"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৭৩ [ তারিখ : ১৫ - ০২ - ২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristychaki
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ অতশী চাকী (বৃষ্টি) । জাতীয়তাঃ বাংলাদেশী নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে তার ভালো লাগে। আর তার ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। "ভালো কাজের, ভালো ফল" কথাটাতে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং মেনে চলার চেষ্টা করেন। তিনি ২০২২ সালের জুলাই মাসে স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
সুলতান সুলেমানের প্রিয় "কাবাব'ই' সুলতান" by @bristychaki( date 15.02 .2025 )
কাবাব পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে । আর সেটি যদি হয় সুলতান সোলেমানের প্রিয় কাবাব । তাহলে তো কথাই নেই । আজকে ঠিক এমন একটি কাবাব এর রেসিপি, আমাদের কমিউনিটিতে শেয়ার করা হয়েছে । রেসিপিটির নাম কাবাব ই সুলতান । অনেক মজাদার একটি কাবাব । আমি এই পোস্টটি পড়ে দেখলাম খুব সহজেই আমরা চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারি । এছাড়াও আপু এই রেসিপি পোস্টটিতে পুরো বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন যাতে করে কেউ একজন চাইলেই, আপুর বর্ণনা অনুসারে রেসিপিটি তৈরি করতে পারবেন । রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে আশা করি খেতেও তেমন ভালো হবে ।
সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।
আজকের ফিচার্ড আর্টিকেলে আমার পোস্ট টি মনোনীত করার জন্য আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই।এই রেসিপি টি সুলতান সুলেমানের খুবই প্রিয় একটি রেসিপি ছিলো।আমরা চাইলেই যেকেউ খুব সহজেই বাসায় বানিয়ে খেতে পারি,সেই চিন্তা থেকেই রেসিপি টি করা।নিজের একটা পোস্ট ফিচার্ড আর্টিকেল প্রকাশ হওয়া মানে আনন্দ এবং উৎসাহ নিয়ে আরও ভালো কিছু করার ইচ্ছে আসে মনে।আমার বাংলা ব্লগে যতোদিন আছি সবসময়ই নিজের সর্বোচ্চ টা দেওয়ার চেষ্টা করবো।আবারও কৃতজ্ঞতা জানাই।🙏🙏🙏❤️
অনেক মজাদার এবং লোভনীয় একটা রেসিপি পোস্ট দেখলাম আজকের এই ফিচার্ড আর্টিকেলে। আর এই পোস্টটা দেখেই আমার অসম্ভব ভালো লাগলো। কাবাব ই সুলতান এটা কখনোই খাওয়া হয়নি। তবে আপুর পোস্টটা ভালোভাবে দেখে শিখে নেওয়ার চেষ্টা করবো। মনে তো হচ্ছে রেসিপিটা অনেক মজাদার। ধন্যবাদ এই পোস্টটা ফিচার্ড হিসেবে সিলেক্ট করার জন্য।