"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৪৭ [তারিখ: ২৫-০৬-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdhero


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম আল হিদায়াতুল শিপু। তিনি একজন ছাত্র। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। তিনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন, ভ্রমণ করতে অনেক পছন্দ করেন। তিনি মাঝে মাঝে কবিতা ও লিখেনন। তার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও তার লেখা কবিতা রয়েছে। তিনি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন ২০২১ সালের মে মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sfsdsds11111.png

sfsdfsdf2222.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


bdhero1.jpeg

রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 📸 by @bdhero (২৫.০৬.২০২৪)

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এইতো কিছুদিন আগেই আমার মাতৃভূমি নীলফামারী থেকে বাসায় এসেছি। মাতৃভূমিতে কাটানো কিছু মুহূর্তগুলো ভালোভাবে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম। সেসব ছবিগুলো নিয়েই আজকে রেনডম ফটোগ্রাফির অ্যালবাম আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।...


আমার বাংলা ব্লগ কমিউনিটি সকলকে সুযোগ করে দিয়েছে নিজের ক্রিয়েটিভিটি গুলো সবার সামনে উপস্থাপন করার জন্য এবং তাদের এই ক্রিয়েটিভিটির মাধ্যমেই তাদের একটি আনন্দের জায়গা এবং আর্ন করারও একটি সুযোগ করে দিয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে বেশ কয়েকটি পোস্টের মধ্যে কনফিউশনে ছিলাম। আসলে কোন পোস্ট থেকে কোনটা পোষ্ট বেশি ভালো সেই নিয়ে অনেকক্ষণ যাবত নিজের সাথে যুদ্ধ করে তা এই পোস্টটিকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম। এর পিছনের কারণগুলো বলছি। ফটোগ্রাফি তো অনেকেই করে তবে ফটোগ্রাফির পিছনের গল্পগুলো অনেকেই সঠিক ভাবে বর্ণনা করতে পারেন না। তবে আজকের যেই অধরের পোস্টটি মনোনীত করা হয়েছে তিনি প্রত্যেকটি পোষ্টের নিচে সেই ছবি তোলার ঘটনাগুলো স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন। এই বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও তার ছবিগুলো একদম স্পষ্ট ছিল। পোষ্টের মধ্যে মার্ক ডাউনের ব্যবহার, উপস্থাপনা সব কিছুই মোটামোটি ঠিক ছিলো।

শিপু এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটিফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

ফটোগ্রাফি করাটা সহজ কোন বিষয় নয় বরঞ্চ এই ফটোগ্রাফি করার জন্য ফ্রেম, কালার কম্বিনেশন, অবস্থান, আলো সবকিছুর প্রতি বিশেষ নজর দিয়ে একটি ফটোগ্রাফার তার ফটোগ্রাফি গুলো করে থাকেন। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।


4444.jpeg

33333333.jpeg

ছবি শিপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এছাড়া ফটোগ্রাফি গুলোও দারুন ছিল। আমি কিছুক্ষণ আগেই এই পোস্ট দেখেছিলাম। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে নির্বাচন করা হয়েছে দেখে ভালো লাগলো।

 4 days ago 

আজকের এই ফটোগ্রাফি পোস্টটি আমি কিছুক্ষণ আগেই দেখে এসেছি। এবং মন্তব্য করে এসেছি। আমার কাছেও যথেষ্ট ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো এবং বর্ণনাগুলো। আর এই পোস্টটি ফিচারড আর্টিকেলে দেখে খুব ভালো লাগছে। শিপুর জন্য অনেক অনেক শুভকামনা। 💕

 3 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে শিপু ভাইয়ার নাম দেখে অনেক বেশি ভালো লাগলো। তিনি অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন, আর আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। উনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে অনেক দারুন হয়েছে। ওনার এই ফটোগ্রাফির পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিপু ভাইয়ের এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। শিপু ভাই কিন্তু খুব দারুন দারুন ফটোগ্রাফি করে থাকে, যেগুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। ওনার এই ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। এরকম ভাবে যদি ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আর শিপু ভাই এটা দেখলে কিন্তু আরো অনেক বেশি উৎসাহিত হবে ফটোগ্রাফি করার জন্য।

 3 days ago 

ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। সত্যিই রেনডম ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।শিপু ভাই বেশ দারুন ফটোগ্রাফি করে। ভাইয়ের ফটোগ্রাফি গুলো দারুন ছিল এবং বর্ণনা করেছেন খুব সুন্দর ভাবে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60875.99
ETH 3386.90
USDT 1.00
SBD 2.57