"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪৩৬ [ তারিখ : ২৪-০৯-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: রিপা রায়। স্টিমিট ইউজার আইডি @green015. জাতীয়তা: ভারতীয়। তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন । তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা তার অন্যতম শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে তিনি খুবই ভালোবাসেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার: ২০১৮ সালের জানুয়ারি মাসে তার ব্লগিং ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
জেনারেল রাইটিং: "প্রিয় কিছু হারানোর যন্ত্রণা মৃত্যুসম" || by @green015 (২৪/০৯/২০২৪ )
মানুষ সমাজবদ্ধ জীব এবং সকলের সাথে মিলেমিশে একত্রে থাকতে পছন্দ করে। যার কারনে একে অন্যের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরী করে এবং সেটার প্রতি নানা কারনে যত্নশীল ও দায়িত্বশীল থাকে। তবে যেহেতু আমরা সকল কিছু আমাদের অনুভূতি দিয়ে বিবেচনা করি এবং সেখানে আমাদের আবেগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেহেতু প্রায় সময় আমরা আবেগ তাড়িত হয়ে অনেক সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেগুলোর ভালো দিক কিংবা খারাপ দিকগুলোর প্রতিক্রিয়া নিয়ে আবার দ্রুত হতাশায় আক্রান্ত হয়ে যাই। এগুলো আসলে আমাদের জীবনে খুবই কমন।
কিন্তু আজকের এই পোষ্টে রিপা রায় আপু আরো একটা বিষয়কে খুবই সুন্দরভাবে হাইলাইট করার চেষ্টা করেছেন, সেটা ছিলো বিবেক। বিবেক সত্যি আমাদের মানব জীবনের অনেক বড় একটা সম্পদ, যদিও আমরা সেই দৃষ্টিকোন হতে এটাকে বিবেচনা করি না। যার কারনে নানা কাজে আমরা যেমন বিবেকের সঠিক ব্যবহার করতে পারি না, ঠিক তেমনি অনাকাংখিতভাবে আমরা সক্রিয় ভূমিকা পালন করতে পারি না। এই জন্যই হয়তো বলা হয় বিবেক হলো পৃথিবীর সবচেয়ে বড় আদালত, যার কাছে বিবেক নেই তার কাছে মানবতার কোন মূল্য নেই আর যেখানে মানবতা নেই সেখানে সব কিছুই মূল্যহীন।
ছবিটি @green015 আপুর ব্লগ থেকে নেওয়া।
আসলে এই নীতি কথাগুলো আমরা প্রায় শুনে থাকি এবং কথা প্রসঙ্গে বলে থাকি। কিন্তু বাস্তবে আমরা সেটা কখনোই মানতে কিংবা করতে পারি না। আমরা আসলে কথায় বড় হয়ে আছি কিন্তু কাজ করি না। আমাদের পরিচয় আজ শুধুই কথায়, কাজে সেটা কখনোই প্রকাশ পায় না। বিবেক যদি ঠিক থাকে এবং সেটার সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে হয়তো একটা পরিবর্তন আসবে। আজকের এই পোষ্টটির বিষয় এবং কথাগুলো আমার কাছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।
একটা মানুষের মধ্যে যেটা থাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের বিবেক। গ্রীন আপু অনেক সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন। আপুর লেখাগুলো না পড়া হলেও ফিচারডে দেখে পড়াটা আগ্রহ জেগেছে। আপু অনেক সুন্দর কিছু বিষয় নিয়ে লিখেছেন এই পোস্ট। অনেক বেশি ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
ধন্যবাদ আপু।
গ্রীন আপুর পোস্টগুলো এমনিতেও বেশ ভালো লাগে পড়তে। আজকেও আপুর পোস্টটির ফিচারড আর্টিকেলে দেখে আরো ভালো লাগলো। যে কোন সিদ্ধান্তই আমাদের জীবনে কিছুটা হলেও হতাশা নিয়ে আসে। আপুর পোস্টটি পড়ে অনেক কিছুই শিখতে এবং জানতে পারলাম।
আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু নতুনভাবে উপহার দেওয়ার জন্য।মাঝে মাঝেই চেষ্টা করি নিজের মনে আসা ভাবনাগুলোকে উপস্থাপন করার জন্য।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন হওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ,আমার পোস্টটি এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।
ফিচারড আর্টিকেলে গ্রীন আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো।সত্যি আবেগে তাড়িত হয়ে আমরা কিছু ভালো সিদ্ধান্ত নিয়ে থাকি আবার কিছু সিদ্ধান্ত আমাদের জীবনে হতাশাও বয়ে আনে। পোস্টটি যদিও পড়া হয়নি তবে এ পোস্টটি পরার ইচ্ছা জাগলো। অনেক ধন্যবাদ ফিচারড আর্টিকেলে পোস্টটি মনোনীত করার জন্য।
কাছের মানুষদের হারানোর যন্ত্রণা খুবই কষ্টের। গ্রীন আপুর লেখা এই পোস্ট খুবই ভালো লেগেছে। চমৎকার লিখেছেন উনি। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট চমৎকার হয়েছে।