"Incredible India monthly contest of February#3 by @tanay123 | Photography Lover"
HELLO▶▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷
যাই হোক আজ আমি আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটির মডারেটর @tanay123 ভাইয়ের আয়োজিত সাপ্তাহিক কনটেষ্টে অংশগ্রহণ করতে চলছি , তাহলে দেরী কিসের চলো শুরু করা যাক ৷
🫵Do you like photography? Do you think photography requires patience and creativity? |
---|
আমি আমার নিজ দিক দিয়ে ফটোগ্রাফি আমার ভিষণ পছন্দের একটা কাজ আমি মনে করি ৷ আর আমি প্রতিনিয়ত ভালোবাসি এবং এটা আমার একটি শখ বলা যায় ৷ তার পাশাপাশি আমার এটাও শখ ছিল যে একটা ক্যামেরা কিনবো ফটোগ্রাফি করার জন্য কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছি না যে একটা ক্যামেরা কিনবো ৷
যাই হোক ফটোগ্রাফি করার জন্য যে ক্যামেরা লাগবেই তেমন টাও না আমার মোবাইল ফোন থেকে যে ছবি গুলো আমি ক্যামেরা বন্দি করে থাকি সেগুলো তেই আমি অনেক খুশি ৷
আসলে ফটোগ্রাফি একটা কঠিন কাজ আমি মনে করি শুধু ফোন হাতে নিলেই আর ক্যামেরা অন করলেই ভালো ছবি বা ফটোগ্রাফি করা যায় না ৷ ফটোগ্রাফি করার জন্য আবহাওয়া বুঝতে হবে এবং কি কোন সাইট বা পাশ থেকে ছবি তুলতে হয় সেই সম্পর্কে অবগত থাকতে হবে ৷
তারপর কোন ছবি টা কোন ভাবে বা কিভাবে কোন এঙ্গেলে তুলতে হবে সেই সম্পর্কেও একটু একটু ধারনা থাকতে হবে ৷ তার পাশাপাশি প্রতিটি ছবি বা ফটোগ্রাফি করার সময় কেমন ব্রাইটনেস নেওয়া দরকার সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলেও মূলত একজন সাধারন ফটোগ্রাফি হিসেবে ভালো কিছু ছবি তোলা সম্ভব হয়ে পরবে ৷
আর একজন ফটোগ্রাফারের অবশ্যই একটু ক্রিয়েভেটি থাকা অত্যান্ত গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি ৷ একজন ফটোগ্রাফারের ক্রিয়েভেটি বলে দিবে সে কেমন ছবি তুলতে পারবে বা একটা ছবি দেখেও সেটা বিচার করা সম্ভব যে তার মধ্যে কতটা ক্রিয়েভেটি রয়েছে ৷
ফটোগ্রাফি করার জন্য অনেক সময় নিতে হয় এবং তার পাশাপাশি আমি মনে করি একজন ফটোগ্রাফারের একটু বেশী ধৈর্য্য থাকা প্রয়োজন ৷ শুধু ক্যামেরা অন করে ক্লিক করলেই সেটা ক্রিয়েভেটির উপর পরে না ৷ ক্রিয়েভেটি টা আমাদের আস্তে আস্তে করে ফটোগ্রাফির মাধ্যমেই করে নিতে হবে ৷
🫵Share three of your favorite photography that you have taken yourself and do you have any feelings attached to these photography? |
---|
আমার প্রিয় ছবি এবং প্রিয় মুহূর্তের ছবি অনেক রয়েছে তবে আমি আজকে আপনাদের মাঝে আমার প্রিয় তিনটি ছবি বা ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করবো ৷
আমার কাছে হয়তো অনেক আকর্ষণীয় ফটোগ্রাফি রয়েছে বা ছবি রয়েছে কিন্তু সেগুলোর মাঝে শুধু সৌন্দর্যতাই রয়েছে, আর এই সৌন্দর্যতা দীর্ঘদিন অব্দি ধরে রাখা যায় না তাই আমি প্রথম ছবি সৌন্দর্যতার মাঝে কিছু ভালোবাসার মুহূর্ত ও তুলে ধরতে চাই ৷
আমাদের গ্রামে যখন আমরা মাছ ধরে থাকি তখন এভাবে আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে ভাগাভাগি করে মাছ ধরে থাকি ৷ আর মাছ ধরা শেষে যেটুকু মাছ ধরতাম সবাই মিলে ভাগাভাগি করে নিতাম ৷
এই ছবি গুলো হয়তো আমাদের জীবনে আর বারবার আসবে না তবে এই ছবির মাঝে যেটুকু স্মৃতি লুকিয়ে রয়েছে যেটা সারাজীবন আমার মনে গাঁথা থাকবে ৷
আমার ধান চারা গাছ রোপণ করার ছবি আর এই ছবি টি আমার কাছে অনেক ভালো লেগেছে ৷ আমি রাস্তার পাশে ধানের চারা রোপণ করতেছি সেই সময়ে আমার এক ছোট ভাই হঠাৎ করে এসেই আমার ছবি টি তুলেছিল ৷
আমি ছোট থেকে বড় হয়েছি আমার নিজের কাজের ছবি একবারের জন্যও তুলে নি ৷ শুধু এই একটি ছবি আমার গ্যালারিতে এখনো রয়েছে যেটা আমি মনে করি আমার জন্য একটি সেই দিনের স্বরনীয় দিন ৷ এজন্য এই ছবি টি অনেক যত্ন করে আমার গ্যালারিতে রেখে দিয়েছি ৷
সর্বশেষ ছবি টি হলো আমাদের বাড়ির পাশের ঐতিহ্যবাহী লোহার পুলের ব্রীজ যেই ব্রীজ টি অনেক আগের বছরের ছিল ৷ কয়েকদিন আগে থেকে কাজ শুরু হয়েছে নতুন ব্রীজ তৈরি করার জন্য ৷
আর এই ব্রীজ কে হয়তো আর কখনই দেখতে পারবো না সেজন্য এই ব্রীজকে স্বরণীয় করে রাখার জন্য আমার মোবাইল ফোনে ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি ৷
হয়তো হঠাৎ মনে পরে যাবে এই ঐতিহ্যবাহী লোহার ব্রীজ এর কথা তখন একটা বার গ্যালারি খুজে এক পলকের জন্য ছবি টিকে দেখতে পারবো ৷ সেজন্য আমি মনে করি এটাও আমার একটা প্রিয় ছবি বা ফটোগ্রাফি ৷
"Conclusions" |
---|
আমি আমার তিনটি পছন্দের ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি যেগুলো শুধু পছন্দই না এর সাথে অনেক মায়া এবং আবেগ ও ভালোবাসা লুকিয়ে রয়েছে যেটা আমরা ইচ্ছে করলেও আমাদের মন থেকে মুছে দিতে পারবো না ৷
তো বন্ধুরা আমার লেখা এখানেই শেষ করছি ৷ তার আগে আমার তিনজন বন্ধুকে এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি,, @jahidul21 @rasel72 @avishek93 !!
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কিছু ফটোগ্রাফি আামাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার ছবিতে গ্রামীণ কিছু চিত্র ফুটে উঠেছে। আপনি যে ধান রোপণ করতে পারেন জেনে খুব ভালো লাগলো। পারসোনালি আমার কাছে আপনার তোলা প্রথম ছবিটা খুব ভালো লেগেছে। ছবিটিতে মাছ ধরার চিত্র ফুটে উঠেছে।
ভালো থাকবেন দাদা আপনি।