে সেটা খেয়ে দেখতে পারলে আরও অনেক বেশি ভালো হতো। হিরা আপুর পোস্টটি আজকের ফিচারড আর্টিকেল হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 2 days ago 

ফিচারড আর্টিকেলে হীরা আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন ও লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছে।দেখেও মনে হচ্ছে কেকটি খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 days ago 

আসলেই বিশেষ দিনকে কেন্দ্র করে করা বিশেষ এমন যে কোন রান্নায় স্বাদ তো ভিন্ন হয় ই, তার সাথে যে আবেগ মিশে থাকে সেটা অন্যকিছুর সাথে তুলনীয় না! ভীষণ ভালো লাগলো এমন একটি পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেল এ স্থান পাওয়ায়। 😍

 2 days ago 

আপনি যেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের ফিচার পোস্ট নির্বাচন করেছেন সেই দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানাই৷ এ কথা খুবই সত্য, প্রিয় মানুষের জন্য বা যে কোন বিশেষ দিনের জন্য যখন আমরা কিছু করি তখন অনেক বেশি মনোযোগী হয়ে যাই৷ আর সেই জিনিস যেমনই হোক তা সেরা। অনুভূতির তো কোন তুলনা হয় না৷ ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

বাসায় তৈরি কেকগুলো আসলেই অনেক বেশি মজা হয়ে থাকে। আর হীরা আপুর পোস্ট টাও দেখেছিলাম। আসলে আমিও প্রায় সময় চেষ্টা করি বিশেষ দিনগুলোতে নিজেই বাসায় কেক তৈরি করার জন্য। আর এটাকে ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 

আমি সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া আমার পোস্টটি ফিচারড পোস্ট হিসেবে নির্বাচন করার জন্য। খুবই আনন্দিত আমি। সত্যি প্রিয়জনদের জন্য কিছু করতে পারার মধ্যে আলাদা তৃপ্তি থাকে। আর সেটা যখন ফিচারড পোস্ট হিসেবে নির্বাচিত হয় তখন আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়।অনেক খুশি হয়েছি ভাইয়া সেই সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

হিরা মনি আপুর এই রেসিপি পোস্টটা ফিচারড আর্টিকেলে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক মজাদার ভাবে কেক তৈরি করেছিলেন। অনেক ধন্যবাদ এই রেসিপি পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।

 yesterday 

হীরা আপু সবসময় অনেক মজাদার রেসিপি তৈরি করে থাকে, ঠিক তেমনিভাবে এই কেকের রেসিপিটা তৈরি করেছে। আর এটা ছিল অনেক বেশি স্পেশাল একটা কেক। দেখেই তো অনেক লোভনীয় লাগছে কেকটি। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করলেন এজন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.041
BTC 93432.84
ETH 3299.80
USDT 1.00
SBD 8.34