"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫০৩ [ তারিখ : ৩০ -১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-শিমুল আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রহস্য ,ভ্রমন, রোমান্টিক টাইপ বই পড়া, লেখালেখি করা ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তাঁহার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার গেণ্ডারিয়াতে । তিনি গেণ্ডারিয়া এলাকার মনিজা রাহমান স্কুল থেকে এস এস সি শেষ করেন । এরপর এইচ এস সি শেষ করেন ফজলুল হক মহিলা কলেজ থেকে । এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ( ভূগোল) বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


😢 " বাবার তরফ থেকে পাওয়া শেষ উপহারটি " (date 30.11.2024 )

বন্ধুরা,আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।আজকের লেখার বিষয়টি খুব হৃদয়স্পর্শী।আসুন আজকের লেখাটি আপনাদের মাঝে তুলে ধরি।বাবার তরফ থেকে পাওয়া শেষ উপহারটি খুবই মূল্যবান আমার কাছে।যেকোনো কারো দেয়া উপহারই ভীষণ মূল্যবান।আর যেহেতু বাবার দেয়া উপহার,আর শেষ উপহার তাই এর মূল্য অনেক বেশী এটা বলার অপেক্ষা রাখে না। বাবা আর আমার মাঝে নেই।আজ এক মাস ৭ দিন পার হয়ে গেলো।বাবা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন।আমাদের মাঝে হাজার ও স্মৃতি রেখে ঘুমিয়ে আছেন বাবা।কেউ আর বলবে না আমাকে " মামনি তুমি কি করছো,বাসায় আসবে কবে তুমি? "বাবা হারানোর বেদনা কতোটা কষ্টের যার হারিয়ে যায় সেই ই বোঝে।বাবার আদরের মেয়ে ছিলাম আমি।বাবা কে আর ডাকতে পারবো না বাবা বলে।এতিম হয়ে গেলাম।আম্মু কে আঁকড়ে ধরে বেঁচে আছি। এইতো গত বছর শীতকালের কথা।বাবা তখন ভালো ই সুস্থ ছিলেন।আব্বু বার বার বলছিলো কবে বাসায় যাব।ছেলের এক্সাম শেষ হলে যাব বলেছিলাম।কিন্তু এর মাঝেই দেশের বাইরে থেকে আমার দেবর-ননদ আসাতে আমাকে শ্বশুরবাড়িতে যেতে হয়েছিল।এরপর ঢাকা এসেই বাবার বাসায় যাই।২/৩ দিন ছিলাম।তখন দেখলাম আব্বু আগে থেকেই আমি যাব বলে এই কম্ফোর্টারটি নিয়ে এসেছিল।আমার খুব এলার্জির সমস্যা তাই কম্বল কখনো ইউজ করিনা আমি শীতে।এমন কি ঘরের মেঝেতে কার্পেট ও আমার সমস্যা হয় বলে আমি বাবার বাসায় গেলে আব্বু আগেই বলতো কার্পেট তুলে রাখতে।আমি চলে এলে আবার সেটা বিছানো হতো।আমি শীতের সময়টাতে লেপ অথবা কম্ফোর্টার ই ইউজ করি সব সময়।…


আজকের ফিচার আর্টিকেল সিলেক্ট করার সময় বেশ কয়েকটি পোস্ট পেয়েছিলাম যেগুলো দারুন কোয়ালিটি সম্পূরণ। তার মধ্যে এই পোস্টটি একটি। এ পোস্টটি কে কোয়ালিটি দিয়ে বিবেচনা করলে ভুল হবে। এই পোস্টের মধ্যে রয়েছে কঠিন বাস্তবতা, বাবার প্রতি ভালোবাসার প্রকাশ, এবং প্রচন্ড আবেগে ভরা।

আমাদের প্রত্যেকের জীবনে বাবা হল বট গাছের মত। একটা সন্তানের জন্য বাবার বেঁচে থাকাটাই বড় প্রাপ্তি। বাবা তার জীবদ্দশায় সন্তানদের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিয়ে নিজেই শান্তি পান। কমিউনিটির পরিচিত মেম্বার, আমাদের সকলের প্রিয় শিমুল আক্তার ম্যাডামের বাবা পরলোকগমন করেছেন এক মাস সাত দিন হলো। তার জন্য তার বাবার রেখে যাওয়া একটি উপহার নিয়ে তিনি একটি পোস্ট করেছেন।

পোস্ট লেখার সময় তিনি প্রচন্ড আবেগী হয়ে পড়েছিলেন। তার বাবা তাকে প্রচন্ড ভালোবাসতেন সেটার বহিরপ্রকাশ ঘটেছে পোস্টের লেখনীর মাধ্যমে। তার বাবার দেয়া উপহারটি যেন তাকে বাবার হাতের উষ্ণ স্পর্শের অনুভূতি জোগায়, এই কামনা করি। শিমুল আক্তার ম্যাডামের বাবা পরপারে যেন ভালো থাকে সেই কামনা করি।


3.PNG

ছবি shimulakter আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 17 days ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমার এই পোস্টটিকে ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য। কষ্টের কিছু স্মৃতি লেখার মধ্যে দিয়ে বন্দী করে রেখে দিলাম।😶

 17 days ago 

শিমুল আক্তার আপু এই পোস্টটার মধ্যে বাবার ভালোবাসা থেকে শুরু করে সবকিছু সুন্দর করে তুলে ধরেছেন। বাবার দেওয়া শেষ উপহার নিয়ে তিনি এই পোস্টটা লিখেছেন। আসলে বাবা এমন একজন যিনি সবসময় সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারে। আপুর আব্বু যেন পরপারে ভালো থাকেন এটাই চাই। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 17 days ago 

শিমুল আক্তার আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ। উনার এই পোস্টটি যদিও পড়া হয়নি, কিন্তু ফিচারডে দেখে ভালো লেগেছে।

 17 days ago 

ফিচার্ড আর্টিকেলের শিমুল আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। বাবার কোন তুলনা হয় না। প্রত্যেকটি বাবা তার সন্তানকে অনেক ভালবাসেন। তার সন্তানকে আগলে রাখেন ছায়ায়।বাবা মা চলে যাওয়া একটি সন্তানের জন্য অনেক কষ্টদায়ক।আপুর বাবা যেন ভালো থাকে এই দোয়াই করি।ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104276.64
ETH 3847.01
SBD 3.34