"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪৯৬ [ তারিখ : ২৩-১১-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
সততা হচ্ছে একটি মানবিক গুণ। যা কিনা টাকা-পয়সা দিয়ে অর্জন করা যায় না- @shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
সততা হচ্ছে একটি মানবিক গুণ।যা কিনা টাকা-পয়সা দিয়ে অর্জন করা যায় না || by @shimulakter (২২/১১/২০২৪ )
প্রতিটি মানুষের মাঝে কিছু মানবিক গুনাবলী থাকে আর সেগুলোই তাকে অধীক পরিচিত কিংবা তার ভেতরের বৈশিষ্ট্যগুলোকে সুন্দরভাবে প্রস্ফুটিত করে তোলে। মানবিক গুনগুলো কিন্তু এমনি এমনি আমাদের মাঝে মানে মানুষের মাঝে তৈরী হয় না বরং তার জন্য একটা সুন্দর পরিবেশ এবং পারিবারিক শিক্ষার প্রয়োজন হয়। বিশেষ এই গুনগুলো আমাদের পরিবার হতে এবং পরিবারের মাঝে বায়োজেষ্ঠ্য ব্যক্তিরাই শিক্ষা দিয়ে থাকেন। তাদের বাস্তব জীবনে অভিজ্ঞতা এবং শিক্ষা হতেই তারা শিশুদের সেভাবে গড়ে তোলার চেষ্টা করেন, যাতে তারা সঠিক শিক্ষা এবং গুনাবলির অধিকারী হতে পারেন।
এটা বাস্তব সত্য এবং আমরা আমাদের চারপাশের দিকে একটু তাকালেই বেশ বুঝতে পারবো। অতীত এবং বর্তমান প্রজন্মের মাঝে এটা বেশ স্পষ্ট হয়ে উঠেছে। কারন আগের সেই পারিবাকির শিক্ষাটা এখন আর নেই, অতীতের সেই পারিবারিক বন্ধনটা এখন আর নেই, যার ফলাফল বর্তমান প্রজন্মের মাঝে বেশ স্পষ্ট এবং তারা সততার বিষয়টিকে মোটেও গুরুত্ব দিতে চায় না। হ্যা, ছোটবেলায় আমাদেরও বেশ কিছু বিষয়ে গুরুত্বের সাথে শিখানোর চেষ্টা করা হয়েছিলো, সেগুলোর কুপ্রভাব এবং ভালো প্রভাব এর বিষয়টিও সঠিকভাবে উপস্থাপন করেছিলেন। যার কারনে আমরা যেমন সহজেই মিথ্যা বলতাম না, ঠিক তেমনি হাজার টাকার দামী জিনিষ পড়ে থাকলেও সেটা হাতে ধরতাম না।
ছবিটি @shimulakter আপুর ব্লগ থেকে নেওয়া।
নানা ধরনের ঘটনা কিংবা কল্পকথার মাধ্যমে আমাদের সেগুলোর গুরুত্ব বুঝানোর চেষ্টা করা হতো। তাদের প্রতি আমাদের আকর্ষণ যেমন বৃদ্ধি পেতো, সেগুলো শুনার প্রতি এবং পালন করার প্রতিও আমাদের মাঝে একটা আগ্রহ তৈরী হতো। মানবিক গুনগুলোর বিষয়টি সত্যি পরিবার এবং পারিবারিক শিক্ষা হতেই এসে থাকে। আজকের ফিচারড পোষ্ট বাছাই করতে গিয়ে তেমন কোন সৃজনশীল পোষ্ট না পেয়ে এই পোষ্টটিকে আমি বাছাই করি, যেখানে সুন্দর একটা বিষয়কে বেশ ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি আমার কাছে ভালো লেগেছে এবং আমি এই পোষ্টটিকে ফিচারড হিসেবে নির্বাচিত করেছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
আজকের ফিচারড আর্টিকেলে আমার পোস্টটি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
ফিচার্ড আর্টিকেলে শিমুল আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। সত্যিই সততা একটি বিশেষ গুন যা টাকা পয়সা দিয়েও কেনা যায় না। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য ।
shimulakter আপুর পোষ্ট এর সাথে আমিও একমত।আসলেই সততা হচ্ছে একটি মানবিক গুণ। যা কিনা টাকা-পয়সা দিয়ে অর্জন করা যায় না।আমার বাংলা ব্লগ এর আজকের ফিচারড আর্টিকেলে এই পোষ্টটি দেখে খুব ভালো লাগলো।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শিমুল আপুর লিখা পোস্টটি সত্যি দারুন ছিল। আসলে সততা মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ। সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
হ্যালো, চমৎকার পোস্ট, খুব আকর্ষণীয় এবং আরো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত
এবং আশীর্বাদ
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলে শিমুল আপুর জেনারেল রাইটিং পোস্ট টি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। জেনারেল রাইটিং টি দারুন ছিলো। আসলে সততা হচ্ছে একটি মানবিক গুণ যা মানুষের মাঝে থাকা খুবই গুরুত্বপূর্ণ। যার মাঝে সততা নেই তার মাঝে কোন কিছুই নেই। সৎ থাকা খুবই প্রয়োজন।