"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫০৫ [ তারিখ : ০৩.১২.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫০৪ তম রাউন্ড শেষে আজ ৩ ডিসেম্বর ২০২৪, ৫০৫ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@selina75



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

rrr.jpg সোর্স

ছবিটি নেওয়া হয়েছে-সেলিনা ম্যাডামের পোস্ট থেকে

জেনারেল রাইটিংঃ রাগ। (Publish: 02.12.2024 )


রাগ শব্দটা আমাদের মানুষের জীবনে একটি কমন বিষয়। বর্তমানে তো আসলে রাগের কোনো কারণ লাগে না, বিশেষ করে এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের কথাই যদি ধরি, তাহলে তাদের রাগ হতে কোনো কারণ লাগে না। যখন তখন হুট্ করে রেগে যায় সামান্য কিছুতেই। তবে এই রাগের ফলে নিঃসন্দেহে অনেক বড়ো কিছু ঘটে যেতে পারে অনিচ্ছা সত্বেও। রাগটা আসলে আমাদের মানুষের জীবনের একটি স্বাভাবিক আবেগপ্রবণ বিষয় আর এটা সবার মধ্যে কম-বেশি একটু আছেই। তবে এই রাগটা নিয়ন্ত্রণ করা যেমন কঠিন একটা বিষয়, তেমনি কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য নিয়ন্ত্রণ অতি আবশ্যক।

রাগটা আসলে কিন্তু শুধু আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না, এর জন্য আপনার বা আমার পরিবারের উপর, সমাজ এবং কর্মক্ষেত্রে অনেক খারাপ প্রভাব পড়ে থাকে। এছাড়াও শারীরিক, মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তাছাড়া দেখুন যারা বয়স্ক লোকজন আছেন, তাদের ক্ষেত্রে এই রাগ অতি খারাপ প্রভাব ফেলে, কারণ এতে করে যেকোনো মুহূর্তে স্ট্রোক বা রক্তচাপের বৃদ্ধি হতে পারে। এতে করে অনেক বড়ো বিপদও ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে রাগটা কিন্তু আবার চাইলে বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে যাইহোক, সর্বোপরি এই রাগটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং সঠিক পথে প্রয়োগ করা অত্যন্ত জরুরি।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last month 

রাগ এমন একটা স্বভাব, যেটার নিয়ন্ত্রণ থাকা টা খুবই জরুরী। নইলে নানা রকমের সমস্যা তৈরি হয়। সেলিনা আপুর এই পোস্ট টি কে ফিচারড আর্টিকেল এ দেখে ভীষণ ভালো লাগলো। আপুকে অভিনন্দন।

 last month 

আমাদের জীবনে রাগকে নিয়ন্ত্রণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারলেই জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কাজে দেয়। অনেক সুন্দর পোস্ট ছিল। পোস্টটি পড়ে ভালো লেগেছে ।অনেক সুন্দর আলোচনা করেছে।

 last month 

গতকাল পোস্ট দেওয়ার পর থেকে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারনে, প্রিয় আমার বাংলা ব্লগে ঢুকতে পারিনি।আজ ঢুকে মন ভালো হয়ে গেল! রাগ নিয়ে করা পোস্টটি ফিচারড আর্টিকেল মনোনীত হওয়ায়। আমি আনন্দিত। রাগ নিয়ে করা পোস্টটি ফিচারড আর্টিকেল মনোনীত করার জন্য, প্রিয় আমার বাংলা ব্লগ কতৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।

 last month 

একটা মানুষের পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য রাগ যথেষ্ট। রাগ কোন স্বাভাবিক বিষয় না। তবে এটা একেবারে কমন একটা বিষয় সবার মধ্যে। তবে কিছু মানুষের রাগ অতিরিক্ত আর কিছু মানুষের কম। এই পোস্টটা ফিচার্ডে দেখে অনেক ভালো লাগলো। মনোনীত করার জন্য ধন্যবাদ।

 last month 

এই পোস্টটা আজকের ফিচারড আর্টিকেলে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। রাগ নিয়ন্ত্রণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ রাগ নিয়ন্ত্রণ না করলে খারাপ কিছু হয়ে যায় একটা মানুষের জীবন এমন কি এর প্রভাব আশেপাশের মানুষদের উপরেও অনেক বেশি পড়ে থাকে।

 last month 

ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।রাগ কন্ট্রোল করা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জীবনে। রাগ মানুষকে ধ্বংস করে। অনেক ধন্যবাদ সেলিনা আপু পোস্টটি ফিচার্ড আর্টিকেল মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94273.69
ETH 3241.39
USDT 1.00
SBD 6.98