"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৪৭৩[ তারিখ : ৩১.১০.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।**
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @samhunnahar
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - সামশুন নাহার হিরা। ইউজার আইডি @samhunnahar। বর্তমান বাসস্থান - বাংলাদেশের কক্সবাজার। তিনি বাংলা ভাষায় লিখতে ও পড়তে ভালোবাসেন। সে সাথে ভালোবাসেন রান্না করতে। পছন্দের আরো কিছু বিষয় - ভ্রমণ করা,ফটোগ্রাফি করা, গান গাওয়া এবং কবিতা আবৃত্তি। উনি স্টিমিটে জয়েন করেছেন ২০২২ এর মার্চ মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর ৭ মাস চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
ট্রাভেলিংঃ- হঠাৎ ইনানী রয়েল টিউলিপে ঘুরতে যাওয়া-(পর্ব-৪) ... @samhunnahar (30.10.2024 )
আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি নজরে আসে এবং এই জায়গাটিতে আমি আসলে গিয়েছিলাম এবং জায়গাটি এতো সুন্দর যে আমি ভাবলাম এই পোস্টটি টিচার আর্টিক্যাল করার মাধ্যমে ওনার কথাগুলো অর্থাৎ এই হোটেল সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে চাই।
আমি যদি প্রথমে আমার অভিজ্ঞতা বলি। তাহলে আরো অনেক বছর আগে আমি রয়েল টিউলিপ এ গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কক্সবাজারের রয়েল টিউলিপ এতো বেশি সুন্দর যেটা একেবারে অভাবনীয়। শুধু তাই নয়, আসলে খাবারের হলরুম এবং বিশেষ করে সেখানের ওয়াটার পার্ক টি অনেক বেশি সুন্দর। আর উনি এখানে যেই খেলার জায়গাটির ছবি দিয়েছেন। সেখানেও গিয়েছিলাম, বেশ দারুণ পরিবেশ বলা চলে।যখন আমরা গিয়েছিলাম তখন মানুষ কিছুটা কম ছিলো। তাই আসলে ঘুরে অনেক বেশি মজা পেয়েছিলাম। আর হোটেলটি আসলে এতো বেশি বড় ছিলো আর বিশেষ করে সেখানের পুলগুলো আরো বেশি সুন্দর ছিলো। আর গেমিং জোনটি তো কি সুন্দর সেটা দেখতেই পাচ্ছেন। তবে আমি যখন গিয়েছিলাম তখন এতো বেশি গেমস ছিলো না।এখন দেখলাম বেশ ভালোই গেমস এড করেছে।
সেখানের গেমিং জোনটিতেও আমার খেলার সৌভাগ্য হয়েছিলো।আর উনার কাছ থেকেও আরো অনেক কিছু শুনতে চাই।আর উনার লেখাগুলো পড়েও ভালো লাগলো।আশা করছি উনারাও দারুণ মূহুর্ত পার করেছেন।
ছবিগুলো @samhunnahar এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
অনেক ভালো লাগলো আমার পোস্ট ফিচার্ড আর্টিকেলে নির্বাচন করার জন্য। সত্যি কথা বলতে কক্সবাজারের মেয়ে বলে বেশি বলছিনা এই জায়গাটি এত সুন্দর আমার এত ভালো লাগে তাই সময় সুযোগ হাতে পেলে চলে যায়। বিশেষ করে ওয়াটার পার্ক আর সুইমিং এর জায়গা গুলো অসাধারণ। আর চারপাশের পরিবেশ নিয়ে আর কি বলবো একথায় বলতে গেলে নিরিবিলি পরিবেশ। রয়েল টিউলিপ সম্পর্কে বলতে বললে হয়তো আমার বলা শেষ হবে না। যাক অবশেষে আপনার নজরে পড়লো তাতে আমি অনেক আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে।
ভ্রমণ বিষয়ক দারুণ একটি পোস্টকে ফিচার আর্টিকেল হিসাবে নির্বাচিত করলেন। খুব সুন্দর করে আপু হোটেলটির ব্যাপারে বুঝিয়েছেন এই পোস্টে। মানুষের তথ্য সংক্রান্ত দিক থেকেও উপকার হবে। অনেক শুভকামনা রইল আপুর জন্য৷
শামসুন্নাহার আপুর অনেক সুন্দর একটা পোস্ট আজকের ফিচার্ডে দেখলাম। এই জায়গাটাতে আপনিও গিয়েছিলেন জেনে ভালো লাগলো। দেখেই বুঝতে পারছি এটা অনেক সুন্দর। সবকিছু ভালোভাবে দেখে এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করলেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ এটা সিলেক্ট করার জন্য।
অনেক সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে। শামসুন্নাহার আপু অনেক সুন্দর একটা পোস্ট আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছে। এই পোস্টটা সত্যি খুব সুন্দর ছিল। এই জায়গাটা অনেক সুন্দর, এটা আপনাদের দুজনের কথা শুনেই বুঝতে পারলাম। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শামসুন্নাহার আপুকে অনেক অনেক অভিনন্দন। আপুর ভ্রমণ বিষয়ক পোস্ট টি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।
ফিচার্ড আর্টিকেলে শামসুন্নাহার আপুর পোস্টি দেখে অনেক ভালো লাগলো। ভ্রমণ বিষয়ক দারুন একটি পোস্ট লিখেছেন আপু। এই জায়গাটিতে আপনি গিয়েছিলেন জেনে ভালো লাগলো। অসাধারণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ধন্যবাদ।