"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪৮৭ [ তারিখ : ১৪-১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


জেনারেল রাইটিং- ক্ষমতা আর অর্থের কাছে সততা মূল্যহীন- @maksudakawsar


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- মাকসুদা আক্তার। স্টিমিট আইডি @maksudakawsar। তিনি একজন গৃহিনী এবং চাকুরিজীবী। তিনি ভালোবাসেন মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। তিনি ভালোবাসেন গান শুনতে এবং গাইতে। এছাড়াও অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতেও ভালোবাসেন। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু’চার লাইন কবিতা লিখতে কিন্তু তার বেশ ভালো লাগে। সর্বোপরি তিনি ভালোবাসেন তার প্রাণপ্রিয় মাকে। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মার্চ মাসের ২৭ তারিখে শুরু করেছিলেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

ওয়ান.png
টু.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ai-generated-8585748_1280.jpg

জেনারেল রাইটিং- ক্ষমতা আর অর্থের কাছে সততা মূল্যহীন || by @maksudakar (১৩/১১/২০২৪ )

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।
প্রতিটি মানুষের ভিতরে কিন্তু অনেক গুলো ইচ্ছে থাকে। আর সেই ইচ্ছে গুলো কিন্তু একেবারে ভিন্ন। আর সেই ইচ্ছে গুলো কে কারও সাথে শেয়ার করা যায় না। যায় না ভাগ করা। সেই ইচেছ গুলো যদি কখনও পূরন করা সম্ভব নাও হয় তাহলে সেগুলো মনের ভিতরে রয়ে যায। রয়ে যায় স্মৃতি হয়ে। আর রয়ে যায় হাজারও অপ্রাপ্ততা কে আকঁড়ে ধরে মনের গভীরে। যা হয়তো কখনওই প্রকাশিত হয় না। ----


কথায় বলে সময় পরিবর্তনশীল, সত্যি সময় পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত এবং তার সাথে সাথে নিদারুণভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ ও তার সাথে সম্পৃক্ত মানুষের সম্পর্কগুলো। এখন অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ডায়লগ দেয়া শুরু করেছে মানুষ আর সেটা হলো মানুষ পরিবর্তনশীল। এটা নিদারুণ বাস্তবতা আজকে চোখের সম্মুখে ভেসে উঠলো, ফিচারড পোষ্ট বাছাই করতে গিয়ে। অনেকগুলো পোষ্ট দেখেছিলাম কিন্তু কেন জানি এই পোষ্টটিতে চোখ আটকে যায় এবং তারপর যথারীতি পোষ্টটি ওপেন করে ভেতরের কথাগুলো পড়ার চেষ্টা করি। তার সাথে সাথে উপলব্ধি করি নিজের ভেতরে আটকে পড়া ইচ্ছেগুলোর কথা।

সত্যি প্রতিটি মানুষের মাঝে ভিন্ন ভিন্ন কিছু ইচ্ছা থাকে, থাকে ইচ্ছার পিঠে থাকে থাকা রঙিন কিছু স্বপ্ন। হয়তো আমরা সব সময় সেগুলোকে পূর্ণতা দিতে পারি না, হয়তো পারিপার্শ্বিক অবস্থা আমাদের সেগুলো পূরণ করার সুযোগ দেয় না। কিন্তু তাই বলে আমাদের জীবন থেমে থাকে না, জীবন সময়ের সাথে সংযুক্ত থেকে আপন গতিতে এগিয়ে যায় এবং নতুন বাস্তবতায় আমাদের নতুনভাবে সংগ্রামী হওয়া শেখায়। কিন্তু তবুও স্বপ্নগুলো অধরা থেকে যায়, কারন সততার মূল্য এখন শূন্য। চারপাশের মানুষগুলো সখ্যতা এখন অর্থ আর ক্ষমতার সাথে। যার কারনে কিছু মানুষ সততার সাথে আপোষ করে আর কিছু মানুষ নিগৃহীত হতে থাকে।


ai-generated-8585748_1280.jpg

ছবিটি @maksudakawsar আপুর ব্লগ থেকে নেওয়া। Original Source

যাইহোক, আজকের লেখাগুলো হৃদয়ে দাগ কেটেছে আমার। কারন বাস্তবতার কাছে আমিও বন্দী এবং হৃদয়ের যন্ত্রনায় অস্থির। কারন কিছু কথা কিংবা কিছু ব্যথা কোথায়ও প্রকাশ করা যায় না। যারা সততা আকঁড়ে ধরে বেঁচে থাকতে চায় তাদের সত্যি কেউ পাত্তা দেয় না, মূল্যায়ন করা তো অনেক দূরের কথা। মূল্যায়ন ঘুরে ফিরে সেই অর্থ আর ক্ষমতাবানদের কাছে যায়। সম্পর্কগুলো কেমন জানি অচেনা হয়ে যায়, অচেনা হয়ে যায় চারপাশে থাকা হাসিমুখের মানুষগুলোও। আশা করছি আজকের ফিচারড পোষ্টটি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png

Sort:  
 last month 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। মাকসুদা আপুর পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপুর লেখার ধরন এবং লেখা কথাগুলো খুবই চমৎকার ছিল। মাকসুদা আপুকে অভিনন্দন জানাচ্ছি।

 last month 

মাকসুদা আপুর লেখাগুলো খুবই ভালো লাগে। বিশেষ করে উনি সমসাময়িক একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করলেন। উনি ঠিকই বলেছেন অর্থের কাছে মানুষ হেরে যাই। তাছাড়া ক্ষমতার কাছে মানুষের বিবেক মূল্যহীন। মাকসুদা আপু আমাদের কমিউনিটির বেশ ভালো মানের একজন ইউজার। উনার লেখাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এমন গুরুত্বপূর্ণ একটি টপিকস ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে।

 last month 

মাকসুদা কাউসার আপুর এই পোস্টটা আমি গতকালকে দেখেছিলাম। আর এই পোস্টে আমার কমেন্টও করা হয়েছিল। তিনি এই পোষ্টের মধ্যে অনেক সুন্দর করে বাস্তবতাকে তুলে ধরেছেন। আসলে এখন সততা আর কোন মূল্য নেই ক্ষমতা আর অর্থের কাছে। অনেক ভালো লাগলো এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে।

 last month 

ফিচার্ড আর্টিকেলে মাকসুদা কাউসার আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। আপু বেশ দারুন লিখেছেন বাস্তবতাকে কেন্দ্র করে। আসলেই ক্ষমতা ও অর্থের কাছে সততা মূল্যহীন।ফিচারড আর্টিকেলের পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last month 

বাস্তবিক কথাগুলো নিয়ে এভাবে পোস্ট লিখলে সেগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। অর্থ আর ক্ষমতা এমন একটা জিনিস যেটার কাছে সততা হার মানিয়ে যায় এখন। সততার কোনো মূল্য নেই বললেই চলে। এই টপিকটা নিয়ে তিনি অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। মাকসুদা কাউসার আপুর এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করেছেন এজন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 103494.73
ETH 3835.74
SBD 3.33