"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৫৪৬ [ তারিখ : ১৬-০১-২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


রেসিপি || মটরশাক ভাজি by @arpita007


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: অর্পিতা নওশীন তিশা। স্টিমিট আইডি: @arpita007 । জাতীয়তা বাংলাদেশী। তিনি বর্তমান অনার্স প্রথম বর্ষে পড়াশুনা করছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কয়েক মাস পূর্বে যুক্ত হয়েছেন। তিনি নতুন নতুন সৃজনশীলতামূলক কাজ করতে ভালোবাসেন । এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে, অবসর সময়ে গান শুনতে বেশ পছন্দ করেন। তাছাড়া বিভিন্ন ধরনের মুভি যেমন: হরর, থ্রিলার, কমেডি মুভি দেখতে এবং বাংলা নাটকের পাশাপাশি হিন্দি ডাবিং করা নাটক দেখতে ভালোবাসের অবসর সময়ে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

ওয়ান.png
দুই.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ফটো.jpg

রেসিপি || মটরশাক ভাজি by @arpita007(১৫/০১/২০২৫ )

কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আপনাদের মাঝে একটি রেসিপি ব্লগ নিয়ে হাজির হলাম।রেসিপিটি হচ্ছে মটরশাক ভাজি রেসিপি। যেকোনো ধরনের সবুজ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস। বন্ধুরা আপনারা চাইলে সহজেই এই মটরশাক ভাজি রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আমার তৈরি করা মটরশাক ভাজি রেসিপির পদ্ধতি অবলম্বন করে। তো চলুন দেখে নেয়া যাক মটরশাক ভাজি রেসিপির প্রক্রিয়াটি ----


স্বাদের বিষয়ে আমার মনে সব সময়ই একটু উৎসুক উৎসুক ভাব থাকে, এটা যে শুধু আমি বলি তা কিন্তু না প্রায় সময়ে আপনাদের ভাবিও আমাকে এই বিষয়ে কথা শুনিয়ে থাকে। অবশ্য আমি সৃজনশীল মানুষ তাই এসব নিয়ে খুব একটা চিন্তা করি না বরং স্বাদের খাবারের স্বাদটা দারুনভাবে গ্রহণ করতে চেষ্টা করি। থাক এবার আসি আসল কথায়, আজকে ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে খুব একটা কষ্ট করতে হয়নি, কারন এই রেসিপিটি দেখার সাথে সাথে স্বাদের বিষয়টি সামনে চলে আসছে, যদিও আরো অনেক রেসিপি ছিলো কিন্তু এই রেসিপিটি যে আমার ভীষণ প্রিয়।

তাই এদিক সেদিক ঘোরাঘুরি না করে সোজা চলে গেছি পোষ্টের ভিতরে, দেখলাম রেসিপিটি বেশ চমৎকারভাবেই উপস্থাপন করেছেন। নতুন ভেরিফাইড ইউজার হিসেবে ঠিকঠাকই আছে। শীতের সিজনে আমি যেমন সবজি খেতে বেশ পছন্দ করি ঠিক তেমনি সিজনাল শাকগুলোর প্রতিও একটু বেশী ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করি। এই শাকটা একটু নোনতা জাতীয় তবে স্বাদটা বেশ চমৎকার। তাই গ্রামের দিকে গেলে কিংবা চোখের সামনে পড়লে আর দেরী করি না। এই শাকটা আমার যেমন পছন্দ ঠিক তেমনি আপনাদের ভাবিরও, সুতরাং বুঝতেই পারছেন খাওয়াটা কেমন হয়, হি হি হি।


ফটো.jpg

ছবিটি @arpita007 আপুর ব্লগ থেকে নেওয়া।

এমনিতে আমি ফিচারড পোস্ট বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশী খুঁতখুঁতে বলতে পারেন, তবে সব সময় না। মাঝে মাঝে স্বাদের কিছু দেখলে অনেক কিছু ছাড় দিয়ে সেটাকে ফিচারড পোস্ট হিসেবে নির্বাচিত করার চেষ্টা করি। অবশ্য এর মাধ্যমে ইউজারদের একটু উৎসাহ দেয়ার চেষ্টা করি, যাতে এমন স্বাদের রেসিপি একটু বেশী বেশী শেয়ার করে। দেখুন রেসিপি ইউনিক হতে হবে এমন কোন কথা নেই কিন্তু সেটা স্বাদের কিছু হতে হবে এমন নিয়ম আছে আমার ডিকশনারিতে, হি হি হি। আশা করছি আজকের ফিচারড পোস্টটি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png

Sort:  
 2 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। গরম ভাতের সাথে শাক ভাজি খেতে দারুন লাগে। মটরশাক খেতে অনেক ভালো লাগে। দারুন হয়েছে এই রেসিপি।

 2 days ago 

প্রথমেই অর্পিতা আপুকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ফিচারড আর্টিকেলে তাঁর নাম দেখে বেশ ভালো লাগলো। সত্যি বলতে ওনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।সব মিলিয়ে দারুন হয়েছে এই রেসিপিটি।

 2 days ago 

ফিচার্ড আর্টিকেলে অর্পিতা আপুর পোস্ট দেখে অনেক ভালো লাগলো। বেশ লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। গরম ভাতের সঙ্গে খেতে অতুলনীয়। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 days ago 

শীতকাল মানেই সবুজ শাক সবজি খাওয়ার ঋতু। সকালের দিকেই ওনার পোস্টটি দেখেছিলাম। খুবই ভালো লেগেছিল। সুন্দর একটি পোস্ট কে ফিচার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আমার তো বেশ পছন্দ হয়েছে।

 2 days ago 

পোস্টটি ফিচারড আর্টিকেল এ যুক্ত হবে কখনো কল্পনা করিনি।দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি ফিচারড আর্টিকেল এ যুক্ত করার জন্য।

 2 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। আর এই রেসিপি পোস্ট দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই রেসিপি পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 yesterday 

অর্পিতা আপু অনেক মজাদার একটা রেসিপি পোস্ট শেয়ার করেছে সবার মাঝে। যেটা ফিচারড আর্টিকেলে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। শাক ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এরকম ভাবে ভাজি করলে তো একটু বেশি ভালো লাগে। কিছু সময় গরম গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। ধন্যবাদ এই পোস্ট সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.24
JST 0.040
BTC 102874.64
ETH 3294.40
SBD 6.38