"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৪৪ [ তারিখ : ১৩-০১-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nipadas
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: নিপা দাস। জাতীয়তা: ভারতীয়। বর্তমানে গৃহিণী। কলা বিভাগে স্নাতক পাস করেছেন। সেই সাথে করেছেন মেকআপের কোর্স। তাই তার দুটো পরিচয়, মেকআপ আর্টিস্ট এবং গৃহিণী। উনি একা থাকতে ভালোবাসেন আবার বন্ধু, বান্ধব আত্মীয়, স্বজনের সাথে গল্প করতেও খুব ভালোবাসেন। আবেগ প্রবন হওয়ার কারণে যেকোনো পরিবেশ উপভোগ করেন। অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন ধরনের রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন। তার জীবনের আরেকটা শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
লোভী মানুষের থেকে দূরে থাকা উচিত by @nipadas (তারিখ: 12.01.2024 )
মানুষের ষড়রিপুর এক রিপু, লোভ। ছোটো থেকে আমাদের শেখানো হয় লোভ সংবরণ করার জন্য। লোভ কথাটিকে অনেক ভাবে ব্যবহার করা সম্ভব, তবে যেভাবেই ব্যাবহার হোক, শব্দটি আদপে খারাপ অর্থেই ব্যাবহার হয়। বর্তমানে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এক অদ্ভুত ধরনের রেষারেষি, কে কত বেশি লোভী হবে। স্বার্থসিদ্ধির জন্য যেকাউকে পা দিয়ে মারিয়ে উপরে উঠে যাওয়ার চেষ্টা তাদের মধ্যে থাকে। সমাজের সেই জঘন্য দিক কেউ তুলে ধরেছেন @nipadas। আমাদের প্রত্যেক মানুষের মধ্যে লোভ বিষয়টি লুকায়িত থাকে তবে কেউ সেটাকে সম্পূর্ণ নগ্নরূপে প্রকাশ করে ফেলেন কেউ আবার সেটাকে ঢেকে রাখতে সমর্থ হন। যারা ঢেকে রাখতে সমর্থ হয়েছেন এবং লোভ সংবরণ করতে পেরেছেন তারাই সত্যিকারের সভ্য মানুষ।
লেখিকা তার লেখার মাধ্যমে সমাজের সেই সব স্তরের লোভী মানুষ গুলোর মুখোশ খুলে দেওয়ার প্রচেষ্টা করেছেন। এবং সেই সাথে তিনি এও বলছেন, কিভাবে আমাদের লোভ সংবরণ করে কঠোর পরিশ্রম করা উচিত। কারণ পরিশ্রমই একমাত্র জীবনে সাফল্য এনে দিতে সক্ষম।
আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @nipadas আপুর জেনারেল রাইটিং পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপু খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। এই পৃথিবীতে সৎ মানুষের সংখ্যা খুবই কম। তবে লোভী মানুষের অভাব নেই। লোভী মানুষ কখনও কারো ভালো করতে পারে না। বরং তার জন্য জন্য সে আপন মানুষকেও ধ্বংস করে দিতে পারে। নিজের স্বার্থের জন্য তারা যেকোনো কাজ করতে পারে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সেরা পোস্ট নির্বাচন করার জন্য।
ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। আপু বেশ সুন্দর একটি টপিক নিয়ে জেনারেল রাইটিং পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। লোভে পাপ পাপে মৃত্যু। লোভ মানুষকে অনেক ধ্বংস করে।লোভের জন্য মানুষ অনেক জঘন্য কাজও করতে পারে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।
নিপা দাস আপুর এই পোস্ট ফিচারডে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। আপুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আজকের এই ফিচারড আর্টিকেলে নিপা দাস আপুর পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা বিষয় নিয়ে তিনি আজকের এই পোস্ট লিখেছেন। অনেক সুন্দর একটা পোস্ট ফিচারড হিসেবে সিলেক্ট করা হয়েছে। যা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে লোভী মানুষদের থেকে সবসময় দূরে থাকা উচিত। লোভী মানুষদের দ্বারা সব সময় আমাদের ক্ষতি হতে পারে।