"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৫৮ [তারিখ : ৩১-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @razuahmed


অথরের নামঃ রাজু আহম্মেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- সুখী অবিবাহিত । তার শখ- প্রোগ্রামিং , ডিজিটাল আর্ট , ঘুরে বেড়ানো এবং কম্পিউটার নিয়ে যত শখ মেটানো। এছাড়াও তিনি নিজেকে সবসময় ভালো কাজে সামিল করতে পছন্দ করেন। । তাছাড়া তিনি গান গাইতেও পছন্দ করেন। বান্ধবীদের গান শুনিয়ে মুগ্ধ করতে চায় কিন্তু খুব লাজুক হওয়ায় সেটা আর হয়ে ওঠে না। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২০ সালের জুলাই মাসে ( যদিও ২০১৭ সাল থেকেই তিনি এই প্লাটফর্মের সাথে আছেন )। কমিউনিটির শুরু থেকে যে কয়জন মেম্বার এখন পর্যন্ত নিষ্ঠার সাথে লেগে রয়েছেন তিনি তাদের ভেতর অন্যতম। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


11111111111111.PNG

22222222222222222.PNG


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9mAoLYYsApJzVdLMSFo2A4WRKxyHN6R8acC6BWVhf6MNNLLKFibdXrDGigkdiQhDFNWtEnNwyCvWN65eCAQW4KRXr7DsA3Y.png

আমার প্রথম অনলাইন ইনকাম এর অভিজ্ঞতা। || ৩১/০৮/২০২৩

জীবনের প্রথম অনলাইন ইনকামটা খুবই চমৎকার একটা অনুভূতি দেয়। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ছেলেদের জন্য। কারন অনলাইন ইনকাম এর প্রধান মাধ্যম ছিলো তখন কম্পিউটার। আর বাসায় যে কতো কিছু বুঝিয়ে একটা কম্পিউটার এর ব্যবস্থা করতে হয় তা শুধু একটা মধ্যবিত্ত ছেলেই জানে। জীবনের প্রথম অনলাইন ইনকাম এর সংখ্যাটা বড় না৷ বড় হচ্ছে প্রথম অনলাইন থেকে টাকাটা পাওয়া। আমাদের সেই সময়টায় একটু ইনকাম এ কতো যে খুশি হতাম তা ধারনার বাইরে৷ স্টিম থেকে আমি অনেক কিছু পেয়েছি। আর স্টিমিট এর সব থেকে বড় অর্জন আমার বাংলা ব্লগ পরিবার৷ তবে আজ স্টিমিট এর ইনকাম নিয়ে কিছু বলবো না৷ কারণ আমার প্রথম ইনকাম স্টিমিট থেকে নয়৷।


Capture.PNG



ছবিটি নেয়া হয়েছে @razuahmed এর পোস্ট থেকে।


আজকের ফিচার আর্টিকেল একটু অন্যরকম। এখানে আমরা সবাই অনলাইনে ইনকাম করি এবং প্রত্যেকেরই একটা শুরুর স্মৃতি আছে। অনলাইনে প্রথম ইনকামের অনুভূতি সবার কাছেই এক বিশাল আনন্দের অনুভূতি। সবাই রিলেট করতে পারবে ব্যাপারটি।

আজকের ফিচার আর্টিকেলের লেখক রাজু আহমেদ তার পুরনো দিনের কিছু কথা আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি কিভাবে অনলাইনে কাজ শুরু করেন এবং কি কাজ করে তিনি প্রথম ইনকাম শুরু করেন সে বিষয়গুলো তুলে ধরেছেন। হুবহু বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে না কারণ অরজিনাল কনটেন্টি আপনাদের পড়তে উৎসাহিত করছি। লেখক আমাদের সাথে শেয়ার করেছেন তার প্রথম ছোট ছোট ইনকামের সময়ে তিনি কতটা খুশি হতেন। এই অনুভূতিটা বলে প্রকাশ করা কঠিন।

লেখক এর লেখার গভীরতা এবং অনুভূতির কথা চিন্তা করে এই আর্টিকেলটি আজকের দিনের সেরা আর্টিকেল হিসেবে আমার কাছে মনে হয়েছে। এজন্যই এই আর্টিকেলটি আজকের ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচিত হয়েছে। সকলকে অনুরোধ করবো কন্টেনটি পড়ে আসার জন্য।



121212122.PNG

ধন্যবাদ

Sort:  
 last year 

এই পোস্টটি পড়ে মাত্র কমেন্ট করলাম। এককথায় দারুণ অনুভূতি শেয়ার করেছেন রাজু ভাই। অনলাইনে প্রথম ইনকামের অনুভূতি আসলেই অন্যরকম। সবমিলিয়ে চমৎকার লিখেছেন উনি। যাইহোক এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

@razuahmed ভাইয়ার প্রথম অনলাইন থেকে ইনকামের অনুভূতি পড়েছি অনেক ভালো লেগেছে। অনেক কষ্টের মাধ্যমে সফলতা পেয়েছেন। পুরো পোস্ট পড়ে অনেক সুন্দর একটি অনুভূতি পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 last year 

রাজু আহমেদ ভাইয়ের পোস্ট গুলো কিন্তু সব সময়ই বেশ সুন্দর হয়। আর আমারও পড়তে বেশ ভালো লাগে। ভাইয়ার পোস্টটিকে ফিচারড অব আর্টিকেলের আওতায় আনায় আপনাকে ধন্যবাদ জানাচিছ দাদা। শুভ কামনা রইল রাজু আহমেদ ভাইয়ের প্রতি।

 last year 

ফিচার্ড আর্টিকেলে রাজু আহমেদ ভাইকে সিলেক্ট করা হয়েছে দেখে খুবই ভালো লেগেছে।তার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।তার গত সপ্তাহের সবগুলো পোস্ট ভালো ছিল।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @razuahmed ভাইকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো।আর ওনার পোস্ট আসলেই অনেক চমৎকার হয়। যার কারণে উনাকে এই লিস্টে দেখতে পেলাম। ধন্যবাদ এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

আমার পোস্ট ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচিত হয়েছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসলেই প্রত্যেকের প্রথম ইনকাম তার জন্য স্মৃতির হয়ে থাকে। এই অনুভূতি গুলো কখনো বলে শেষ করা যায়না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61968.29
ETH 2501.95
USDT 1.00
SBD 2.66