আমার বাংলা ব্লগের অফিসিয়াল চ্যারিটি একাউন্ট এর অডিট রিপোর্ট ০২(Audit report of official charity account of Amar Bangla Blog 02)

in আমার বাংলা ব্লগ3 years ago

audit-charity.png


বিগত ০৫-ই ফেব্রুয়ারি ২০২২ আমাদের কমিউনিটির এক জন ভেরিফাইড ব্লগার রুজমারিয়া @ruzmaira "আমার বাংলা ব্লগ"-এ একটি ফান্ডরাইজিং পোস্ট পাবলিশ করেন । রুজমারিয়া ম্যাডাম এক জন ভেনেজুলিয়ান, কিন্তু তীব্র আর্থিক মন্দার কারণে বর্তমানে কলম্বিয়াতে রিফিউজি হিসেবে অবস্থান করছেন । অতি সম্প্রতি স্বামীর সাথে বিচ্ছেদের কারণে এবং জীবন যাত্রার উন্নত মানের কারণে কলম্বিয়াতে বেশ ব্যায়বহুল পরিস্থিতির মধ্যে পড়েছেন তিনি দুটি শিশু কন্যা সাথে নিয়ে ।

এই ব্যয়বহুল পরিস্থিতির কারণে তিনি বাড়ির রেন্ট এর টাকা দিতে অপারগ হয়ে আমাদের কাছে কিছুটা হেল্প চেয়েছেন । সেই জন্যই তিনি একটি ফান্ডরাইসিং পোস্টে সব কিছু বিস্তারিত তুলে ধরেছেন ।

@ruzmaira র ফান্ড রাইসিং পোস্ট এর লিংক : https://steemit.com/hive-129948/@ruzmaira/100-profit-to-abb-charity


@ruzmaira র কাঙ্খিত এমাউন্ট : $২৫০ ডলার


ফান্ডরাইসিং থেকে সংগৃহীত ফান্ড আজ ১৭ ফেব্রুয়ারী ২০২২ @ruzmaira এর steemit ওয়ালেটে ট্রান্সফার করা হয় । এখন নিচে বিস্তারিত সকল রিপোর্ট তুলে ধরা হলো --

Verified Fundraising Event-02 : @ruzmaira এর উদ্বাস্তু জীবনের আর্থিক বিপদে সহায়তা । link : এখানে দেখুন


Raised Funds : ০৫ ফেব্রুয়ারী ২০২২ থেকে ১৭ ফেব্রুয়ারী ২০২২

ক্রমিক নংডোনেটরএমাউন্ট
1@rupok20.000 STEEM
2@rex-sumon7.000 STEEM
3@abusalehnahid0.765 STEEM
4@moh.arif7 STEEM
5@ayrinbd5 STEEM
6@shuvo357 STEEM
7@rayhan1111 STEEM
8@rex-sumon7 STEEM
9@green0152 STEEM
10@steem-for-future1 STEEM
11@shopon7001 STEEM
12@emon421 STEEM
13@haideremtiaz2 STEEM
14@engrsayful10 STEEM
15@nusuranur5 STEEM
16@sajjadsohan1 STEEM
17@labib20003 STEEM
18@alsarzilsiam4 STEEM
19@saifulraju2 STEEM
20@sajjadsohan5 STEEM
21@sagor12335 STEEM
22@narocky715 STEEM
23@haideremtiaz10 STEEM
24@razuahmed5 STEEM
25@santa1410 STEEM
26@razuan1230 STEEM
27@tauhida10 STEEM
28@tania6910 STEEM
29@emranhasan10 STEEM
30@limon8810 STEEM
31@labib200025 STEEM
32@green0155 STEEM
33@munna1014 STEEM
34@kitki5 STEEM
35@emon425 STEEM
36@bd-charity15 STEEM
37@shuvo3510 STEEM
38@kibreay0012 STEEM
39@mostafezur0015 STEEM
40@isha.ish30 STEEM
41@rayhan1115 STEEM
42@abusalehnahid5 STEEM
43@roy.sajib5 STEEM
44@hafizullah7 STEEM
45@wahidasuma15 STEEM
46@hafizullah20 STEEM
47@mahamuddipu3 STEEM
48@rex-sumon20 STEEM
49@tangera25 STEEM
50@shuvo202110 STEEM
51@rex-sumon7 STEEM
52@emonv2 STEEM
53@nusuranur20 STEEM
54@alsarzilsiam10 STEEM
55@kingporos20 STEEM
56@brishti100 STEEM
57@ayrinbd20 STEEM
58@rupok15 STEEM
59@hafizullah5 STEEM
60@alsarzilsiam15 STEEM
61@rupok10 STEEM
62@moh.arif5 STEEM
63@nusuranur5 STEEM
64@shuvo3515.006 STEEM
65@rex-sumon5 STEEM
66@kingporos5 STEEM
67@winkles25 STEEM
68@saifulraju10 STEEM
69@blacks30 STEEM
70@steem-for-future2.5 STEEM
71@ayrinbd5 STEEM
72@alomgirkabir502 STEEM
73@shuvo357 STEEM
74@haideremtiaz1 STEEM
75@hseema1 STEEM
76@rayhan1111 STEEM
77@shopon7001 STEEM
78@brishti10 STEEM
79@engrsayful10 STEEM
80@engrsayful20 STEEM
81@alsarzilsiam7 STEEM
82@ruzmaira2.938 STEEM
83@rme300 STEEM
84@tanuja100 STEEM

Total raised funds : 1212.209 STEEM

Funds Moved From @abb-charity to @ruzmaira

800.000 STEEM


Untitled.png


Percentage of @abb-charity cut fund : 34%

একাউন্টের কর্মপদ্ধতি :

১. @abb-charity একাউন্টটি এক্সেস করার ক্ষমতা শুধুমাত্র @rme আর @blacks এর আছে ।
২. একাউন্টটির কোনো ফান্ড চ্যারিটি ছাড়া কোনো অবস্থাতেই অন্য কোনো একাউন্ট এ ট্রান্সফারেবল নয় , এমনকি কমিউনিটি'র অ্যাডমিন এর একাউন্ট ও নয় ।
৩. শুধুমাত্র verified fundraising প্রজেক্টে ছাড়া আর কোথাও ফান্ড ট্রান্সফার করা যাবে না ।
৪. যে কোনো ডোনেশন এর ৫০% steem পাওয়ার হিসাবে @abb-charity একাউন্টে ট্রান্সফার করা হবে । বাকি ৫০% steem ট্রান্সফার করা হবে @abb-charity সেভিংস একাউন্টে ।
৫. যে কোনো fundraising পোস্ট অবশ্যই ১০০% post payout beneficiary হিসাবে @abb-charity কে নির্বাচন করতে হবে । অন্যথায়, চ্যারিটি ফান্ড থেকে কোনো রকম ফান্ড ট্রান্সফার পসিবল হবে না ।
৬. চ্যারিটি ফান্ড শুধুমাত্র ডোনেশন হিসাবে steem একসেপ্ট করতে পারবে । fundraiser কেও শুধুমাত্র steem ট্রান্সফার করতে পারবে ।
৭. @abb-charity র বাড়তি ইনকামের জন্য "amarbanglablog" curation ট্রেইল কে ফলো করতে পারবে ।
৮. @abb-charity র curation reward এর ৫০% একাউন্টে পাওয়ার হিসাবে রেখে বাকি ৫০% পাওয়ার ডাউন করা হবে । লিকুইডেশনের পরে steem সেভিংস ওয়ালেটে ট্রান্সফার করা হবে ।
৯. শুধুমাত্র verified ফান্ডরাইসিং ইভেন্ট ছাড়া কোনো সাধারণ ব্যক্তিবর্গ কে কোনো অবস্থাতেই কোনো ডোনেশন দিতে পারবেন না এই চ্যারিটি একাউন্ট ।
১০. চ্যারিটি ফান্ড থেকে কাউকে কোনো অবস্থাতেই steem ধার, বা ডেলিগেশন দেয়া যাবে না ।

কি ভাবে চ্যারিটি ফান্ডে ডোনেট করবেন

১. চ্যারিটি ফান্ড শুধুমাত্র steem ডোনেশন হিসাবে একসেপ্ট করে, তাই আপনারা শুধু steem-ই ডোনেট করতে পারবেন । সর্বনিম্ন ডোনেশন এর পরিমান ১ steem , সর্বোচ্চ পরিমান : আনলিমিটেড । ডোনেশনটি অবশ্যই @abb-charity একাউন্ট এ করবেন ।
২. সরাসরি steem ডোনেট না করেও আপনারা ডোনেশন করতে পারবেন । সে জন্য পোস্ট করার সময় "Reward Advanced Settings" এ ক্লিক করবেন প্রথমে , একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, "add account" এ ক্লিক করে স্টিমিট ID র ঘরে দেবেন @abb-charity আর beneficiary percentage এর ঘরে দেবেন যত পার্সেন্ট আপনি আপনার পোস্ট রিওয়ার্ড @abb-charity এর ওয়ালেটে দেবেন সেটা । নিচের ছবি দুটি ভালো করে লক্ষ করুন তাহলে বিষয়টি ক্লিয়ার হবে ।

Untitled2.png

Untitled.png

কি ভাবে চ্যারিটি ফান্ড থেকে ডোনেশন নেবেন

১. প্রথমে আমাদের কমিউনিটি-তে একটা fundraising পোস্ট করবেন । সেখানে যতটা সম্ভব বিস্তারিত বর্ণনা করবেন কেন আপনার ডোনেশন লাগবে, কী উদ্দেশ্যে ডোনেশনটি ব্যবহার করবেন ।
২. পোস্টটির ট্যাগ অবশ্যই "charity abb-charity amarbanglablog fundraising" এই গুলি হবে । নতুবা, পোস্টটি ভেরিফাইড fundraising পোস্ট হিসাবে গণ্য হবে না ।
৩. আপনার fundraising পোস্টে যতটা সম্ভব ডোনেশন campaign সংশ্লিষ্ট বিস্তারিত বর্ণনা, ফোটোগ্রাফস, ভিডিও শেয়ার করতে হবে । মনে রাখবেন আপনি যতটা ভালোভাবে আপনার ডোনেশন এর ব্যাপারটা আমাদের কাছে উপস্থাপন করতে পারবেন তত দ্রুত আপনার ডোনেশন approved হবে ।
৪. সর্বশেষ আপনার desired ডোনেশন এমাউন্টটা অবশ্যই উল্লেখ করবেন ।

◁ ধন্যবাদ ▷

↜ মানুষ মানুষের জন্য ↝

Sort:  
 3 years ago 

খুবই ভালো একটি উদ্যোগ। যারা @ruzmaira এর পাশে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। এভাবেই মানুষ মানুষ এর জন্য এগিয়ে আসবে। ধন্যবাদ দাদাকে এমন সুন্দর একটি ব্যবস্থা নেওয়ার জন্য।

 3 years ago 

এটি একটি অসাধারণ উদ্যোগ।এই উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমার খুবই ভালো লাগছে।সবার মাঝেই বেঁচে থাক মানবতা।ধন্যবাদ দাদা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

অসাধারণ একটি ব্যবস্থা করেছেন দাদা। সত্যিই আমি আপনাকে যত দেখি এবং আপনার কর্মগুলো আমি যতই পড়িনা কেন আমি ততই মুগ্ধ হয়ে যাই আপনার প্রতি। সত্যিই আপনি অসাধারণ আপনি অন্য একজন মানুষ। এভাবে বেঁচে থাকুন মানুষের মাঝে যুগ যুগ ধরে দাদা আপনার জন্য এই কামনাই করি।

 3 years ago 

দারুণ একটি উদ্যোগ ছিলো ৷ মানুষ মানুষের জন্য ৷ ধন্যবাদ

 3 years ago 

আমার বাংলা ব্লগ সবসময় মানুষ মানুষের জন্য এই স্লোগানকে বিশ্বাস করে, বুকে ধারণ করে। মানুষ মানুষের জন্য। জয় হোক মানবতার ❤️

 3 years ago 

অনেক ভালো উদ্যোগ, মানুষ মানুষের জন্য🌷

 3 years ago 

সকলে সকলের বিপদে পাশে দাঁড়াবে এবং বিপকে মোকাবেলা করবে। অনেক সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য আছে এবং চিরকাল থাকবে। ♥️♥️

 3 years ago 

আবারও প্রমাণিত হলো আমার বাংলা ব্লগ সকলের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে। মানুষ মানুষের জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এটা আবারও প্রমানীত হলো, আমরা সর্বদা এই থিমটা নিয়ে এগিয়ে যেতে চাই মানুষ মানুষের জন্য, ধর্ম-বর্ণ-গোত্র কোন ভেদাবেদ নেই এখানে। মনুষ এবং মনুষ্যত্বই বড়। ধন্যবাদ পুরো বিষয়টি দারুণ স্বচ্ছতার সাথে উপস্থাপন করার জন্য। ভালো লাগছে কারো পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97272.68
ETH 3373.70
USDT 1.00
SBD 3.13