"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৪৬ [তারিখ: ২৪-০৬-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম তাসলিমা আক্তার সনিয়া। তিনি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে তিনি অনেক গর্বিত। তিনি গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন। যখনই অবসর সময় পায় তিনি ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন। রান্না করতেও ভালোবাসেন। তিনি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করেন। তিনি ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

01.png

02.png

03.png

04.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


dgvjhsddbijsbd.jpeg

ভালোবাসার আরেক নাম আমার বাংলা ব্লগ, খুশি থাকার আরেক নাম আমার বাংলা ব্লগ। by @tasonya (২৪.০৬.২০২৪)

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে। আমি মনে করি আমার বাংলা ব্লগ আমাদের সবার জন্য অনেক স্বপ্নের একটি জায়গা। অনেকে হয়তোবা এরকম জায়গা খুঁজেও কোথাও পাবে না। কারণ এখানে আমরা আনন্দ, অনুভূতি, বিনোদন সবকিছু নিয়েই আমাদের ভালো থাকা। আর আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বেশি ভালোবাসার একটা জায়গা। সেই প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ ফুর্তি পুরো সময়টা ধরে আর এখনো পর্যন্ত আমার বাংলা ব্লগের সাথেই আছি। ছোটবেলা থেকেই হাতের কাজ কিংবা আর্ট করার অনেক বেশি ইচ্ছে ছিল। আর কখনই নিজের এই ক্রিয়েটিভিটি গুলো কারো সামনে তুলে ধরতে পারিনি।...


আমার বাংলা ব্লগ কমিউনিটি সকলকে সুযোগ করে দিয়েছে নিজের ক্রিয়েটিভিটি গুলো সবার সামনে উপস্থাপন করার জন্য এবং তাদের এই ক্রিয়েটিভিটির মাধ্যমেই তাদের একটি আনন্দের জায়গা এবং আর্ন করারও একটি সুযোগ করে দিয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটি। এই কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বেশ কিছু ধরনের আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। তার মধ্যে সবথেকে মনোরম একটি আয়োজন হচ্ছে সকল ইউজারদের থেকে বাছাই করে বেস্ট ব্লগার, বেস্ট কবিতা আবৃত্তিকার, বেস্ট কমেন্টকারী, বেস্ট গায়ক-গাইকা ইত্যাদি ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল।

এই অ্যাওয়ার্ডগুলো যেমন ভার্চুয়ালি দেওয়া হয়েছিল ঠিক তেমনি ফিজিক্যালি দেওয়ার জন্য আমরা এডমিন মডারেটররা মিলে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। যে, কাস্টমাইজ মগ উপহার দেওয়া হবে। ঠিক সেই সুবাদেই সকলের জন্যই কাস্টমাইজ মগ তৈরি করা হয়েছিল এবং ইতিমধ্যে সেগুলো ইউজারদের হাতে গিয়ে পৌঁছাতে শুরু করেছে। সেই অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি নিয়েই সোনিয়া ম্যাডাম আজ একটি জেনারেল রাইটিং পোস্ট করেছে এবং সেই পোস্টটি তিনি তার অনুভূতি এবং ভালো লাগাগুলো শেয়ার করেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য হতে পেরে তিনি যে অনেক গর্বিত সেই বিষয়টিও তিনি এই পোস্টের মাধ্যমে উপস্থাপন করেছেন।

তিনি তৃতীয় বর্ষপূর্তিতে বেস্ট ব্লগার আওয়ার্ডে মনোনীত হয়েছিলেন এবং সেই কাস্টম মগটি তিনি হাতে পেয়েই একটি চমৎকার পোস্ট করেছেন। যেটা আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এছাড়াও তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে অনেক দিন যাবত রয়েছেন এবং তার ক্রিয়েটিভিটি দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন, সব মিলিয়ে আজকের পোস্টটি ফির্চাড হিসেবে মনোনীত করা হলো।


tasoniya.jpeg

kashak.jpeg

ছবি সনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 6 days ago 

সত্যি আমি অনেক আনন্দিত হয়েছি আমার পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে দেখে। তৃতীয় বর্ষপূর্তিতে অনেক বড় একটা আয়োজন করা হয়েছে। আর সেরা বেস্ট ব্লগারদের মধ্যে একজন হতে পেরে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছিল। আর যখন এই উপহারটা আমার হাতে এসেছিল, তখন আলাদা একটা অনুভূতি কাজ করছিল মনের ভেতর। নিজের সব অনুভূতিকে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি পোস্টটার মধ্যে। যদিও সব অনুভূতি মুখে বলার মত নয়। তবুও যথাযথ চেষ্টা করেছি। সত্যি এখানে কাজ করতে পেরে অনেক গর্বিত। এখানে সব সময় কাজ করে যেতে চাই। আমার পোস্ট মনোনীত করার জন্য ধন্যবাদ।

 7 days ago 

সোনিয়া ম্যাডাম এর পোস্টটি ফিচার্ড আর্টিকেল এ দেখতে পেয়ে ভালো লাগলো।বেস্ট ব্লগার হিসেবে আপু কে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে।পুরস্কার টি যার প্রাপ্য ছিল সেই পেয়েছে দেখে ভালো লাগছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 7 days ago 

কিছুক্ষণ আগেই আমি সোনিয়া আপুর পোস্টে কমান্ড করেছি। আর এর পরেই দেখতে পেলাম পোস্টটি টিচারড আর্টিকেলে মনোনীত করা হয়েছে। সোনিয়া আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে আমার খুব ভালো লেগেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ সোনিয়া আপুর এই পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 6 days ago 

সোনিয়া আপু নিজের অনুভূতি দারুণভাবে প্রকাশ করেছে। আসলে কোন কাজ করলে সেটায় যদি উৎসাহ পাওয়া যায় সেই কাজের আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। যদিও পোস্টটি পড়া হয়নি আমি চেষ্টা করব পোস্টটি পড়ার জন্য। অনেক ধন্যবাদ সোনিয়া আপুর পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 6 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে সোনিয়ার নাম দেখে অনেক বেশি ভালো লেগেছে। সে নিজের অনুভূতিটাকে অনেক সুন্দর করে এই পোস্টটার মধ্যে তুলে ধরেছে। সেরা বেস্ট ব্লগারের মধ্যে একজন হতে পেরে সে অনেক আনন্দিত। এটার জন্য সে আরো অনেক বেশি উৎসাহিত হবে। আর সোনিয়াকে এর জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ওর পোস্টটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63026.81
ETH 3462.43
USDT 1.00
SBD 2.51