"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫২৪ [তারিখ : ২৪-১২ - ২০২৪]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @srshelly0399
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি শেলি। আমি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছি। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে।ঘুরতে আর খেতে খুব ভালোবাসি।অবসর সময় পেলেই ছবি আঁকি।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
"সহজ কিছু উপকরণ দিয়ে হোমমেড চিকেন মোমো রেসিপি" by @srshelly0399 (date 23.12.2024 )
বিদেশি যে খাবার গুলো আমাদের দেশে সবচেয়ে বেশি পরিচিত সেগুলোর মধ্যে মোমো অন্যতম। আমাদের দেশে এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না যারা মোমো চেনেনা । কেননা এই খাবারটা অনেক সুস্বাদু। এটি তৈরি করা যদিও বেশ সহজ কিন্তু , যেহেতু এটি একটু বাইরের দেশের খাবার তাই অনেকে এই জিনিসটা তৈরি করতে তেমন স্বাচ্ছন্দ বোধ করেন না বা একটু কঠিন মনে করেন, আমি মনে করি তাদের জন্য সেই ব্যবহার পোস্টটি বেশি ভালো হবে। কেননা আপনি মোমো তৈরি একবারে পুরো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বর্ণনা করেছেন। আপনারা যে কেউ চাইলে ওনার রেসিপিটি দেখে খুব সহজেই মোমো তৈরি করতে পারবেন ।
সব্বিদিক বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।
শেলি আপুর এই রেসিপিটা এককথায় দুর্দান্ত হয়েছে। চিকেন মোমো খেতে সত্যিই দারুণ লাগে। এই ধরনের রেসিপি সাধারণত বাহিরে বেশি খাওয়া হয়। তবে বাসায় তৈরি করে খেতে পারলে সবচেয়ে ভালো হয়। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আজকের এই ফিচারড আর্টিকেলে শেলী আপুর পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। তিনি অনেক মজাদার ভাবে হোমমেড চিকেন মোমো তৈরি করেছেন। গতকালকে উনার এই রেসিপি পোস্টটা দেখেছিলাম। অনেক অনেক ধন্যবাদ এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
শেলি আপু নতুন মেম্বার হিসেবেও বেশ দারুণ দারুণ ব্লগ আমাদের উপহার দিচ্ছেন। আপুর ব্লগটি আজকের ফিচার্ড আর্টিকেল এ নির্বাচিত হওয়ার জন্য আপুকে শুভকামনা জানাই। আপুর জন্য শুভকামনা রইলো।
অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের ফিচারড আর্টিকেলে। আর এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। মজার মজার রেসিপি গুলো দেখলে কিন্তু অনেক লোভ লেগে যায়। এই রেসিপিটা কালকে দেখেছিলাম। খুব ভালো লেগেছিল আমার কাছে।
শীতকালে গরম গরম মোমো খেতে বেশ ভালো লাগে।শেলি আপু সেই মজার রেসিপি আজ শেয়ার করেছেন। বেশ সুন্দর উপস্থাপনার মাধ্যমে মোমো বানানোর কৌশল বর্ণনা করেছেন। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন তার উপস্থাপনা দেখে।আজ আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে দেখে বেশ ভালো লাগলো। আপুকে অভিনন্দন।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। চিকেন মোমো খেতে সবাই অনেক পছন্দ করে। আর বাসায় তৈরি করা যে কোন খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। এই রেসিপি দুর্দান্ত হয়েছে। অনেক ভালো লেগেছে।