"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৪২৭ [ তারিখ : ১৫-০৯-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kibreay001
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: মোঃ কিবরিয়া হোসেন। তিনি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করেন। তিনি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার মাতৃভাষা বাংলা, তিনি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসেন। সব থেকে বেশি পছন্দ করেন ফটোগ্রাফি করতে। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করেন। কয়েকটি শখের মধ্যে তার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। ২০২২ সালের জানুয়ারী মাসে তিনি স্টিমিটে জয়েন করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
রেসিপি পোস্ট // মুরগির মাংসের চিকেন রেসিপি || by @kibreay001 (১৫/০৯/২০২৪ )
প্রকৃতির ভিন্ন পরিবেশের মাঝে আজকের পুরো দিনটি বেশ ভিন্নভাবে কেটেছে । সত্যি বলতে প্রকৃতি ও পরিবেশ একটু বৃষ্টিময় এবং শীতল ছিলো আজকে। যার কারনে একটু ভিন্ন ধরনের খাবারের প্রতি বেশ দুর্বলতা তৈরী হয়েছিলো আজকে, সেটা যেমন আমার মাঝে তৈরী হয়েছিলো ঠিক তেমনি হয়তো আপনাদের মাঝেও তৈরী হয়েছিলো। কারন বাঙালি মানেই খাবারের প্রতি দুর্বলতা এবং খাবার রশিক মানুষ। আর বৃষ্টির দিন মানেই সেটা আরো বড় সুযোগ হয়ে সামনে চলে আসে। তবে আজকে ফিচার্ড পোষ্ট বাছাই করতে গিয়ে বেশ হতাশ হয়েছি কারন তেমন কোন ভালো পোষ্ট আজ চোখে পড়েনি, যদিও আমি সব সময় সৃজনশীলতামূলক কাজগুলোকে প্রধান্য দেয়ার চেষ্টা করে আসছি।
কিন্তু আজকে সেই দৃষ্টিভঙ্গি হতে কোন পোষ্ট বাছাই করতে পারি নাই, কারণ সৃজনশীলতামূলক তেমন কোন কিছু আজকে খুঁজে পাইনি। হতে পারে প্রকৃতির এই ভিন্ন পরিবেশে আজকে সবাই দিনটি একটু ভিন্নভাবে উপভোগ করার চেষ্টা করেছেন, তাই হয়তো সৃজনশীলতা কিংবা কোয়ালিটিময় কিছু উপস্থাপন করেন নাই। যাইহোক, দ্বিতীয় বিষয়টিকে আমি সামনে নিয়ে আসি তারপর আর সেটা হলো রেসিপি জাতীয় কিছু। তেমন একটা রেসিপি পেয়েছি আর সেটা হলো মুরগির রেসিপি, যদিও টাইলেট নিয়ে কিছু সন্দেহ আছে, সেটা বোধহয় সঠিক নির্বাচন হয় নাই। সে যাইহোক, নামে কি আসে যায় আমরা প্রায় এটা বলে থাকি, আসলেই তো সত্য নাম দিয়ে কি হবে আসল বিষয় হলো স্বাদ, হি হি হি।
ছবিটি @kibreay001 ভাইয়ের ব্লগ থেকে নেওয়া।
স্বাদের দিন বিবেচনায় অবশ্যই এটা দারুণ একটা রেসিপি, আর বৃষ্টিময় দিন হিসেবে সেটা আরো মজার রেসিপি। কারন বৃষ্টি মানেই ভাজা-পোড়া কিংবা মজার খাবারের সাথে দিনটি উপভোগ করার চেষ্টা করা। চিকেন রেসিপি সব সময়ই আমার প্রিয় এবং সেটা যদি একটু ভিন্নভাবে তৈরী করা হয় তাহলে সেটার প্রতি আগ্রহটা নিঃসন্দেহে দ্বিগুন হয়ে যায়। ঠিক তেমনটিই ঘটেছে, যার কারনেই আজকে আমি সব কিছু বিবেচনায় নিয়ে এই পোষ্টটি ফিচার্ড হিসেবে বাছাই করেছি। আশা করছি আপনাদের কাছেও আজকের ফিচার্ড পোষ্টটি ভালো লাগবে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। চিকেন রেসিপি দারুণ হয়েছে। চিকেন খেতে আমরা সকলেই পছন্দ করি। কিবরিয়া ভাইয়ের শেয়ার করো রেসিপি খুবই ভালো লেগেছে আমার।
আজকের ফিচারড আর্টিকেলে কিবরিয়া ভাইয়ের মুরগির মাংসের চিকেন রেসিপি পোস্ট টি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। মুরগির মাংসের চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ হওয়া যায় না। এই ধরনের রেসিপি খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। কিবরিয়া ভাই আমাদের মাঝে খুবই দুর্দান্ত একটি রেসিপি পোস্ট শেয়ার করেছে।
বৃষ্টির দিনের পারফেক্ট রেসিপি। সাথে ভুনা খিচুড়ি হইলে তো পোয়া বারো! ওয়েদারের সাথে মানানসই ফিচার পোস্ট। 🔥🔥
আজকের ফিচারড আর্টিকেলের জন্য @kibreay001 ভাইয়ার রেসিপি পোস্ট সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। বৃষ্টির দিনে এমন খাবার খেতে খুবই সুস্বাদু লাগে। বৃষ্টির সময়ে প্রতিটা খাবারের স্বাদ যেনো বেড়ে যায়। রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল।
প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজারদের মধ্য থেকে একটি পোস্টকে বাছাই ফিউচার আর্টিকেল পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে। আজকে আমার নিজের পোস্টটি ফিউচার আর্টিকেল পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে দেখে বেশ ভালো লাগলো। চেষ্টা করি নিজের জায়গা থেকে সব সময় ভালো মানের পোস্ট করা যায়। ধন্যবাদ আমার পোস্টটি আজকের ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
ফিচারড আর্টিকেলে কিবরিয়া ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুণ একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। রেসিপিটি দেখে অনেক লোভ লেগে গেল।বৃষ্টির দিনে এমন লোভনীয় রেসিপি খেতে সত্যিই অতুলনীয়। অনেক ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।